৩৫ হাজারের কমে বেস্ট ল্যাপটপ? Dahua DHI-NC14-EIN2L1

dahua শুরু থেকে CCTV Other electronic accessories নিয়ে কাজ করে আসচ্ছে। অনেক দিন হল তারা মনিটর মার্কেটে entry নিয়েছে। বাট এইবার তারা তাদের Business টা এক step উপরে নেয়ার জন্য হাত দিল Laptop.Segment এ। আজকের Review Unit Dahua DHI-NC14-EIN2L1. নাম টা অনেক বড়। দাম মাত্র ৩৬,০০০ টাকার আসেপাশে। 

Close Competitor এর কথা বলতে গেলে ১টা Model available. 

  • Chuwi GemiBook XPro Intel Celeron N100 14.1 inch Full HD Laptop

Intel Celeron N100 (4M Cache, 0.8GHz – 3.4GHz) 8GB DDR4 RAM 256GB SSD 14.1 Inch(1920 x 1080) Anti-Glare Display দাম মাত্র 34900 টাকা। 

দাম এর আসেপাশে  Other Competitor এর কথা বলতে গেলে থাকছে 

  • Walton Prelude N41 Pro Celeron N4120 14″ FHD Laptop ।Processor: Intel Celeron N4120 (4MB Cache, 1.10 GHz up to 2.60 GHz) RAM: 8GB DDR4, Storage: 256GB SSD Display: 14″ FHD (1920×1080) দাম 38550 টাকা 
  • Walton Prelude N40 Pro Celeron N4020 14″ FHD Laptop. Processor: Intel Celeron N4020 (4MB Cache, 1.10 GHz up to 2.80 GHz) RAM: 8GB DDR4, Storage: 256GB SSD Display: 14″ FHD (1920×1080) Features: Bangla Keyboard, Type-C.দাম 39750 টাকা। 

ডানে শুরুতে

  •  kensington Lock 
  • 3.5mm Headphone jack 
  • RJ45
  • ১ টা USB 3.2 Gen1
  • ১ টা USB 2.0
  • SD Card Slot. 

বামে 

  • Power In 
  • ১ টা USB 3.2 Gen1
  • HDMI 1.4
  • 1 টা USB Type-C

এর সাথেই power Indicator Light. 

দাম দেখলে Ports and Connectivity নিয়ে কিপটামি করে নাই বলেই চলে। 

এখানে ব্যবহৃত হয়েছে একটি Chiclet Keyboard, যেটাকে অনেকে Iceland Keyboard নামেও চেনে। ডিজাইনটা দেখতে ফ্ল্যাট এবং Low প্রোফাইল, যেটা সাধারনত বাজেট ল্যাপটপগুলোতে বেশি দেখা যায়। টাইপ করার সময় key press-এ স্বাভাবিকের চেয়ে একটু বেশি pressure দিতে হয়, অর্থাৎ soft touch টাইপিং যারা পছন্দ করেন, তাদের কাছে এটা প্রথমদিকে কিছুটা stiff লাগতে পারে। তবে কিছুক্ষণ ব্যবহারের পর এটাতে অভ্যস্ত হওয়া যায়। Overall, budget রেঞ্জ অনুযায়ী এটা একদম standard quality-এর chiclet keyboard বলা যায়।

