Search

Hot Swapped Akko Cream Yellow Pro V3 Experience

অনেকদিন পরে সাইটে লেখালেখি করছি। সাধারনত ভিডিওর চক্করে লেখার সুযোগ পাই না তবে ভাবছি মনিটর রিভিউয়ের স্ক্রিপ্টগুলো লেখা আকারে দিবো সাইটে।

প্রায় ৭ মাস+ হতে যাচ্ছে Akko 3084s Shine Through কীবোর্ডটা ইউজ করছি। যখন কীবোর্ড কেনা হয় তখন আমার বাজেট এবং ৭৫% এর মধ্যে এটা একটা ভাল অপশন ছিলো। কিন্তু এখন মার্কেটে অনেক অপশন আছে।

এই আর্টিকেলটা লেখার সময়ে দেখলাম এই কীবোর্ডটা আউট অফ স্টক করা আক্কোর অফিশিয়াল ওয়েবসাইটে। ইম্পোর্টার Cybertronics কে ম্যাসেজ দিয়ে জানতে পারলাম 3084s ডিসকন্টিনিউড, তবে 3084 সিরিজের 3084b plus এর নিউ ভ্যারিয়েন্ট আসতে পারে। যদিও 3084b plus আগেও ছিল হয়তো নতুন করে আসতে পারে।

যাইহোক, এতো আক্কো আক্কো করতেছি যারা মেইনস্ট্রিম কীবোর্ড ম্যানুফ্যাকচার ব্র্যান্ডসগুলা চিনেন তাদের কাছে এই ব্র্যান্ডটা অজানা হতেও পারে। Akko আসলে চায়নার শেনজেন বেসড একটা কোম্পানি যারা ২০১৬ সালে যাত্রা শুরু করে গেমিং পেরিফেরাল ব্র্যান্ড হিসেবে। এখন এই কোম্পানি কীবোর্ড, মাউস, মেকানিকাল সুইচ, কীবোর্ড বেয়ারবোন কীট, কীক্যাপ, কেবল, রিস্ট রেস্ট, কীবোর্ড স্ট্যাবিলাইজার এসব পেরিফেরালস সেল করে থাকে।

মুলত কাস্টম কীবোর্ডের দুনিয়ায় আক্কোর বেশ নামডাক আছে। রিসেন্টলি তাদের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করে  MonsGeek নামে এরাও কাস্টম কীবোর্ড মার্কেটে ভালই করছে এবং কম সময়ে বাংলাদেশের কীবোর্ড কমিউনিটিতেও নাম করতে পেরেছে। ইভেন আমাদের রাইটার প্যানেলের জাহিন তার কাস্টম কীবোর্ড জার্নি শুরু করেছে মন্সগিকের কীবোর্ড দিয়েই। চাইলে পড়ে আসতে পারেন এখান থেকে

এবার আসি আমার কথায়, আমি পার্সোনালি কোডিং এবং ডেটু ডে রেগুলার ইউজের জন্য এমন একটা কম্প্যাক্ট কীবোর্ড খুজছিলাম যেটা এট লিস্ট ৭৫% হবে। যদিও কম্প্যাকটনেস এর হিসেবে ৬৫% দেখতে ভালই লাগে কিন্তু আমার আলদা ফাংশন রো-টা দরকার পরে বিধায় ৭৫% সাইজটা বেশি প্র্যাকটিকাল লাগে। সো এই সাইজের মধ্যে এমন কোন কীবোর্ড খুজছিলাম যেটা আউট অফ দ্যা বক্স ভাল ফিডব্যাক দিবে।
কীবোর্ড মডিং একটা অন্যরকম হবি টাইপ ব্যাপার এখানে ভাল রেজাল্ট পেতে গেলে অনেক সময় দিতেই হয়। আর আমার মত অলস মানুষের জন্য এটা একটু কঠিন। মোটামুটি রিসার্চ করে নিয়ে ফেললাম Akko 3084s Shine Through। যদিও এই 3084 সিরিজের 3084b টা আরেকটু বেটার কিন্তু আমার শাইন থ্রু কীক্যাপের জন্য এই কীবোর্ডটা আমার ভাল লাগে। 

এর ওভার-অল ইম্প্রেশন বলতে গেলে ভালই। ৫ পিন হটসোয়াপ, ডিটাচেবল টাইপ-সি কেবল, ASA Profile Shine-through PBT Double Shot Keycaps, আরজিবি, প্লেট মাউন্টেড ৮৪ কী লে-আউটের ডিসাইন, দরকারি সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য ফোম দেয়া, দেখতে মিনিমাল আর সফটওয়্যার সাপোর্টও আছে। কীবোর্ডের সাউন্ড এক্সপেরিয়েন্সটা ভালই ছিল তবে স্পেসবারের স্ট্যাবিলাইজারটা এখন একটু র‍্যাটেলিং বা নড়বড়ে টাইপ হয়ে গিয়েছে। আউট অফ দ্যা বক্স ভালই টাইট ছিলো।

