Search

দেশের বাজারে কমেছে গ্রাফিক্স কার্ডের দাম

বিশ্ববাজারে গ্রাফিক্স কার্ডের দাম এর পতন অব্যাহত রয়েছে। RTX 40 সিরিজ কিংবা RX 7000 সিরিজের পাশাপাশি পাল্লা দিয়ে কমছে RTX 30 Series, RX 6000 সিরিজ ও intel Arc সিরিজের Graphics Card Price। বাইরের দেশগুলোর মত না হলেও আমাদের দেশেও আস্তে আস্তে কমছে গ্রাফিক্স কার্ডের দাম, গত কয়েক সপ্তাহে Intel,NVIDIA ও AMD, ৩ টি ব্রান্ডের গ্রাফিক্স কার্ডেরই দাম কমেছে অনেকটা।আজকে আলোচনা হবে দেশের বাজারে গ্রাফিক্স কার্ডের দামের বর্তমান অবস্থা নিয়ে।

কমেছে Radeon RX 6000 সিরিজের Graphics Card এর দাম: Graphics card price in bangladesh

সবথেকে উল্লেখযোগ্য প্রাইস ড্রপ হয়েছে AMD Radeon RX 6000 সিরিজ এর গ্রাফিক্স কার্ডের। বিশেষ করে Sapphire brand এর এন্ট্রি লেভেল থেকে শুরু করে RX 6000 এর ফ্ল্যাগশিপ ক্যাটাগরি পর্যন্ত সবগুলো গ্রাফিক্স কার্ডের ই দাম কমেছে।।

RX 6500 XT Pulse 4GB এর আগের ইমপোর্টার প্রাইস ছিল 22500, সর্বশেষ প্রাইস ড্রপের পর বর্তমানে এটার দাম 17900 টাকা। অর্থাৎ অন্যান্য রিটেইল শপ গুলোতে আরো কিছুটা কম দামে পাওয়া যেতে পারে এটা।।Pulse 6500 XT OC 8GB এর পূর্বের ইমপোর্টার প্রাইস ছিল 33900, বর্তমান মূল্য 19900 টাকা।

RX 6650 XT price in Bangladesh

এরপর লোয়ার মিডরেঞ্জের RX 6650 XT এরও একটা বড় প্রাইস ড্রপ হয়েছে। এমনিতেই এই গ্রাফিক্স কার্ড গুলো ইউরোপের দেশ গুলোতে একেবারেই কম দামে বিক্রি হয়ে আসছে 6,7 মাস আগে থেকেই।। অবশেষে সেই হাওয়া একটু হলেও লেগেছে দেশে।।

Pulse Radeon RX 6650 XT 8GB এর দাম 54900 থেকে কমে এসেছে 34900 তে ও RX Nitro+ ভার্সনটির দাম 57900 থেকে কমে 35900 তে এসে ঠেকেছে।অন্যদিকে Gigabyte RX 6650 XT Gaming OC এর দাম বর্তমানে 46000 টাকা

তবে বাইরের দেশের প্রাইসিং এর সাথে তুলনা করলে এই প্রাইস এখনো অনেকটাই বেশি মনে হচ্ছে, ওভারপ্রাইসড মনে হচ্ছে।।

Radeon RX 6750 XT price in Bangladesh

AMD এর মিডরেঞ্জের অস্ত্র RX 6700 XT না থাকলেও আরেকটু টুইক করা বুস্ট করা ভার্সন RX 6750 XT অবশ্য বাজারে আছে, এর দাম ও কমে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে।। পূর্বের 79900 টাকার পরিবর্তে এখন এটা কিনতে আপনাকে গুনতে হবে 54900 টাকা।।

সেক্ষেত্রে RTX 3060 Ti ও 4060 Ti একটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেল দেশের বাজারেও। যারা গেমিং এর জন্য গ্রাফিক্স কার্ড কিনবেন একই প্রাইসে অতিরিক্ত 4 গিগাবাইট মেমোরি ও better rasterization পারফরম্যান্স এর জন্য এটাই হতে পারে আদর্শ একটা গ্রাফিক্স কার্ড।

Higher Midrange- Flagship: RX 6800 to RX 6950 XT

Radeon RX 6800 Nitro Plus এর প্রাইস ও লাখের ঘর থেকে নেমে এসেছে 69900 তে।সবথেকে বড় প্রাইস ড্রপ টা হয়েছে sapphire toxic rx 6900 xt extreme এর। এক লাখ টাকা কমেছে এটার দাম।বর্তমান মূল্য 88900 টাকা।6900 XT Toxic Limited edition এর দাম ও কমে এসেছে 91900 টাকায়। 6950 XT limited ও Pure edition এর দাম যথাক্রমে 95900 ও 97900 টাকা। স্পেশাল মডেল হিসেবে দাম গুলো বেশ আকর্ষণীয়। তবে বাইরের দেশের সাথে তুলনা করলে এখনো আমাদের দেশে এই গ্রাফিক্স কার্ড গুলোর দাম অনেকটাই বেশি।

