Search

বাংলাদেশে আসুসের নতুন গেমিং মনিটর ASUS VG278QR

আসুসের গেমিং মনিটরের মোট তিনটি ডিভিশন রয়েছে। প্রিমিয়াম হাই প্রোফাইল মডেলের জন্য রিপাবলিক অফ গেমারস বা ROG, কিছুটা মিড রেঞ্জ বাজেট অরিয়েন্টেড মডেলের জন্য সদ্য তৈরি করা TUF Gaming ডিভিশন এবং বাজেট ক্রেতাদের জন্য আসুসের নিজস্ব স্টক ব্র্যান্ডেড মডেল। সম্প্রতি আসুসের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে এনেছে ASUS VG278QR গেমিং মনিটরটি। ২৭ ইঞ্চির এই গেমিং মনিটরটির বিশেষত্ব হচ্ছে অন্যান্য মনিটরে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকলেও এতে ওভারক্লক মোডে ১৬৫ হার্টজে গেমিং করা যাবে।

VG278QR এর ফিচার

VG278QR হচ্ছে মূলত এর আগের জেনারেশন VG278Q এর সাক্সেসর মডেল। যদিও ২৭ ইঞ্চির এই গেমিং মনিটরটি TN ডিসপ্লে প্যানেল বিশিষ্ট, এর মধ্যে দেয়া হয়েছে বেশ কিছু ফিচার যা অন্যান্য মডেলে তেমন একটি নেই। প্রথমত এর ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট যার কথা শুরুতেই বলা হয়েছে। ডিসপ্লে পোর্ট কানেকশনের মাধ্যমে আপনারা সাধারণ ১৪৪ হার্টজকে ওভারক্লক করে ১৬৫ হার্টজে নিয়ে যেতে পারবেন। এছাড়াও, এতে ০.৫ মিলিসেকেন্ড রেস্পন্স টাইম যা এই প্রাইস রেঞ্জের মনিটরে তেমন দেখাই যায় না। রয়েছে এডাপ্টিভ সিংক টেকনোলজি যা অফিসিয়ালি এনভিডিয়ার জি সিংক টেকনোলজি সাপোর্ট করবে।

মনিটরটিতে আছে আসুসের নিজস্ব Gamefast টেকনোলজি যা গেমিঙ্গের সময় আপনার কীবোর্ড ও মাউসের ইনপুট ল্যাগ কমাতে সহায়তা করবে। এছাড়াও আছে Gameplus টেকনোলজি যা গেম অনুযায়ী আপনাকে গেমের বেস্ট কালার আউপুট প্রদান করতে সক্ষম হতে পারে।

VG278QR Specification

Display Panel Size: Wide Screen 27.0″(68.6cm) 16:9
Color Saturation: 72%(NTSC)
Panel Type: TN
True Resolution : 1920×1080
Display Viewing Area(HxV) : 597.6 x 336.15 mm
Display Surface Non-glare
Pixel Pitch: 0.311 mm
Brightness(Max) : 400 cd/㎡
Contrast Ratio (Max) : 1000:1
ASUS Smart Contrast Ratio (ASCR) : 100000000:1
Viewing Angle (CR≧10): 170°(H)/160°(V)
Response Time: 0.5ms (GTG, Min.), 1ms (GTG, Ave.)
Display Colors: 16.7M
Flicker-free 
Refresh Rate(max): 165Hz
Video Feature Trace Free Technology: Yes
Skin-Tone Selection : 3 Modes
Color Temperature Selection: 4 Modes
GamePlus(modes) : Yes (Crosshair/Timer/FPS Counter/Display Alignment)
Low Blue Light: Yes
HDCP support: Yes
VividPixel: Yes
Smart View Technology: Yes
GameVisual :7 Modes(Scenery/Racing/Cinema/RTS/RPG/FPS/sRGB Modes/MOBA Mode)
FreeSync™ technology supported
Extreme Low Motion Blur
GameFast Input technology
Audio Features Stereo Speakers: 2W x 2 Stereo RMS
Convenient Hotkey GamePlus
5-way OSD Navigation Joystick
GameVisual
I/O Ports
Signal Input: HDMI(v1.4), DisplayPort 1.2, Dual-link DVI-D
PC Audio Input: Earphone out
Earphone jack: 3.5mm Mini-Jack
Signal Frequency Digital Signal Frequency: DisplayPort:195 ~195 KHz (H) /40 ~165 Hz(V)
HDMI : 30 ~140 KHz (H) /40 ~120 Hz(V)
DVI: 30 ~160 KHz (H) /50 ~144 Hz(V)
Power Consumption Power Consumption < 40W*
Power Saving Mode <0.5W
Power Off Mode <0.5W
Mechanical Design Chassis Colors: Black
Tilt : +33°~-5°
Swivel: +90°~-90°
Pivot: +90°~-90°
Height Adjustment: 0~130 mm
VESA Wall Mounting: 100x100mm
Super Narrow Bezel Design: Yes
Security Kensington lock
Accessories Dual-link DVI cable (Optional)
Audio cable
Power cord
Power adapter
DisplayPort cable (Optional)
Quick start guide
HDMI cable (Optional)
Warranty Card

দাম এবং এভেল্যাবিলিটি

বাংলাদেশে ASUS VG278QR এর ম্যাক্সিমাম রিটেইল প্রাইস বা এম আর পি হচ্ছে ৪৪ হাজার টাকা। তবে যথাযথ নেগোশিয়েশনে আরো কম দামেও পেতে পারেন এই মনিটরটি। এই মডেলটি কিনতে যোগযোগ করুন আপনার নিকটস্থ কম্পিউটার শপ বা ভিজিট করুন কোন রিনাউন্ড কম্পিউটার মার্কেট। যদি বাজারে না পান তাহলে যোগাযোগ করুন আসুসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সাথে।

Share This Article

Search