কীবোর্ড কমিউনিটি একটা এডিক্টিং টাইপ কমিউনিটি এখানে অন্যজনের মড করা বা নতুন সুইচ এক্সপেরিয়েন্স করা দেখলে ইচ্ছা হয় আমিও করি। আমার এই বোর্ডে ৫ পিন হট সোয়াপ সুবিধা বা সুইচ চেঞ্জ করার সুবিধা থাকাতে অর্ডার করে দেই Akko Cream Yellow pro v3 সুইচের দুই সেট। প্রতি সেট বক্সে ৪৫ টা করে সুইচ থাকে। পার সুইচ ৩০ টাকার মত পরেছে এবং ৪৫ সুইচের বক্সের দাম ১৩৫০ টাকা। এই সুইচ সেটগুলো ফ্যাক্টরি লুবড ভার্শন।


যাইহোক, মুলত আমার স্টক কীবোর্ডের সাথে ছিলো Akko jelly purple সুইচ যেটা একটা ট্যাকটাইল সুইচ। স্টক সুইচে একটা স্ক্র্যাচি সাউন্ড ছিলো বাট অতো না। যদিও কেনার সময়ে ইচ্ছা ছিল লিনিয়ার সুইচ ভ্যারিয়েন্ট নেয়ার কিন্তু জেলি পারপল ছাড়া আর কোন অপশন ছিল না। কীবোর্ড কেনার পর প্লান ছিলো সুইচ সোয়াপ করে লিনিয়ার সুইচ লাগিয়ে নিবো পরে।

দুইটা সুইচের একটা ছোট সাউন্ড টেস্ট দিলাম এখানে।



ক্রিম ইয়েলো প্রো ভার্শন থ্রি লিনিয়ার একটা সুইচ এর ট্রাভেল ডিস্ট্যান্স ৩.৩ মিলিমিটার। যদিও আগের জেলি পারপল এর মতই এর একচুয়েশন ফোর্স কিন্তু ট্যাকটাইল বাম্প না থাকায় টাইপিং এ বেটার ফিল পাওয়া যায়। যেহেতু এটা লুবড তাই এটা থেকে কোন প্রকার স্ক্র্যাচি টাইপ সাউন্ড নাই স্মুথ বটম আউট এক্সপেরিয়েন্স পাওয়া গিয়েছে। যদিও হাতে থাকা গ্যাটেরন মিল্কি ইয়েলোর সাথে আক্কো ক্রিম ইয়েলো তুলনা করে দেখলাম গ্যাটেরন মিল্কি ইয়েলো বেশি সাইলেন্ট। এই সুইচটা গেমিং এর জন্যও ঠিকঠাক বলা চলে। তবে কে কী সুইচ ইউজ করতে পছন্দ করে এটা টোটালি সাবজেক্টিভ। 

akko cream yellow pro v3

পুরানো সুইচ আই মিন Akko jelly purple এর হয়তো কিছু সমস্যা ছিলো আমার এক্সপেরিয়েন্সের হিসেবে। যেটা আমি সুইচ সোয়াপ করার পরে পাই নি। নতুন ক্রিম ইয়েলো ভি-থ্রি ইউজ করছি প্রায় এক সপ্তাহের বেশি হবে।

মুলত আগে স্টক জেলি পার্পল সুইচে যেসব ইস্যু ছিলোঃ
১। ডাবল রেজিস্টার সমস্যা। কিছু সুইচ দুইবার ইনপুট নিতো মাঝে মাঝে। হতে পারে এর একচুয়েশন ফোর্স বা অন্য কোন সমস্যার কারনে।
২। কীবোর্ড ডিসকানেকশন সমস্যা। নতুন সুইচ রিপ্লেস করার পরে এই ধরনের কোন সমস্যা দেখছি না কিন্তু আগের সুইচে কীবোর্ড ডিস্কানেক্ট হয়ে যেত প্রায়ই। device descriptor request failed এই এররটা দেখাতো প্রায় বলতে ২-৩ দিন পর পর এমন হতে দেখছিলাম। এবং এই সমস্যার জন্য ভেবেই নিয়েছিলাম আমার কীবোর্ড ইউনিটে ফল্ট আছে। কিন্তু ক্রিম ইয়েলো সুইচ সোয়াপ করার পরে এখনো এমন কিছু ফেস করি নাই।

নতুন সুইচগুলা এসেম্বল করার সময়ে খেয়াল করলাম F1 আর F2 এর সুইচ হোল্ডারে প্রপার ৫ পিন সাপোর্ট নাই দেখলাম। ব্যাপারটা আসলেই অদ্ভুত লাগলো। যেহেতু ক্রিম ইয়েলো সুইচগুলা ৫ পিনের তাই এক্সট্রা প্লাস্টিক লেগসগুলা ক্লিপ করে বাদ দিতে হয়েছে এক্ষেত্রে।

 

 

 

যাইহোক ক্রিম ইয়েলো ভি-থ্রি এর এক্সপেরিয়েন্স আমার মতে ভালই। আমার হাতে আরও কিছু সুইচেস আছে যেগুলোর হয়তো একটা ছোট কালেকশন করে নতুন কোন বিল্ড করতে পারি ভবিষ্যতে ইনশাআল্লাহ। এছাড়াও প্লান আছে গ্যাসকেট বেয়ারবোন কীট দিয়ে বিল্ড করার। 

Share This Article

Search