Search

RTX 3080: The True king of 4K Gaming?

লঞ্চের মোটামুটি ২ সপ্তাহ পর এবার পাবলিশ হয়েছে RTX 3080 এর রিভিউ।। এবার অনেকটাই পরিষ্কার হবে যে প্রকৃতপক্ষে NVIDIA এর এই কার্ডটি কতটা পাওয়ারফুল এবং আগের জেনারেশন এর কার্ড থেকে কতটুকু এগিয়ে।

 

রেফারেন্সঃ

যেহেতু আমাদের কাছে কোনো রিভিউ ইউনিট নেই তাই আজকের আলোচনার সুবিধার্থে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি Hardware Unboxed এর করা বেঞ্চমার্ক। তার টেস্ট সিস্টেমটি একটি Ryzen 9 3950x,32gb র‍্যাম ফিচার করছে।

Specs:

Benchmarks:

Death Stranding 1440p:

প্রথমেই Death Stranding এ দেখতে পাচ্ছি 1440p রেজুলেশনে RTX 3080 167 এফপিএস এভারেজ এবং 139 এফপিএস ১% লো এফপিএস দিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে RTX 2080ti । 2080ti থেকে শতকরা ২০% বেশি এফপিএস দিচ্ছে RTX 3080। এবং বেস RTX 2080 এর FPS 111 যা 3080 থেকে 41% কম।

2160p(4K)

4k রেজুলেশনে পার্থক্য টা আরো বেশি।। একমাত্র জিপিইউ হিসেবে 4k তে 100+ এফপিএস দিতে সক্ষম হয়েছে RTX 3080. এইক্ষেত্রে 2080ti এর সাথে পার্থক্য 29% । 2080Ti 4k তে ৮৩ এফপিএস এভারেজ এফপিএস দিচ্ছে এবং Base 2080 এর ক্ষেত্রে তা 66 fps এবং শতকরা পার্থক্য 62% । 4k এর চার্টে আমরা দেখতে পাচ্ছি RTX 2070Super থেকে মোট ৭টি গ্রাফিক্স কার্ড 60+ এফপিএস দিতে সক্ষম হয়েছে।

Microsoft Flight Simulator(1440p):

সদ্য রিলিজ হওয়া মাইক্রোসফটের এই Demanding টাইটেলটিতে RTX 2080ti থেকে মাত্র ৪ এফপিএস বেশি দিতে দেখা যাচ্ছে RTX 3080 কে ,2080ti এর 44 এর বিপরীতে 3080 এর এফপিএস এখানে ৪৮।(৯% পার্থক্য) তালিকার বাকি জিপিইউগুলোর কোনোটিই 40 এর ঘরে যেতে পারেনি। Base RTX 2080 এখানে ৩৭ এফপিএস নিয়ে 3080  থেকে 30% পিছিয়ে আছে।

2160p(4K)

4k তে এসেও RTX 3080 এই ক্ষেত্রে একমাত্র জিপিইউ যেটি 40fps  ধরে রাখতে পেরেছে। তালিকায় 31 এফপিএস নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে RTX 2080ti যা RTX 3080 থেকে ২৯% কম।

Shadow Of The Tomb Raider(1440p)

1440p তে এখানে RTX 3080 ১৫০+ এফপিএস ডেলিভার করছে যা 2080ti থেকে ৩৪ এফপিএস বেশি এবং শতকরা হিসেবে এই পার্থক্য ২৮% এবং 2080 থেকে ৫৬ এফপিএস বেশি (৫৭%) ।

2160p(4k):

4k তে প্রায় 90 এফপিএস দিচ্ছে RTX 3080 যা 2080ti থেকে ২০ এফপিএস বেশি (৩০%) এবং 52fps নিয়ে ৬৭% পিছিয়ে আছে RTX 2080.

