কেমন হতো যদি BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা যেত??? (মোবাইল এডিশন)

গত কালের পোষ্টের পর অনেকেই আমাদের ফেসবুক পেজে অনেক ধরণের প্রশ্ন করছেন। আমি যথাসম্ভব সবারই প্রশ্নের উত্তর দিতে চেয়েছি। তবে এখানে শুরুতেই কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।

প্রশ্ন ১: এটা ব্যবহার করলে পিসির কোনো ক্ষতি হবে কি?
উ: না!

প্রশ্ন ২: আমার ISP বুঝতে পারবে আমি এভাবে স্পিড বাড়িয়ে নিচ্ছি?
উ: জ্বী অবশ্যই!

প্রশ্ন ৩: এই প্রক্সিফায়ারের স্পিড কি ISP ব্লক বা কমিয়ে দিতে পারবে?
উ: হুম!

প্রশ্ন ৪: এটা কি ভিপিএন?
উ: না। ভিপিএন আর প্রক্সি আলাদা জিনিস

প্রশ্ন ৫: মোবাইলে ব্যবহারের প্রসেস?
উ: সেটার জন্যই এই পোষ্ট!

শুধুমাত্র যখন আপনার কোনো বড় কিছু ডাউনলোডের প্রয়োজন পড়বে এবং দ্রুত সময়ে জরুরী কিছু ফাইল ডাউনলোডের দরকার হবে তখনই এই পদ্ধতিতে ডাউনলোড করে নেবেন। সবসময় এটা দিয়ে ব্রাউজিং চালিয়ে গেলে তো ISP এর ব্লক খাবেনই! তাছাড়া মুভি / টিভি সিরিজ এটা দিয়ে ডাউনলোডের কি প্রয়োজন? আপনার জন্য হাই স্পিডি BDIX সার্ভার তো আছেন সেটা ব্যবহার করুন।

আর আপনার BDIX ক্যাপের সম্পূর্ণটাই এখানে পাবেন না। যেমন আমার কানেক্টশনে BDIX স্পিড 100Mbps দেওয়া রয়েছে কিন্তু উপরে দেখুন আমি কিন্তু প্রক্সিফায়ারে 50Mbps পাচ্ছি। তো মোবাইলে প্রক্সি দিয়ে নেট চালাতে হলে আপনার চাই রুটেট অ্যান্ড্রয়েড ডিভাইস। তবে যাদের রুট ডিভাইস নেই তাদের জন্যও রয়েছে সলিউশন। তবে প্রথমে রুটেট ডিভাইস দিয়ে শুরু করি।

রুটেট অ্যান্ড্রয়েড:

প্রথমে প্লেস্টোর থেকে এই অ্যাপটি নামিয়ে নিন।

অ্যাপটি ওপেন করুন। এবার হোস্ট ঘরে প্রক্সি আইপি বসান, পোর্টে ঘরে পোর্ট বসান আর Proxy Type ঘরে Socks 4 দিন।

প্রক্সি পাবার জন্য প্রক্সিডিবি ওয়েবসাইটটি ব্যবহার করুন। ব্যাস!

আনরুটেড

রুট ছাড়া ডিভাইসে কিছু লিমিটেশন রয়েছে। শুধুমাত্র মাজিলা ফায়ারফক্স ব্রাউজারের বিল্ট ইন সেটিংয়ে প্রক্সি দিয়ে আপনাকে এই ব্রাউজারের মধ্যেই ডাউনলোড এবং ব্রাউজিং সেরে নিতে হবে। এ জন্য প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন।

এবার এড্রেস বারে লিখুন about:config আর এন্টার দিন। এবার নিচের ঘরগুলো খুঁজে বের করে প্রক্সি আর পোর্ট বসান

–          network.proxy.socks. এখানে Socks 4 প্রক্সির আইপি দিন

–          network.proxy.socks_port. এখানে Socks 4 প্রক্সির Port দিন

–          network.proxy.type. এখানে ভ্যালু হিসেবে ১ লিখুন

 

পিসি WiFi হটস্পট

মোবাইলের থেকে পিসিতে প্রক্সি ব্যবহার করা সহজ। যারা প্রক্সিফায়ার দিয়ে পিসিতে এই পদ্ধতি ব্যবহার করছেন তাদের জন্য এই সুযোগ। আপনি পিসিতে আলাদা ভাবে আপনার WiFi এর উপরের আলাদা করে ওয়াইফাই হটস্পট বানিয়ে নিয়ে শেয়ার করতে পারবেন। এতে করে অন্য মোবাইলের পাশাপাশি WiFi সমর্থিত যেকোনো ডিভাইসেই হাই স্পিডি নেট উপভোগ করতে পারবেন।

এ জন্য আপনার লাগবে Virtual Router Plus নামের একটি ছোট্ট টুল।

সফটওয়্যারটি একটি পোর্টেবল টুল তাই ইন্সটলের ঝামেলা নেই । টুলটি চালু করুন। SSID ঘরে WiFi এর জন্য একটি নাম সিলেক্ট করুন। নিচের ঘরে পাসওর্য়াড দিন এবং Shared Connection ঘরে আপনার পিসি / ল্যাপটপের WiFi টি সিলেক্ট করুন। ব্যাস!

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot