Search

ফ্রি গেমস প্রেমীদের জন্য একটি Must Have অ্যাপ!

আমাদের দেশে ভিডিও গেমস বিষয়টা এখনো পুরোপুরিভাবে সঠিকভাবে গ্রো করতে পারেনি। ছোটবেলায় ভিডিও গেমস বলতে আমরা দোকান থেকে ৬০/৭০ টাকার ডিভিডিকে বুঝতাম, বুঝতাম দোকানে / সাইবার ক্যাফেতে গিয়ে ঘন্টা ২০ টাকা করে ভাইস সিটি বাংলা ভার্সন খেলা। কিন্তু লেজিট গেমিং আমাদের দেশে খুব কম লোকই খেলে।
জিটিএ ৫ গেমটি যখন ২০১৫ সালে পিসিতে বের হয় তখন গেমটিকে ৫/৬টি ভিডিভিতে সেটআপ করে আমাদের দেশে বিক্রি করা হতো। তো সে হিসেবেও গেমটির দাম ৪০০/৫০০ টাকার আশেপাশে ছিল, কিন্তু তারপরেও সেটা আমাদের মতো ছোট মানুষদের জন্য অনেক বেশি টাকা। কিন্তু আসলেই কি তাই? না।
জিটিএ ৫ গেমটির লেজিট ভার্সনের দাম ৬ হাজার টাকার মতো ছিল তখন। এটা চিন্তা করলেই কেমন জানি লাগে তাই না? AAA গেমসগুলো ৪০ থেকে ৬০ ডলার দামেই রিলিজ করা হয়। আর আমরা আগে ডিভিডিতে খেলতাম এখন টরেন্ট আর FTP থেকে ডাউনলোড করে খেলি।

লেজিট আর পাইরেসির এই যুগে আমাদেরকে ফ্রিতে লেজিট গেমসের স্বাদ এনে দিয়েছে Epic Games । বিশেষ করে কয়েক বছর আগে যখন GTA V ফ্রিতে Epic Games থেকে দেওয়া হয়েছিল তখন থেকেই এই প্লার্টফর্মটি আমাদের দেশে গেমারদের কাছে অনেক জনপ্রিয়। এরপর থেকেই Epic Games স্টোরে প্রতি সপ্তাহে ২টি করে ফ্রি গেমস দিয়ে আসছে। আর আজ সেই বিষয়েই একটু কথা বলতে এসেছি।

Epic Games আর Steam এ মাঝে মধ্যেই ভালো ভালো পিসি গেমস ফ্রিতে ক্লেইম করার সুযোগ এসে থাকে। আমরা যারা রেগুলার গেমার রয়েছি তারা উক্ত স্টোরের লঞ্চার চালু করলেই গেমসগুলো ব্যাপারে তাৎক্ষনিক জানতে পারি। কিন্তু আমারা মত যারা ইরেগুলার গেমার রয়েছেন তাদের জন্য এই সব ফ্রি গেমসের খোঁজ খবর রাখা একটু দূরহ হয়ে পড়ে। তবে একটি মোবাইল অ্যাপের কথা আজ বলবো যেটা ইন্সটল করলে সেখানে আপনি Epic Games আর Steam সহ অনান্য প্লাটফর্মে যত ফ্রি তে গেমস দেওয়া হচ্ছে সেগুলোর নিউজ পেয়ে যাবেন।

অ্যাপটির নাম হচ্ছে Epic Freebie Games Radar । অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।

চালু করলেই বর্তমানে যে সকল গেমস ফ্রিতে ক্লেইম করা যাবে সেটার লিস্ট সরাসরি পেয়ে যাবেন। এই যে যেমন এখন The Evil Within গেমটি এপিক গেমস থেকে ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন।

আবার সামনের সপ্তাহে সিরিজের পরবর্তী গেমস The Evil Within 2 ফ্রি তে দেওয়া হবে সেটাও এই অ্যাপে দেখা যাচ্ছে।