Tom Clancy’s Rainbow Six Siege(1440p):

এই গেমেও আমরা RTX 3080 এর ক্ষমতার নমুনা আরো একবার দেখতে পাচ্ছি। 1440p রেজুলুশনে ৩২০+ এফপিএস দিচ্ছে জিপিইউটি যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী RTX 2080ti এর ফ্রেমরেট ২৫০ এর কিছু বেশি। এমনকি RTX 2080Ti এর এভারেজ থেকেও 3080 এর 1% low পারফর্মেন্স বেশি।এবং আগের জেনারেশনের base RTX 2080 থেকে পার্থক্য ৫০%+ ।

2160p(4k)

এখন পর্যন্ত আমরা যেরকম দেখে আসছি তাতে RTX 2080Ti থেকে তুলনামুলক বেশি পার্থক্য দেখা গিয়েছে 4k রেজুলুশনে।। এইক্ষেত্রেও সেরকমই দেখা যাচ্ছে। জনপ্রিয় এই অনলাইন টাইটেলে RTX 3080 ১৭০+ এফপিএস দিচ্ছে এবং 1% low পারফর্মেন্স ও ১৫০+। তালিকার দ্বিতীয় স্থানে প্রতিবারের মত RTX 2080ti এবং তার ফ্রেমরেট ১৩৫ ও base 2080 এর ফ্রেমরেট 102।

Gears 5(1440p)

এই গেমটিতে 2k রেজুলেশনে কিন্ত 2080ti থেকে সেরকম উল্লেখযোগ্য পারফর্মেন্স এর উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও তালিকায় একমাত্র 3080ই ১০০+ এফপিএস তুলতে সক্ষম হয়েছে। দ্বিতীয় স্থানে 2080ti এর FPS 87 এবং পার্থক্য ২০% মত। তবে বরাবরের মত RTX 2080 থেকে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছে RTX 3090 ।(৩৭%)

2160p(4k)

4k তে প্রতিবারের মত এবারেও বেশ ভালো পারফর্ম করতে দেখা যাচ্ছে 3080 কে। 3080 এর 72 fps এর বিপরীতে 2080ti এর স্কোর 58 । Base RTX 2080 এর এফপিএস এখানে মাত্র 46

Horizon Zero Dawn(1440p)

Horizon Zero Dawn এর ক্ষেত্রে এই চার্টে একমাত্র জিপিইউ হিসেবে ১০০+ ফ্রেমরেট ডেলিভার করতে সক্ষম ছিল RTX 3080 যা 2080ti(89fps) থেকে ৩৩% বেশি। অন্যদিকে RTX 2080 এর ফ্রেমরেট মাত্র ৭০ (যা 5700XT এর সমান) এবং 3090 থেকে পার্থক্য ৪০%+ । এখন পর্যন্ত 2080ti এর তুলনায় সবথেকে বেশি পারফর্মেন্স এর পার্থক্য এই গেমেই দেখা গেলো।

2160p(4k)

৪কে তে 3080 এর রাজত্ব বজায় আছে এখানেও, লিস্টে একমাত্র ৬০+ এফপিএস ধরে রাখতে পারা জিপিইউ এটি।। দ্বিতীয় স্থানে থাকা 2080ti (51fps) এর থেকে পার্থক্যটা বিশাল, ৪৩% । এবং এই ক্ষেত্রে RTX 2080 থেকে প্রায় দ্বিগুণ পারফর্মেন্স দিয়েছে 3080 কেননা 2080 এর স্কোর মাত্র 40fps ।এক সময়ের ফ্লাগশিপ GPU GTX 1080ti এর এফপিএস মাত্র ৩৮।

Assassin’s Creed Odyssey(1440p):

বরাবরের মত 1440p তে 2080ti থেকে পার্থক্যটা এখানেও 20%+। 2080ti এর 67 fps এর বিপরীতে 3080 স্কোর করেছে 84 (২৫% বেশি) । 1080ti এবং 2080 উভয় জিপিইউই ৪২% পিছিয়ে 3080 থেকে (59fps)

2160p(4k)

4k তে একমাত্র জিপিইউ হিসেবে 60fps ডেলিভার করছে 3080 যা 46 এফপিএস নিয়ে দ্বিতীয় স্থানে থাকা 2080ti থেকে ৩৬% বেশি। ৪১ এফপিএস নিয়ে 1080ti এবং 2080 ৫১% পিছিয়ে রয়েছে।

Metro Exodus(1440p)

এক্ষেত্রে এই টাইটেলে 3080 এর জন্য একটি বটলনেক সৃষ্টি করছে Ryzen 9 3950x । এজন্য পারফর্মেন্স এর পার্থক্য অনেক কম।। 2080 থেকে মাত্র ২৫% বেশি পারফর্মেন্স এবং 2080ti এর থেকে সামান্য বেশি।

2160p(4k)

