Search

আসছে RTX 4070 :এপ্রিলের ১৩ তারিখ ৭৫০ ডলারে

এপ্রিলের ১৩ তারিখ RTX 40  সিরিজের পরবর্তী GPU RTX 4070 লঞ্চ হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।একটি Rumor থেকে এমন জানা যাচ্ছে যে RTX 4070 এর দাম শুরু হতে পারে ৭৫০ ডলার থেকে।কাস্টম মডেল গুলোর দাম হতে পারে ৮০০ ডলারের ও বেশি।

১২ তারিখ এনাউন্সমেন্ট,১৩ তারিখ বাজারে আসবে Geforce RTX 4070:

RTX 40 সিরিজের 70 class GPU RTX 4070 Ti লঞ্চ হয়েছে বেশ কয়েকমাস আগেও। এবার অপেক্ষা ছিল এই GPU টির Non Ti বা Vanilla মডেল বা 4070 কে নিয়ে। সেই অপেক্ষার পালাও শেষ হতে চলেছে। কিছুদিন আগে হার্ডওয়্যার লিকার hongxing2020 জানিয়েছিলেন যে এপ্রিল মাসের ১৩ তারিখ লঞ্চ হবে RTX 4070 । Videocardz এর নিজস্ব সুত্র হতেও এই তথ্যটি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। NVIDIA ইতিমধ্যেই RTX 4070 সংক্রান্ত Embargo Date গুলো নির্ধারণ করে দিয়েছে। ১৩ তারিখ Non MSRP Card গুলোর রিভিউ পাবলিশ হবে, তার আগেরদিন MSRP তে বিক্রি হওয়া গ্রাফিক্স কার্ড গুলোর রিভিউ পাবলিশ হবে। ১৩ তারিখেই শপ গুলোতে কিনতে পাওয়া যাবে RTX 4070 ।RTX 4070 এর অফিশিয়াল এনাউন্সমেন্ট ও এপ্রিলের ১২ তারিখেই হবে বলে জানা গিয়েছে।

 

RTX 4070 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও পারফর্মেন্স সম্পর্কে এক ঝলক নজর দেওয়া যাক। RTX 4070 তে যতদুর জানা গিয়েছে 4070 Ti এর সমান পরিমাণ মেমোরি থাকবে, মেমোরির বাস, ব্যান্ডউইডথ ও থাকবে অপরিবর্তিত। যদিও বেস ক্লক ও বুস্ট ক্লক যথাক্রমে ৩৯০ ও ১৩৫ মেগাহার্জ করে কম থাকতে পারে। 4070 ti এর সাড়ে সাত হাজারের ও বেশি কুডা কোরের বিপরীতে RTX 4070 তে কুডা কোরের দেখা মিলতে পারে ৬ হাজারের কম। যথারীতি TSMC এর 4N নোডে প্রস্তুত AD104 জিপিইউ উপস্থিত থাকবে এতে।আরো একটি চোখে পরার মত পরিবর্তন হচ্ছে TDP। 4070 Ti এর ২৮৫ ডলার TDP কমিয়ে 4070 তে করা হয়েছে মাত্র ২০০ ওয়াট।

যদিও আমরা গিগাবাইট এর লিস্টিং এ ১২ গিগাবাইট এর পাশাপাশি ১০ ও ১৬ গিগাবাইটের ও মেমোরি ভ্যারিয়েন্ট দেখতে পেয়েছি RTX 4070 এর।

৭৫০ ডলার থেকে দাম শুরু?

আমরা ইতিমধ্যেই জেনেছি যে এবার এনভিডিয়া কাস্টম বা প্রিমিমাম মডেল ও রেফারেন্স/মডেল গুলোর রিভিউ টাইম আলাদা করেছে। Moore’s Law is Dead এর কাছ থেকে আমরা এই মডেল গুলোর দাম সম্পর্কেও ধারণা পাচ্ছি। যেরকম দাম এর ব্যাপারে ধারনা করা হয়েছিল, moore’s law এর মতে GPU গুলোর দাম তার থেকেও অনেক অনেক বাড়তি হতে পারে।

Moore’s Law জানাচ্ছে যে, RTX 4070 এর রেফারেন্স মডেল গুলোর দাম শুরু হবে ৭৫০ ডলার থেকে। এটাই সম্ভবত NVIDIA এর MSRP। আর যে কাস্টম/প্রিমিয়াম মডেল গুলো রয়েছে ,যেগুলোকে এনভিডিয়া Non-MSRP বলে আখ্যায়িত করছে, সেগুলোর দাম শুরু হবে ৮০০ ডলার থেকে। এটা যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা RTX 4060, 4060 Ti,4050 সবগুলো ক্লাসের GPU এর দামেই কমপক্ষে ৫০-১০০ ডলার এর বৃদ্ধি দেখতে পারি আগত দিন গুলো তে।

Share This Article

Search