এখানে রিডিম বাটনে ক্লিক করলে আলাদা একটি উইন্ডো আসবে সেখানে আপনাকে একটি এড দেখানো হবে এবং তারপর স্ব স্ব গেমস স্টোরে নিয়ে যাবে। এর থেকে আমি বলবো গেমসগুলোর নাম এবং কোন স্টোরে ফ্রিতে দিচ্ছে সেটা অ্যাপ থেকে দেখে নিয়ে পড়ে আপনি নিজে সরাসরি সেখানে চলে যান এবং গেমসগুলো ক্লেইম করে নিন।

অ্যাপের নিচে লক্ষ্য করলে দেখবেন কয়েকটি ট্যাব দেওয়া আছে।

Weekend ট্যাবে যে গেমসগুলো দেখবেন সেগুলো ফ্রিতে এই সপ্তাহেই খেলা যাবে।

Android ট্যাবে যে গেমসগুলো দেখবেন সেগুলো ফ্রিতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে মানে আপনার মোবাইলে খেলতে পারবেন।

Free to Play (F2P) ট্যাবে ফ্রিতে খেলা যায় এমন গেমসগুলো পেয়ে যাবেন।

এবং সর্বশেষে Subscription ট্যাবে সাবক্রিপ্টশন ভিক্তিক ফ্রি গেমসগুলো পাবেন , যেমন আমাজন গেমিংয়ে সাবক্রাইব করলে DOOM 3 গেমটি ফ্রিতে পাওয়া যাবে ইত্যাদি।

FAQ
Epic Games এর ফ্রি গেমসগুলো নিয়ে আপনাদের অনেকেরই কিছু কমন ভুল ধারনা থাকে। সেগুলো এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি।

১। ফ্রি গেমসগুলো ক্লেইম করার জন্য পিসি প্রয়োজন ?
উত্তর: ফ্রি গেমসগুলো ক্লেইম করার জন্য আপনার মোবাইলই যথেষ্ট। মোবাইল থেকে যেকোনো ব্রাউজারে এপিক গেমস স্টোরের সাইটে গিয়ে আপনার ইউজার আইডি দিয়ে লগইন করুন তারপর গেমটি ক্লেইম করুন। ব্যাস!

২। ফ্রি গেমসগুলো ক্লেইম করার পরেই ডাউনলোড করে ইন্সটল করতে হবে। ডাউনলোড করে ইন্সটল না করলে এটা থাকবে না।
উত্তর: এটা একদমই ভুল ধারণা, একবার ক্লেইম করা হয়ে গেলে গেমটি আপনার লাইব্রেরিতে আজীবনের জন্য থাকবে। আপনি ভবিষ্যতে যেকোনো সময়ে আপনার ইচ্ছেমত সময়ে গেমটি ইন্সটল করতে পারবেন।

৩। ফ্রি গেমসগুলোর মেয়াদ ৬ মাস কিংবা ১ বছর থাকে।
উত্তর: এটাও ভুল ধারণা, ফ্রি গেমসগুলো আপনাকে আজীবনের জন্য গিফট দেওয়া হবে।

। ফ্রিতে হলেও Epic Games এ আপনার ক্রেডিট কার্ডের ইনফো দিতে হবে।
উত্তর: জ্বি না। এপিক থেকে ফ্রিতে গেমস ক্লেইম করার জন্য কোনো প্রকার ক্রেডিট / ডেবিট কার্ডের ইস্যু আসবে না।

৫। পিসিতে ফ্রি গেমসটি ইন্সটল করার কোনো অপশন Epic Games সাইটে পাচ্ছি না।
উত্তর: পিসিতে Epic Games Launcher ইন্সটল করতে হবে। (Steam এর মত)

৬। গেমস খেলা ছেড়ে দিয়েছি এখন ফ্রি দিলেও কি লাভ?
উত্তর: ভাই ক্লেইম করে রাখেন, ক্লেইম করতে ১ মিনিটের মতো সময় লাগে। ভবিষ্যতে কখন যে এটা কাজে লেগে যায় বলতে পারবেন না। আপনার জন্য না হলেও আপনার বাচ্চা কাচ্চাদেরও এটা কাজে লাগতে পারে। পারসোনালি আমি ২০১৮ তে পিসি গেমিং থেকে অবসর নিলেও এই Epic Games এর আর্শিবাদে অফিসে বসে GTA V খেলি মাঝে মাঝে

Share This Article

Search