Search

এক নজরে কম্পিউটেক্স ২০২৪ এ MSI এর উল্লেখযোগ্য সব প্রোডাক্টস

সদ্য সমাপ্ত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী  কম্পিউটেক্স এর ২০২৪ সালের আসর। বরাবরের মত এবারের আসরেও অংশ নিয়েছিল তাইওয়ান ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল বা MSI। তাদের প্রদর্শন করা পণ্য সমুহের মধ্যে সাধারণ কম্পোনেন্ট এর পাশাপাশি ছিল বেশ কিছু ভিন্নধর্মী প্রোডাক্টস।  চলুন দেখে নেওয়া যাক এই বছর MSI কি কি ভিন্নধর্মী প্রোডাক্টস লঞ্চ করেছে।

ল্যাপটপঃ

এবারের কম্পিউটেক্সে সবথেকে আলোচিত বিষয় ছিল AI, ছোট বড় সবগুলো কোম্পানিই AI এর প্রতি বিশেষ নজর দিয়েছে ও AI ভিত্তিক বা AI কেন্দ্রিক এক বা একাধিক প্রডাক্টস লঞ্চ বা এনাউন্স করেছে। MSI ও এর ব্যতিক্রম নয়, MSI এর পক্ষ থেকে  কম্পিউটেক্স ২০২৪ এ আমরা বেশ কিছু আকর্ষণীয় ল্যাপটপ এর মডেল পেয়েছি ,বলা বাহুল্য, সেগুলোর ফোকাসের বড় একটি অংশ হলো AI।

Prestige Series

প্রথমেই উল্লেখ করতে হয় MSI Prestige 16 AI Evo এর কথা, এই ল্যাপটপটি COMPUTEX Best Choice Golden Award জিতেছে। অত্যন্ত চিকন ও পাতলা হওয়া সত্বেও প্রচন্ড পাওয়ারফুল হার্ডওয়্যারের সাথে আসছে এই ল্যাপটপটি। মাত্র দেড় কেজি ওজনের এই ল্যাপটপটি Intel এর Core Ultra সিরিজের অনেকগুলো প্রসেসরের সাথে বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে সেকশনে 2K IPS ও 4K OLED এর অপশন রয়েছে। এছাড়াও ২টি M.2 SLOT, 32GB পর্যন্ত র‍্যাম ও থাকছে AI-COPILOT KEY।

প্রেস্টিজ সিরিজ ১৩ ইঞ্চি, ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ৩টি ভিন্ন ডিসপ্লে সাইজের সাথে আসছে। বলতে হয় Prestige 13 AI+ এর কথা, এটির ওজন মাত্র ৯৯০ গ্রাম।

এগুলোর পাশাপাশি এনাউন্সমেন্ট হয়েছে Prestige A16 AI+ এর ও, যেটি কি না নতুন AMD AI সিরিজের প্রসেসর এর সাথে আসছে।

Summit Series

বিজনেস ও প্রোডাক্টিভিটি সিরিজের Summit 13 AI+ Evo ফিচার করছে Intel Ultra series Lunar Lake processor। অত্যন্ত থিন ও লাইটওয়েট এই ফ্লিপ ল্যাপটপটিতে আছে MSI Pen 2 stylus।

এর পাশাপাশি আছে Summit A16 AI+, যেটায় সদ্য লঞ্চ হওয়া AMD AI সিরিজের প্রসেসর রয়েছে।

Stealth Series

Stealth সিরিজে MSI লঞ্চ করেছে AI SPECIAL LAPTOP Stealth A16 AI+। এটিও ফিচার করছে AMD RYZEN AI 300 সিরিজের প্রসেসর।

Stealth সিরিজের দুইটি স্পেশাল মডেল এবার লঞ্চ হয়েছে, Mercedes-AMG Motorsport এর সাথে যুক্ত হওয়ার এক বছর পুর্তি উপলক্ষে MSI নিয়ে এসেছে Stealth 18 Mercedes-AMG Motorsport ও Mercedes-AMG Motorsport এর আপডেটেড সংস্করণ।

এগুলোর পাশাপাশি Modern সিরিজেও যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মডেল।

পিসি কম্পোনেন্টসঃ 

গ্রাফিক্স কার্ডঃ

RTX 4090 Suprim FUZION

২০২৪ সালের কম্পিউটেক্স এ এমএসআই এর প্রদর্শন করা পিসি কম্পোনেন্টগুলোর মধ্যে আলোচনার শীর্ষে ছিল তাদের Fuzion সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। এর মধ্যে  Suprim Fuzion নামে আসা RTX 4090 ফ্লাগশিপ গ্রাফিক্স কার্ডটির কথা সবার প্রথমে বলতে হয়। এবারের বেস্ট চয়েস এওয়ার্ড জিতেছে এই গ্রাফিক্স কার্ডটি । এটি গতানুগতিক কুলিং সলুশনের থেকে ১৫% বেটার পারফর্মেন্স দেবে ।AIO LIQUID কুলার হলেও এর জন্য প্রয়োজন হবে না আলাদা কোনো রেডিয়েটর। সুতরাং ইউজার এর কেসিং এ আলাদা করে রেডিয়েটর ইন্সটল করার ঝামেলাও পোহাতে হচ্ছে না।GPU টির অন্যান্য ফিচার সমুহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

  • Patented liquid radiator with denser cooling section fins and sparser heat dissipation section fin for additional heat exchange.

• Extra liquid reservoir to ensure liquid supply for many cooling cycles
• Special short pipe waterway design increases pressure for improved water circulation

RTX 4080 Super EXPERT FUZION

কয়েক মাস আগেই এমএসআই  লঞ্চ করেছিল RTX 40 Super Expert সিরিজের বেশ কিছু গ্রাফিক্স কার্ড। অত্যন্ত প্রিমিয়াম লুকিং এই জিপিইউ গুলোর ডিজাইনে এনভিডিয়ার ফাউন্ডারস এডিশন এর ছাপ ছিল বেশ। একদিকে একটি ফ্যানের পাশে বেশ সুন্দর গ্রাডিয়েন্ট যুক্ত ডিজাইন,অন্যদিকের ঠিক বিপরীত পাশে ফ্যান ও বাকি অংশ সম্পুর্ণ ক্লিন, এরকমই ইউনিক একটি ডিজাইন ফিচার করছিল এই জিপিইউ গুলো। এবার কম্পিউটেক্সে MSI দেখিয়েছে EXPERT FUZION RTX 4080 Super গ্রাফিক্স কার্ড। কুলার মাস্টার ও এমএসআই এর যৌথভাবে করা এই প্রোজেক্টে নতুনত্ব বলতে রয়েছে একটি Hidden AIO. অর্থাৎ, আলাদা কোনো রেডিয়েটর এর প্রয়োজন নেই এখানেও। আবার AIO হওয়া সত্বেও কার্ডের দুই পাশেই দুইটি করে ফ্যান রয়েছে। অন্যান্য ফিচার বলতে রয়েছেঃ

  • Push pull airflow design expels heat from the graphics card and the entire PC system
    • Integrated liquid-cooled hybrid system design
    • Low-profile pump design allows more clearance for airflow
    • Microfin copper base, with thickened surface for enhanced memory and GPU cooling

AI Designed GPU

এমএসআই এর স্টলে আরো বেশি নজর কেড়েছে যে প্রোডাক্টগুলো,সেগুলো হচ্ছে AI Designed বা AI Generated GPU । অর্থাৎ এআই এর করা ডিজাইনকে এমএসআই বাস্তবে রুপ দিয়ে বেশ কিছু জিপিইউ ৩ডি প্রিন্ট করেছে। এগুলোতে কুলারের উপর এক বা একাধিক ড্রাগন থাকতে দেখা যাচ্ছে। এখনো নিশ্চিত নয় এই জিপিইউ গুলো পরবর্তীতে বানিজ্যিকভাবে বাজারজাত করা হবে কি না।