4k তে এই ধরনের কোনো সমস্যা হয়নি।। প্রসেসর কোনো বাধার সৃষ্টি করেনি, RTX 3080 এখানে ১২০+ এফপিএস দিচ্ছে একমাত্র জিপিইউ হিসেবে। দ্বিতীয় স্থানে থাকা RTX 2080ti থেকে যা ৩৫% বেশি(92fps) ।

Resident Evil 3(1440p):

1440p তে প্রায় ২০০ এফপিএস দিচ্ছে RTX 3080। দ্বিতীয় স্থানে রয়েছে ১৫০ এফপিএস নিয়ে RTX 2080ti যা RTX 3080 থেকে ৩১% কম । RTX 2080 এবং GTX 1080ti এর স্কোর এখানে 118 fps এবং 3080 থেকে পার্থক্য 66% .

2160p(4k)

4k তে 3080 এর ফ্রেমরেট ১০০+ ,2080ti এর 80fps থেকে যা ৩০% বেশি। 59 fps নিয়ে 3080 থেকে ৭৬% পিছনে আছে RTX 2080 এবং GTX 1080 উভয়ই।

Doom Eternal(1440p)

এই টাইটেলটিতে 1440pতে ৩০০+ এফপিএস দিয়ে RTX 2080ti(259 fps) ২০% এগিয়ে আছে RTX 3080 এবং RTX 2080 ১০০+ বেশি fps ব্যবধানে পিছিয়ে আছে (শতকরা হিসেবে যা ৫১%)।

2160p(4K)

4K তে এসে 2080ti এর সাথে পার্থক্য বেড়ে দাঁড়ায় ৩৫% । তবে এখানে সবথেকে বেশি পার্থক্য দেখা গিয়েছে RTX 2080 এর সাথে,১১৫% এবং এফপিএস এর হিসেবে ১০১ এফপিএস। RTX 3080 এর 189 fps এর বিপরীতে 2080ti এর FPS ছিল 140 এবং RTX 2080 এর ক্ষেত্রে তা ছিল মাত্র 88 ।

Wolfenstein:YoungBlood(1440p)

তালিকার একমাত্র জিপিইউ হিসেবে ২০০ এর ঘরে পৌছাতে পেরেছে RTX 3080, এখানে এই জিপিইউ এর ফ্রেমরেট ২৪২ যা 198 FPS নিয়ে দ্বিতীয় স্থানে থাকা RTX 2080ti থেকে 22% বেশি। RTX 2080 এখানে ১৫৬ এফপিএসই তুলতে পেরেছে মাত্র। (৫৫% কম)

2160p(4k)

4k তে এসে পার্থক্য সেরকম একটি বাড়েনি 2080ti থেকে।। RTX 2080ti এর 116 fps এর বিপরীতে 3080 এর FPS 142(22% বেশি) । 1440p এর মতই 60% মত ফাস্ট পারফর্ম করেছে 2080 থেকে।

World War Z(1440p)

World War Z তে 1440p রেজুলুশনে প্রায় ২০০ এর কাছাকাছি ফ্রেমরেট যদিও তা 2080ti(163) থেকে শতকরা হিসেবে ১৭% বেশি মাত্র। কিন্ত ফ্রেমরেট হিসাব করলে পারফর্মেন্সটা অনেক। এবং 2080 এর সাথে তুলনা করলে ব্যবধানটা ৪২% এবং ফ্রেমরেটের হিসেবে ৪৬ FPS বেশি।

2160p(4k)

1440p তে যেখানে ১৭% ব্যবধানে এগিয়ে ছিল, সেই ব্যবধান 4k তে এসে দ্বিগুণ হয়ে গিয়েছে।। একমাত্র জিপিইউ হিসেবে ১০০+(১১৮) এফপিএস দিচ্ছে RTX 3080 সেখানে 2080ti এর স্কোর ৮৮ ।

14 games Average:

1440p তে ১৪টি গেমের এভারেজে RTX 3080 এর স্কোর ছিল 171 fps (2080ti থেকে 30 fps বেশি, ও 2080 থেকে 56 এফপিএস বেশি) এবং শতকরা ব্যবধানের দিক দিয়ে তা যথাক্রমে ২১% এবং ৪৯%)। একসময়ের ফ্লাগশিপ 1080ti এর থেকে পারফর্মেন্স এর ব্যবধান 63 fps (৫৮%) ।