তবে এর পরেও এই প্রাইসিং যথেষ্ট আকর্ষণীয় কারণ একটি জেনারেশনের সবগুলো গ্রাফিক্স কার্ডই ১ লাখের নিচে নেমে আসাটা সত্যিই অন্যরকম। তাছাড়া এখানে ফ্লাগশিপ জিপিইউ গুলোতে নরমাল ভার্সনের পাশাপাশি স্পেশাল এডিশন গুলোও ১ লাখের নিচেই পাওয়া যাচ্ছে যেটা সত্যিই বিস্ময়কর।

RX 7000 Series

Radeon RX 7000 সিরিজের মধ্যে বর্তমানে সবথেকে কম দামে যে কার্ডটি পাওয়া যাচ্ছে সেটা হলো pulse Radeon RX 7600 ।এটার দাম লঞ্চ প্রাইস যেটা ছিল সেরকম ই আছে। 34500 টাকা। 1440p রেজুলুশনে সলিড গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে বর্তমানে এই বাজেট রেঞ্জে অপ্রতিদ্বন্দ্বী এই গ্রাফিক্স কার্ড টি।

এর পর হায়ার প্রাইস টিয়ারে রয়েছে RX 7900 XT যার বর্তমান মূল্য 102900। এছাড়া RX 7900 XTX Reference এর দাম ১১৯৯০০ টাকা ও Nitro Plus Vapour Edition এর দাম ১৩৫৯০০ টাকা।

প্রাইস ড্রপ হয়েছে ইন্টেল গ্রাফিক্স কার্ডের ওঃ Intel Arc Graphics Card Price in Bangladesh

প্রাইস ড্রপ হয়েছে অনেক গ্রাফিক্স কার্ডেরই, তবে দেশের বাজারে সবথেকে value for money ও affordable অবস্থায় বর্তমানে ইন্টেল এর গ্রাফিক্স কার্ড গুলোই রয়েছে।

Arc A750 Price in bangladesh

সবথেকে জনপ্রিয় মডেল ARC A750 এর দাম কমে ৩০ হাজারের নিচে নেমে এসেছে। Gunnir  Arc A750 8GB Photon বর্তমানে পাওয়া যাচ্ছে ২৮৫০০ টাকায়। ৩০ হাজার টাকার নিচে বর্তমানে সেরা গ্রাফিক্স কার্ড এটাই।

Arc A750 Limited Edition এর দাম ও কমেছে। বর্তমানে এটা পাওয়া যাচ্ছে ৩১০০০ টাকায়। আর Special Edition বা Tiger Edition টি নিতে হলে আপনাকে গুনতে হবে আর ১৫০০ টাকা বেশি।

Arc A770 Price in bangladesh

Intel Arc A770 বাজারে এসেছিল 750 এর তুলনায় অনেক মাস দেরিতে। 8GB, 16GB দুটি ভ্যারিয়েন্ট এর দামই ছিল ৪০ হাজার টাকার উপরে। Gunnir A770 8G লঞ্চ হয়েছিল ৪৫ হাজার টাকায়। 16GB ভার্সনটির দাম ছিল ৪৭ হাজার টাকা ও White Edition এর দাম ছিল প্রথমদিকে ৪৯ হাজার টাকা। তবে বর্তমানে সবগুলো মডেলের দামই কমেছে। GUNNIR Intel Arc A770 Photon 8G OC এর বর্তমান দাম ৪১৫০০ টাকা। Intel Limited edition 770 8GB এর দাম ৩৯৯০০ টাকা।

Intel ARC A770 16GB Limited Edition এর দাম অবশ্য এখনো কিছুটা বেশি, ৫০ হাজারের বেশি দামে বাজারে ঢোকার পর বর্তমানে এটার দাম ৪৬ হাজার টাকা।

Arc 770 গুলোর মধ্যে সবথেকে ideal choice কোনটা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই Gunnir 16G এর নাম ই নিতে হয়, GUNNIR INTEL ARC A770 PHOTON 16 GB OC পাওয়া যাচ্ছে মাত্র ৪২৫০০ টাকায়। তাও আবার White edition।

এছাড়াও এন্ট্রি লেভেলে ARC A380 6GB কার্ড গুলো পাওয়া যাচ্ছে ১৬ হাজার টাকায়।

দাম কমেছে RTX 30,40 Series এর গ্রাফিক্স কার্ডের ও।

RTX 30, 40 সিরিজের গ্রাফিক্স কার্ড গুলোর দাম ও কমেছে টুকটাক। জিপিইউ ,ম্যানুফ্যাকচারার ও ব্রান্ড ভেদে এই প্রাইস ড্রপ এর পরিমাণ ও ভিন্ন ভিন্ন।

Colorful এর গ্রাফিক্স কার্ডগুলোর দাম ব্যাপক হারে কমেছে

অন্য ব্রান্ড গুলোর দাম যেমনই হোক, বড় রকমের price drop হয়েছে Colorful RTX 30 সিরিজের গ্রাফিক্স কার্ড গুলোর। RTX 3050 W Ultra Duo OC এর দাম কমে ৩০৫০০ তে এসে ঠেকেছে।RTX 3060 8G গুলোর মধ্যে 3060 8G NB DUO এর বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৫০০ টাকা ও 3060 8G Ultra W OC এর ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে ৩৭৫০০ টাকা।

3060 12G Ultra W OC এর দাম কমে ৪১৫০০ টাকা তে এসে নেমেছে। বর্তমানে  Colorful এর 12G 3060 এর মধ্যে খালি এটাই এভেইলেবল রয়েছে।

বড় রকমের প্রাইস ড্রপ হয়েছে Colorful 3060 Ti গুলোর

তবে সবথেকে চোখে পরার মত প্রাইস ড্রপ হয়েছে Colorful এর 3060 Ti মডেল গুলোর। NB Duo-V, Ultra W OC-V,Ultra W LHR OC-V, ৩টি মডেলেরই দাম কমে ৫০ হাজারের নিচে নেমে এসেছে। এর মধ্যে Colorful  RTX 3060 Ti NB Duo-V এর দাম কমে  ৪৩৫০০, Ultra W OC-V ও Ultra W LHR OC-V এর দাম কমে হয়েছে 48500।

MSI এর RTX 30 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোর দাম কমেছে

বেশ বড় প্রাইস ড্রপ হয়েছে MSI এর RTX 30 সিরিজের, একই সাথে দেশের বাজারে এভেইলেবল হয়েছে MSI এর RTX 4060 সিরিজের GPU গুলোও।

RTX 3060 12GB Ventus 2x এর দাম প্রথমবারের মত কমে নেমেছে ৪০০০০ টাকায়। RTX 3060 8GB Ventus 2X এর দাম ৩৫৯০০ টাকা ।

RTX 3050 Ventus 2X XS OC, OCV1, দুটি মডেল এর দাম যথাক্রমে ২৯৯০০ ও ও ৩৪৯০০।

3060 Ti এর দাম ও প্রথমবারের মত ৫০ হাজার টাকার নিচে নেমেছে, Ventus 2x OC এর বর্তমান মুল্য ৪৬৯০০ টাকা।

MSI 40 series:

RTX 4060 এর দুটি মডেল এভেইলেবল রয়েছে বর্তমানে দেশে। MSI এর এই দুটি মডেল এরই দাম বর্তমানে ৪৫ হাজার+, Ventus 2x black এর দাম ৪৫৯০০ টাকা ও Gaming X এর দাম আরো ১ হাজার টাকা বেশি।

4060 Ti গুলোর দাম ও বেশ অনেকটাই অতিরিক্ত। Ventus 2x Black বাজারে পাওয়া যাচ্ছে ৫৭৯০০ টাকায়। কিন্ত বাকি মডেল গুলোর প্রত্যেকটির দামই ৬০ হাজার টাকার উপরে। ventus 3x এর জন্য আপনাকে ৬১৯০০, Gaming x এর  এর জন্য ৬৫৯০০ ও Gaming X trio এর জন্য ৬৭৯০০ টাকা গুনতে হবে।

RTX 4070 এর কথা যদি বলি, Ventus 2x এর দাম ৮০ হাজার থেকে ১০০ কম, এছাড়া Ventus 3x এর জন্য খরচ করতে হবে প্রায় ৮৫ হাজার টাকা ও Gaming x Trio এর জন্য প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত গোনা লাগবে।

RTX 3050 8GB Graphics Card Price in Bangladesh

শুরু করা যাক RTX 3050 কে দিয়ে।  RTX 3050 এর প্রাইস নেমে এসেছে ৩০ হাজারের নিচে। Zotac RTX 3050 Solo বর্তমানে পাওয়া যাচ্ছে ২৯৫০০ টাকায়। Twin Edge ভার্সনটির দাম ৩১০০০ টাকা। এছাড়া গিগাবাইট এর ট্রিপল ফ্যান ও ডুয়াল ফ্যান ভার্সনের দাম ও কমেছে কিছুটা। ডুয়াল ফ্যানের ৩০৫০ এর দাম ৩২০০০ টাকা।ট্রিপল ফ্যানের টির দাম ৩৪০০০ টাকা। এছাড়া Colorful, MSI, Leadtek এর কার্ড গুলোর দাম ও ৩৫-৩৬ হাজার টাকা মত।