AI PC:MEG Vision X AI 

এমএসআই এর বুথের আরো একটি প্রোডাক্ট সবার নজর কেড়েছে সেটা হচ্ছে AI PC,  MEG VISION X AI নামের এই ডেস্কটপ পিসিটির ঠিক সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি টাচস্ক্রিন ডিসপ্লে। কাস্টম OS এর এই ডিসপ্লেতে মোটামুটি সবই করতে পারবেন ইউজার, রয়েছে প্রচুর পরিমাণে Built in AI Tools ও মাইক্রোসফট কোপাইলট এর ইন্ট্রিগেশন। এমএসআই এর ভাষ্যমতে ২০২৪ সালের শেষে এটি আসবে তৎকালীন সময়ের সবথেকে হাই এন্ড কম্পোনেন্ট দিয়ে, অর্থাৎ RTX 50 Series ও Intel Arrow Lake প্রসেসরের সাথে । এই ডিসপ্লে কে MSI বলছে HMI Double-shot Display: The CPU outputs to the touch screen, while the GPU outputs to the gaming monitor।

স্টোরেজঃ 

মাদারবোর্ড ,মনিটর ও গ্রাফিক্স কার্ডের পাশাপাশি গত কয়েক বছরে স্টোরেজ ইন্ডাস্ট্রিতে বেশ মানসম্মত কিছু হাই এন্ড প্রোডাক্ট লঞ্চ করেছে MSI। এবারের Computex এও তারা ঘোষণা করেছে বেশ কিছু স্টোরেজ বাজারে আনার। এর মধ্যে ভিন্নধর্মী যেই স্টোরেজ ডিভাইস গুলো,সেগুলো হচ্ছে-

DATAMAG 40Gbps / 20Gbps – Magnetic Portable SSD

এই পোর্টেবল এসএসডিটির বৈশিষ্ট্য হচ্ছে এর ম্যাগনেটিক পোর্টেবিলিটি। অর্থাৎ যেকোনো মেটাল রিং এর সাহায্যে ডিভাইসের সাথে সহজেই যুক্ত করে রাখা যাবে একে।

অন্যান্য স্পেকস ও ফিচারসঃ

  •  Aluminum Alloy Casing for Durability and Thermal Efficiency
  •  Cross-platform Compatible with PCs, Laptops, Mobiles & Consoles
  • USB 4.0 / 3.2 Gen2x2 for Up to 40 / 20 Gbps Transfer rates w/ 1TB, 2TB, 4TB capacities

MSI DATAVAULT 20Gbps – SSD Enclosure

এই এসএসডি এনক্লোজারটির ইউনিক ব্যাপার-স্যাপার সম্ভবত এর এগ্রেসিভ ডিজাইন। বেশ একটা গেমিং/মিলিটারি গ্রেড ভাব এনে দেয় এই এনক্লোজারটি ।এটি আইপি৬৮ রেটেড, অর্থাৎ সম্পুর্ণ রুপে ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্ট ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন এর দিক দিয়েও এটা বেশ অনেককিছুই অফার করছে-

• Blazing-fast Performance with USB-C 3.2 Gen2x2 for Up to 20 Gbps
• M.2 Interface for 2242/2260/2280 Form Factors. Aluminum Design for Durability and Thermal Efficiency
• Cross-platform Compatible with PCs, Laptops, Mobiles & Consoles
• Compatible with Apple Find My for Never Misplacing Files

SPATIUM NON-METAL VAPOR CHAMBER SSD THERMAL SOLUTION

এটা এমএসআই এর মতে পৃথিবীর সর্বপ্রথম “নন মেটাল” এসএসডি ভ্যাপোর চেম্বার । অদ্ভুতদর্শী এই এসএসডি কুলার এর ফিচারগুলো হলোঃ

  • 2-phase Flow Transition from Liquid to Gas
    • Minimal Signal Interference
    • Rapid & Silent Heat Exchange
    • Lightweight Design

মাদারবোর্ডঃZ790 PROJECT ZERO PLUS (CAMM2)