Dahua Laptop-এর trackpad ক্লিক করলে noticeable clicky feel পাওয়া যায়, যেটা tactile feedback পছন্দ করা ইউজারদের কাছে ভালো লাগতে পারে। এটা অবশ্যই multi-touch supported, তবে এর surface material বা কোনো নির্দিষ্ট coating সম্পর্কে এখনো কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। টাচপ্যাডের সারফেস খুব একটা smooth না—finger glide কিছুটা draggy মনে হয়। যাদের touchpad ব্যবহার বেশি, তারা এই জায়গায় একটু inconsistency ফিল করতে পারেন। তবে occasional use-এর জন্য একে মোটামুটি বলা যায়। ল্যাপটপটিতে সম্ভবত 2W-এর দুটি স্পিকার দেয়া হয়েছে। অডিও আউটপুট যথেষ্ট ফ্ল্যাট, bass নাই বললেও চলে । Vocal স্পষ্ট থাকলেও depth বা richness নাই । daily Uses চলে যায়, তবে better sound experience এর জন্য headphone or sound bar ব্যবহার করাই ভালো Option ।এখানে ব্যবহৃত হয়েছে Intel-এর ultra-budget mobile chip Intel N100। এই প্রসেসরটি Gracemont (Alder Lake-N) architecture based, যা মূলত efficiency cores দিয়েই তৈরি। Core এবং thread configuration হিসেবে এতে থাকছে 4 cores এবং 4 threads, কিন্তু কোনো ধরনের Hyper-Threading সাপোর্ট নেই—যা একে আরও basic workload-এর দিকে ঠেলে দেয়।

Clock Speeds:
  • Base Frequency: 1.8 GHz
  • Max Turbo Frequency (Single Core): 3.4 GHz
  • All-Core Boost: সর্বোচ্চ 3.0 GHz পর্যন্ত যেতে পারবে 
Cache Structure:
  • L1 Cache: 96 KB per core
  • L2 Cache: 2 MB (shared)
  • L3 Cache: 6 MB (shared)
মাত্র 6W এর cpu, low power consumption, যেটা এই ধরনের বাজেট laptop এর জন্য Good enough.আর socket BGA 1264—অর্থাৎ soldered-on board দেয়া, আপগ্রেডের কোনো Option নাই ।

এই ডিভাইসে কোনো dedicated GPU দেয়া হয়নি, আর frankly বলতে গেলে—এই দামে dedicated GPU আশা করাটাও একপ্রকার বোকামি। এখানে ব্যবহার করা হয়েছে Intel UHD Graphics, যা Xe architecture based integrated GPU। এই iGPU-এর Max Dynamic Frequency হলো 750 MHz এবং এতে রয়েছে মোট 24টি Execution Unit (EU)। Display output নিয়ে চিন্তার কিছু নেই, কারণ এটি সর্বোচ্চ ৩টি ডিসপ্লে পর্যন্ত সাপোর্ট করতে পারে এবং 4K রেজোলিউশনে 60Hz পর্যন্ত output দিতে সক্ষম।

এই GPU-এর মাধ্যমে Full HD ভিডিও প্লেব্যাক, হালকা গ্রাফিক্স টাস্ক এবং occasional casual gaming মোটামুটি ভালোভাবেই চলে যাবে। তবে যারা একে দিয়ে heavy rendering বা high-end 3D workloads চালানোর স্বপ্ন দেখছেন তাদের একটু বাস্তববাদী হওয়াই ভালো। It’s built for efficiency, not extreme performance.  

RAM configuration হিসেবে Inbuilt DDR4 8GB 3200MHz দেওয়া আছে, এবং প্রয়োজন হলে অতিরিক্ত একটা 8GB মডিউল যুক্ত করে মোট 16GB পর্যন্ত আপগ্রেড করা যাবে।

Boot drive হিসাবে এইখানে NVME M.2 256GB SSD দেয়া আছে। storage টা কম মনে হলেও tention এর কারন নাই। এইখানে maximum 1TB বাড়ানো যাবে।  

Laptop Power Up করার জন্য 7.6V 6000mah means 45.6wh এর বেটারি দেয়া আছে। বাট আর spec অনুযায়ী 45.6Wh Good Enough. এই বেটারিকে charge করার জন্য দেয়া আছে 30W এর charger 

এইখানে 720p এর webcam Use করা হয়েছে। privacy maintain এর জন্য use করা হয়েছে p-Shutter. [Physical -Shutter] 

এই ক্যামেরা দিয়ে 0.9 MP তে 720p ছবি তুলা যাবে অ্যান্ড 720p তে 30 FPS record এ capable . 

Picture quality এর কথা বললে খুবই Decent and basic Picture quality . 

Wi-Fi and Bluetooth—দুটোই আছে, but generation বা exact specification mention করা হয় নাই । তবে  কাজ চালানোর মতো performance পাওয়া গেছে।

আর Safety and Security এর দিক দিয়ে একটা বড় plus point হলো, Power Button-এর মধ্যেই Fingerprint Sensor দেয়া আছে। আমাদের টেস্টিংয়ে একদম smooth কাজ করেছে। but হ্যাঁ, use করতে হলে Microsoft Account Login থাকতে হবে, নাহলে সেটা ইউজ করা যাবে না।.

এইবার কথা বলা যাক Display Specs নিয়ে।DHI-NC14-EIN2L1 এ ১৪ ইঞ্চি FHD (1920×1080P) IPS Anti-Glare পানেল implement করা হয়েছে। এটা একটা Non-Touch Display, যার aspect ratio 16:9। Viewing angle অনুযায়ী H/V দুইদিকেই 178° পর্যন্ত পরিষ্কার ভিউ পাওয়া যাবে। তবে contrast ratio, maximum brightness, কিংবা color gamut নিয়ে কোনোরকম official information দেয়া হয়নি।But so what? যখন Calman আছে তখন চিন্তার কিছু নেই। Calman দিয়ে সব তথ্য নিংড়ে বের করে নিব। Display টিমের হাত থেকে কোনো Display রক্ষা পাবে না—that’s for sure। এইবার Calman কে সরাসরি বসিয়ে দেয়া যাক Laptop এর display র উপর। Colour Gamut Result হিসাবে থাকছে 

  • SRGB – 60.6 % 
  • ADOBE RGB – 45.8%
  • D65,  p3 -45.4%
  • NTSC -43.7 %
  • P3 DELTA-E2000(avg),7.96 
  • Srgb delta -E(avg) 6.45 

Colour result impressive কিছুই না। বাট এই দামে Other Laptop almost Similar Type Output ই দিচ্ছে 

  • brightness :Charge-এ লাগানো অবস্থায় ১০০% ব্রাইটনেসে ডিসপ্লেটি দিয়েছে 292.01 nits। আমি বলব, দাম ও সেগমেন্ট বিবেচনায় 300 nits-এর কাছাকাছি এই outcome আসা Extremely good। এই ব্রাইটনেস নিয়ে Indoor environment তো বটেই, এমনকি কিছুটা mid-harsh lighting condition-এও খুব ভালোভাবে কাজ চালিয়ে নেওয়া যাবে। Overall, brightness performance considering the price definitely appreciable। 
  • Glow and bleed issue :  Glow এবং bleed নিয়ে বললে,noticeable কোনও backlight bleed চোখে পড়েনি, যা নিঃসন্দেহে একটা ভালো দিক। তবে হালকা glow এর উপস্থিতি ছিল, যেটা IPS panel-এর nature হিসেবেই ধরা যায়। That’s a good point—especially considering যে এটা একটা budget segment-এর display, যেখানে backlight bleed একটা common issue। So overall, glow manageable আর bleed-free experience—definitely a plus point !
  • Ghosting
    Ghosting নিয়ে তেমন কিছু না বললেও চলে—Ghosting, Inverse Ghosting, Overshoot—সব কিছুই present। এটা expected, কারণ এটা performance বা gaming-centric কোনো laptop না। তাই যারা Fast-paced content বা gaming-এর জন্য ভাবছেন, তারা budget বারিয়ে অন্য কিছু consider করাই better option হবে।
  • Cinebench :এইবার Cinebench চালিয়ে দেখা যাক । Single Core পারফরম্যান্সে CPU স্কোর করেছে 834 points, যা এই ধরনের ultra-low power chip থেকে একেবারেই acceptable বলা যায়। টেস্ট চলাকালীন maximum core clock speed রেকর্ড হয়েছে 3,392.5 MHz, যেখানে average clock speed ছিল প্রায় 3,064.5 MHz।এই পারফরম্যান্স ধরে রাখতে গিয়ে প্রসেসর সর্বোচ্চ 69°C পর্যন্ত গরম হয়েছে, যেটা thermal threshold অনুযায়ী safe range-এর মধ্যেই পড়ে। 

অন্যদিকে Multi Core টেস্টে স্কোর এসেছে 2,637 points। এই সময়ে maximum core clock speed রেকর্ড হয়েছে 3,391.7 MHz, আর temperature ছুঁয়েছে সর্বোচ্চ 71°C। 

  • Furmark : 1080p তে Furmark start করা যাকFurmark এর result ছিল 280 যেখানে Fps ছিল 4. Power Consumption Approximately 10W 
  • Crystaldiskmark : SSD Test এ Read speed ছিল 2970 MB/s and maximum Write speed ছিল. 1457 MB/s . speed এর কথা বললে descent ছিল। 

 Intel N100 পারফরম্যান্সের দিক থেকে যদি AMD Ryzen-এর সঙ্গে তুলনা করা হয়, তাহলে এটা Ryzen 3 5300U-এর তুলনায় কিছুটা lower performer। Basic task বা light workload এ ঠিকঠাক পারফর্ম করলেও, heavy usage বা demanding কাজের সময় Intel N100 Lower performance provide করবে 

 

  • battery test :  100% থাকা অবস্থায় all component 100% Load দেই। Total battery drain হতে টাইম লাগে 2 hour 12 minutes.
  • Charging test : Charging টেস্টে, 3% থেকে প্লাগ ইন করে 95% পর্যন্ত চার্জ নিতে সময় লাগে প্রায় 2 ঘণ্টা 7 মিনিট। Honestly, চার্জিং স্পিডটা আরেকটু fast হলে আরও balanced লাগত।  

 

  • দামের দিক থেকে বিচার করলে কিছু কিছু জায়গায় Dahua সত্যিই impress করতে পেরেছে। শুরুতেই বলতে হয় security feature হিসাবে এই দামে fingerprint sensor দেওয়াটা একটা bold এবং smart move—যেটা সাধারণত এই রেঞ্জে খুব একটা দেখা যায় না।
  • Build quality এবং overall look-এও কোনো রকমের খামতি রাখা হয়নি। বাজেট রেঞ্জের হলেও এখানে কোনোরকম Compromise চোখে পড়েনি—plasticky হলেও ফিনিশিং-এ একটা প্রিমিয়াম ফিল আছে।
  • আর একটা দারুণ দিক হলো—Dahua চেষ্টা করেছে maximum number of ports দিতে, যেটা প্র্যাকটিকাল ইউজারদের জন্য খুবই উপকারি। এটা বলতেই হয়, দামের মধ্যে যতটা সম্ভব দিয়েছে, তার বাইরে গিয়েও কিছু value add করেছে।
  • শেষ কথা, Display quality নিয়ে শুরুতে সন্দেহ থাকলেও, বাস্তবে সেটি যে কতটা ভালো perform করেছে—তা দেখতে গিয়েই একটু অবাক হতে হয়েছে। এই প্রাইস রেঞ্জে এতটা ভিজুয়াল কোয়ালিটি সত্যিই অনেকের ধারণার বাইরে ছিল।


খারাপ দিক খুঁজলে কিছু বিষয় চোখে পড়ে, তবে অবশ্যই সেটা দামের প্রসঙ্গ মাথায় রেখেই বিচার করতে হবে। তবুও বলতে গেলে, hinge quality আরও একটু ভালো হতে পারত। খুলা বা বন্ধ করা সময় একটু বেশি flex অ্যান্ড Noice ফিল হয়, যা long-term durability নিয়ে কিছুটা সন্দেহ তৈরি করে। এই দিকটা আরেকটু refine করলে পুরো build experience আরও solid হতো।

Share This Article

Search