অবশ্যই গ্লোবাল মার্কেট বিবেচনায় এই প্রাইস গুলো এখনো অনেকটাই বেশি ও কম্পিটিশন বিবেচনায় একেবারেই ভ্যালু ফর মানি নয়।

RTX 3060 8G Price

RTX 3060 এর 8GB ভার্সনগুলোর দাম কমেছে। PNY Verto বর্তমানে পাওয়া যাচ্ছে ৩৪০০০ টাকায়।  পারফর্মেন্স অনুসারে RTX 3060 8GB একেবারেই বাজে একটি জিপিইউ এই দামে সে সম্পর্কে কমবেশি সবাই ই অবগত আছেন।কেননা এর থেকে ৫/৬ হাজার টাকা কম দামেই Intel এর Arc রয়েছে যার পারফর্মেন্স অনেক ভালো। বেশ কিছু মডেল এর দাম অতিরিক্ত বেশি যেমন Colorful 3060 8G।

Geforce RTX 3060 12GB Price in Bangladesh

সম্ভবত 30 সিরিজের সবথেকে জনপ্রিয় জিপিইউ গুলোর মধ্যে একটা ছিল RTX 3060 12GB। তবে একটা লম্বা সময় অবাঞ্চিত মুল্য বৃদ্ধির কারণে ক্রেতাদের হাতের নাগালের বাইরে ছিল এটা। তবে শেষ কয়েক মাসে বেশ কয়েকবার দাম কমেছে RTX 3060 12GB এর। বর্তমানে সবথেকে কম দামে যে RTX 3060 12GB এর মডেলটি পাওয়া যাচ্ছে সেটা হলো ZOTAC GAMING TWIN EDGE RTX 3060। এটার দাম ৩৬৪০০ টাকা।

বাকি মডেল গুলোর সামান্য কমলেও  যথেষ্ট overpriced রয়েছে এখনো। কালারফুল,MSI, PNY,Gigabyte এর 3060 12G কার্ড গুলোর দাম এখনো ৪৫-৪৭ হাজার এর আশেপাশেই রয়ে গিয়েছে।

RTX 3060 Ti Price in Bangladesh

 

RTX 3060 Ti এর দাম কমেনি। RTX 4060 Ti লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্ত তার প্রভাব পুর্বসুরির উপর একেবারেই পরেনি। ৫০ হাজারের নিচে একটা মাত্রই 3060 ti রয়েছে সেটা হচ্ছে PNY Verto( ৪৮ হাজার টাকা)।

বাকি মডেল গুলোর দাম এখনো ৫৫ হাজার টাকার আশেপাশে।

RTX 3070 Price in Bangladesh

RTX 3070 এর অল্প কিছু মডেল এভেইলেবল রয়েছে বাংলাদেশে। PNY Uprising Zotac Twin Edge ও MSI Ventus গুলো ৬০-৭০ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে।

দেশের বাজারে পাওয়া যাচ্ছে RTX 4060 ও 4060 Ti

লঞ্চ এর সপ্তাহখানেক এর মধ্যেই দেশের বাজারে চলে এসেছে RTX 4060 ও 4060 Ti। Zotac Gaming 4060 Solo পাওয়া যাচ্ছে ৩৯৯০০ টাকায়। এখন পর্যন্ত এটাই সবথেকে কম দামী 4060 ।যদিও কার্ডটি সিংগেল ফ্যানের ছোট ফর্ম ফ্যাক্টরের কার্ড।

এছাড়া অন্যান্য মডেল এর মধ্যে Zotac Twin Edge OC White ও Spider verse এডিশন এসেছে , এই দুটি মডেল এর দাম যথাক্রমে ৪২৯০০ ও ৪৩৯০০ টাকা।

RTX 4060 Ti গুলোর মধ্যে ৬০ হাজার টাকার নিচে Zotac Twin Edge OC ও Spiderverse রয়েছে। MSI এর Ventus 2x এর দাম ও ৬০ হাজার টাকার নিচে। জিপিইউ গুলোর দাম যথাক্রমে ৫৫৯০০,৫৫৯০০ ও ৫৭৯০০ টাকা । MSI Ventus 3X এর দাম ৬১৯০০ টাকা ও Gaming X এর দাম ৬৫৯০০ টাকা।

Geforce RTX 4070

RTX 4070 এর দামে খুব বেশি পরিবর্তন আসে নি। ৮০ হাজার টাকার নিচে Zotac এর Twin Edge OC ও PNY Verto এই মুহুর্তে এভেইলেবল রয়েছে। দাম যথাক্রমে ৭৬৯০০ ও ৭৪৫০০ টাকা। অন্য মডেল গুলোর দাম ৮০ হাজার টাকার উপরে।

 

Share This Article

Search