এমএসআই এএমডির সদ্য লঞ্চ করা ৯০০০ সিরিজের জন্য ৮০০ সিরিজের কিছু মাদারবোর্ড দেখিয়েছে। তবে তাদের মাদারবোর্ড গুলোর মধ্যে সবথেকে ইউনিক মডেল ছিল Z790 PROJECT ZERO PLUS (CAMM2) মডেলটি। প্রোজেক্ট জিরো,অর্থাত কেবল লেস ডিজাইন ফিচার করা এই বোর্ডটির মুল আকর্ষণ হচ্ছে নতুন মেমোরি ফর্ম ফ্যাক্টর CAMM2 এর সাপোর্ট। এছাড়াও আছে-

 Enhanced Power Design: 14+1+1 DRPS and dual 8-pin CPU power connectors
 Lightning Fast Gaming experience: PCIe 5.0 slot, Lightning Gen 4 x4 M.2, USB
20Gbps Type-C
 Intel® 2.5Gbps LAN with Wi-Fi 7 Solution

মাদারবোর্ডটির দাম,লঞ্চ ডেট কিছুই প্রকাশ করেনি MSI।

কেসিংঃMPG VELOX 300R AIRFLOW PZ / WHITE

এই কেসিংটিতে ২টি ১৬০এমএম এক্সক্লুসিভ ডুয়াল লেয়ার ব্লেড ফ্যান রয়েছে। অন্যান্য ফিচার এর মধ্যে উল্লেখযোগ্যঃ

  • the inner blades concentrate airflow, while the outer blades enhance the stability.
  •  Supports dual 360 mm AIO liquid coolers on both the front and top sides
  • Supports ATX Back-connect motherboards and up to 390 mm graphics card

পাওয়ার সাপ্লাইঃ

MEG Ai1600T মডেলের এই ১৬০০ ওয়াট PCIe5 পাওয়ার সাপ্লাইটি বছরের চতুর্থভাগে বাজারে আসবে। ATX 3.1 Standard সমর্থণ করা এই PSUটিতে আরজিবি ও রয়েছে। আরো আছে ২টি PCIe 2×16 কানেক্টর। ১৬০০ ওয়াটের পাশাপাশি ৮৫০,১০০০ ও ১২০০ ওয়াটের মডেল ও এভেইলেবল হবে।

কুলারঃ 

MPG CORELIQUID P Series এর এই কুলারটিতে থাকছে ৪.৩ ইঞ্চির একটি আইপিএস প্যানেল যেটা কি না 270-degree rotatable enclosure এর মধ্যে যুক্ত, ফলে ইউজার সহজেই এটাকে ইচ্ছামত রোটেট করে নিতে পারবেন। কুলারটি বাজারে আসবে বছরের চতুর্থভাগে।

মনিটরঃ

MSI এবারের কম্পিউটেক্সে এনাউন্স ও লঞ্চ করেছে অনেকগুলো মনিটর। এর মধ্যে রয়েছে MEG 321URX QD-OLED _The World 1st Gaming AI Monitor, যেটার দাম ১৭০০ ডলার। এছাড়াও QD-OLED সিরিজের MAG 321UP QD-OLED মডেলটিও লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি বিজনেস ক্যাটেগরির এন্ট্রি লেভেল কিছু মনিটর ও মিডরেঞ্জের ফোরকে মনিটর ও লঞ্চ করেছে তারা।

Peripherals:

কম্পিউটার কম্পোনেন্টস ও মনিটর এর পাশাপাশি বেশ অনেক বছর ধরে পিসি পেরিফেরালস ও প্রস্তত করে আসছে MSI। এবারের কম্পিউটেক্সে তাদের মুল ফোকাস ছিল Wireless পেরিফেরালস এর দিকে। এমএসআই এবার লঞ্চ করেছে STRIKE PRO WIRELESS কিবোর্ড ,FORCE PRO WIRELESS  গেমপ্যাড ও VERSA PRO WIRELESS  মাউস।

Share This Article

Search