আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই,

আজকের বিষয় Network Attached Storage (NAS)

সহজ বাংলায় বলতে গেলে নেটওর্য়াক এর সাথে যুক্ত তথ্য সংরক্ষন ব্যবস্থা।

এটি একটি বিশাল প্রক্রিয়া উন্নত দেশে এটি অনেক কাজে ব্যবহার হয়, তবে আমাদের দেশের প্রেক্ষিতে  সাধারন কম্পিউটার ব্যবহারকারী কিভাবে কম খরচে এটি তৈরী এবং ব্যবহার করতে পারে তা নিয়েই আজ কথা হবে।

এটি দিয়ে আমরা কি উপকার পেতে পারি?

  • আমাদের অনেক এর বাসাতে একাধিক কম্পিউটার থাকে, সেগুলোর সাথে তথ্য আদান প্রদান এবং সংরক্ষন।
    অনেক এর বাসায় পুরাতন কম্পিউটার পরে থাকে সেগুলকে কাজে লাগানো।
  • অতিরিক্ত তথ্য সংরক্ষন মাধ্যম।
  • মুভি, নাটক, গেম সংরক্ষন এর একটি মাধ্যম।

NAS তৈরিতে আমাদের যা প্রয়োজন হবে

তা হল একটি সচল কম্পিউটার, কমপক্ষে Pentium 4 3.00ghz এবং 1GB ram, এক বা একাধিক Hard disk এবং 8GB Pendrive (os) এর জন্য। আমরা অবহেলাই পরে থাকা পুরাতন কম্পিউটার কাজে লাগানোর চেষ্টা করছি কারণ এই অল্প সুবিধার (বাংলাদেশে পেক্ষিতে) জন্য এর পিছনে অনেক টাকা খরচ করার দরকার নেই।

Installation এর জন্য প্রয়োজন হবে

আর একটি 4GB Pendrive, (FreeNAS iso এবং win32 disk imager) Software. এবং সব শেষ এ দরকার হবে একটি Router এর, gigabit router হলে Transfer speed হবে 80-100 MB সে ক্ষেত্রে lan card ও gigabit হতে হবে অন্যথায় 10MB পাবেন।

Installation প্রক্রিয়া

প্রথমেই আমাদের দেখে নিতে হবে কম্পিউটারটি ভাল আছে নাকি, অনেক পুরাতন কম্পিউটার এ lan port থাকে না যে ক্ষত্রে আমাদের একটি lan card লাগাতে হবে gigabit lan card হলে ভাল ।

FreeNAS iso download করে win32 disk imager software দিয়ে 4GB Pendrive কে bootable করে নিতে হবে। যেহেতু NAS তৈরীতে প্রধান উদ্দেশ্য হচ্ছে storage তাই যত গুলো সম্ভাব Hard disk লাগানো, এই ক্ষেত্রে আমরা RAID সেটআপ করছি না তাই বিভিন্ন সাইজ এর Hard disk লাগতে পারবেন এবং 8GB Pendrive টি প্রয়োজন হবে OS Dirve হিসাবে। Setup এর সময় router এর সাথে lan cable connect থাকতে হবে 4GB Pendrive দিয়ে সেটআপ শেষ হবার পর একটি IP address পাওয়া যাবে, সেটা দিয়েই বাকী setup এর কাজ অন্য পিসিতে web browser দিয়ে করতে হবে।

সর্ম্পূন setup প্রক্রিয়া শেষ হলে mouse, keyboard, monitor এর দরকার হবে না শুধু Power & lan connected থাকলেই হবে । প্রয়োজন অনুসারে ON/off করে রাখতে পারবেন NAS pc টি।

আজ শুধু NAS সর্ম্পকে সাধারণ ধারনা প্রদান করা হল, ভবিষ্যতে NAS Build এর ভিডিও নিয়ে হাজির হব ইন্শাল্লাহ।

Software links:

FreeNAS: https://goo.gl/W2hXDX

Win32 disk imager: https://goo.gl/z7jMJP

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot