Search

আসুসের নতুন সিপিউ কুলার ROG Ryuo & Ryujin! Computex 2018

কম্পিউটেক্স ২০১৮ তে আসুসের ফোনের সাথেও আরো অনেক চমক এসেছে। ASUS ROG phone টির লঞ্চ ইভেন্টের হ্যান্ডস অন দেখতে ক্লিক করুন।

আসুস তাদের নতুন প্রোডাক্ট ক্যাটেগরির সাথে পরিচয় করিয়ে দেয় তার মধ্যে একটি হল নতুন ROG CPU AIO কুলার এবং অন্যটি ROG Thor ১২০০ওয়াট পাওয়ার সাপ্লাই।

 

ROG AIO Cooler

ROG Ryujin এবং ROG Ryuo আসুসের প্রথম অল ইন ওয়ান লিকুইড কুলার লাইনাপের প্রোডাক্ট। ROG ট্যাগ থাকায় বুঝতেই পারছেন এই প্রোডাক্ট লাইনাপের মেইন উদ্দেশ্য গেমার্সদের জন্যই।
এছাড়াও যারা ফুল আসুস বিল্ড করতে চান তাদের জন্যও এটি সুখবর।

ROG Ryujin:
ROG Ryujin হল ২৪০ এবং ৩৬০ মিলিমিটার রেডিয়েটর ভার্শনের। এছাড়া এটি সিপিউর পাশাপাশি VRAMs এবং সিপিউ সকেটের আশেপাশের কম্পোনেন্টসও ঠান্ডা করে থাকবে।

এর সিপিউ ব্লকেটিতে ১.৭৭ ইঞ্চের OLED ডিস্প্লের ফিচার থাকায় যে কোন লোগো বা জিফ(GIF) প্লে করতে পারবেন। এছাড়া রিয়াল টাইম স্ট্যাটসও দেখতে পারা যাবে। তাছাড়া RGB হিসেবে Aura sync যা নিজের মত কাস্টম করতে পারবেন।
এস্থেটিক্স বলতে গেলে টপ লেভেলের।

এছাড়াও কিছু স্পেসিফিকেশন।

Pump Dimensions 100 x 100 x 70 mm
Radiator Dimensions RYUJIN 240: 272 x 121 x 27 mm
RYUJIN 360: 394 x 121 x 27 mm
Radiator Material Aluminium
Cold Plate Material Copper
Radiator Fan Noctua Industrial iPPC 2000 PWM
Fan Dimensions 120 x 120 x 25 mm
Fan Speed 2000 rpm
Fan Airflow 121.8 cfm
Fan Static Pressure 3.94 mmH2O
Acoustical Noise 29.7 dB(A)
Embedded Fan Dimensions 60 x 60 x 10 mm
Lighting Addressable RGB LED
Weight 240 model: 2.0 kg
360 model: 2.9 kg
Socket Support INTEL1136/115x, 2011/2066
AMD: AM4, TR4

রেডিয়েটরের ফ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে নকচুয়ার ইন্ডাস্ট্রিয়াল iPPC 2000 PWM ফ্যান। হাতে কলমে ফ্যানটি দারুন কুলিং পার্ফামেন্স দিতে পারবে।

ROG Ryuo:
ROG Ryuo হল ১২০ এবং ২৪০ মিলিমিটারের ভার্শনের অল ইন ওয়ান কুলার। যারা ২৪০ বা ৩৬০ এর মত বড় কুলারে যারা ইন্টারেস্টেড নন তাদের জন্য এই অপেক্ষাকৃত ছোট কেসের জন্য কুলারগুলো।

এখনকার কেসের হিসেবে ১২০ এবং ২৪০ মিলিমিটারের ভার্শনের কুলার গুলাই এভারেজ বলা চলে। আর ১২০মিলিমিটার বলতে গেলে এন্ট্রি লেভেলের অল ইন ওয়ান কুলার হতে যাচ্ছে।
যাইহোক, এর সিপিউ ব্লকের সাথেও ১.৭৭ ইঞ্চের OLED ডিস্প্লে আছে। এছাড়া RGB হিসেবে AURA sync ফিচার তো আছেই।

হাতে কলমে ROG Ryuo এর স্পেসিফিকেশন,

Pump Dimensions 80 x 80 x 52 mm
Radiator Dimensions RYUO 120: 150 x 121 x 27 mm
RYUO 240: 272 x 121 x 27 mm
Radiator Material Aluminium
Cold Plate Material Copper
Radiator Fan ROG RYUO FAN model 12
Fan Dimensions 120 x 120 x 25 mm
Fan Speed 2500 rpm
Fan Airflow 80.9 cfm
Fan Static Pressure 5 mmH2O
Acoustical Noise 37 dB(A)
Lighting Addressable RGB LED
Socket Support INTEL1136/115x, 2011/2066
AMD: AM4, TR4

এই কম্পোনেন্টগুলো বছরের Q2 এর মধ্যে পাওয়া যাবে আন্তর্জাতিক কম্পিউটার বাজারে।

এছাড়াও কম্পিউটেক্সে রিলিজ হওয়া তাদের নতুন প্রোডাক্ট লাইন সম্পর্কে পড়ে আসতে পারেন এখান থেকে

Share This Article

Search