4k এর দিকে দৃষ্টিপাত করি যদি, এখানে তুলনামুলক পার্থক্যটা বেশি, 2080ti থেকে ৩২% বেটার পারফর্ম করছে RTX 3080 এবং একমাত্র জিপিইউ হিসেবে ১৪টি গেমের গড়ে 4k তে ১০০+ এফপিএস দিতে সক্ষম হয়েছে। RTX 2080 থেকেও পার্থক্যটা বেশ বড়, 71% ।

3080 vs 2080ti

1440p তে ১৪টি গেমের মধ্যে ৯টি গেমেই 2080ti থেকে ২০% বা তার বেশি ব্যবধানে এগিয়ে আছে 3080। 500$ কম দামে আসা সত্বেও এই বিশাল ব্যবধানে এগিয়ে থাকা আসলে প্রমান করে যে Ampere কতটা বেশি শক্তিশালী এবং এনভিডিয়া এক জেনারেশনের ব্যবধানে কি পরিমাণ পরিবর্তন এনেছে তাদের গ্রাফিক্স কার্ড ম্যানুফেকচারিং এ। এখানে আরো প্রশংসা করতে হয় NVIDIA এর প্রাইসিং এর ও।। যদিও পুর্বের প্রোমোশনাল ভিডিও এবং গ্রাফগুলো অনুযায়ী পার্থক্য আরো বেশি থাকা উচিত কিন্ত তাও গড়ে 20% বেশি পারফর্মেন্স ৬০% দামে দিতে পারাটা কোনোভাবেই কম নয় ।

তবে 3080 গ্রাফিক্স কার্ডটি আসলে কোন লেভেলের কার্ড তা বেশি করে স্পষ্ট হয় যদি আমরা 4k এর পারফর্মেন্স গুলো লক্ষ করি। ১৪টি গেমের মধ্যে ১২টি গেমেই 29% বা তার বেশি পার্থক্য দেখা যাচ্ছে এবং ১৪ টি গেমের গড়ে তা 31% । আগেই আমরা দেখেছি যে এই কার্ডটি 4k তে ১০০+ এফপিএস দিচ্ছে গড়ে। এতদিন বেঞ্চমার্ক হিসেবে 4k 60fps কে বিবেচনা করা হতো, কিন্ত 3080 যেন বিষয়টাকে নতুন করে লিখলো।

3080 vs 2080

এবার আসা যাক একই দামে আসা দুই জেনারেশনের দুটি কার্ড নিয়ে।। 2080 থেকে ১৪টি গেমে গড়ে ৪৭% বেটার বেটার পারফর্ম করছে 3080 যা প্রাইস টু পারফর্মেন্স বা cost/frame এর রেশিওতে 3080 কে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে। সর্বনিম্ন পার্থক্য ছিল ২৫% এবং তা সর্বোচ্চ দেখা গিয়েছে 69% পর্যন্ত। ১০টি গেমেই পার্থকটা ৪০% এর উপরে ছিল।

4k এর ক্ষেত্রে তুলনার জায়গা একেবারেই নেই।। একটি জেনারেশন থেকে অপর জেনারেশনে কত বড় step up এটি তা এখান থেকে ভালোমতই স্পষ্ট। পার্থক্য এখানে সর্বনিম্ন ৫০% এবং সর্বোচ্চ ৮৩%।

শেষ কথাঃ

এতক্ষণে প্রচুর চার্ট দেখে মোটামুটি একটি ধারনা পাওয়া গিয়েছে যে এই Ampere আর্কিটেকচারের জোর কতটুকু। বিষয় হচ্ছে কারা কিনবেন কার্ডটি।। আমাদের দেশে কাস্টম কার্ডগুলো যে কত দামে আসবে তার উপরেও অনেক কিছু নির্ভর করছে।। তবে যত দামেই আসুক তা 2080ti থেকে বেশি value for money প্রোভাইড করবে এতে কোনো সন্দেহ নেই।। অনেকগুলো জিপিইউ থেকেই একই দামে দ্বিগুণের কাছাকাছি ফ্রেমরেট দিচ্ছে RTX 3080 ।

আমার মতে RTX 3080 1440p এর জন্য ও না, এটি একটি পারফেক্ট 4k গেমিং এর জন্য গ্রাফিক্স কার্ড। এতদিন যাবত 4k গেমিং এর জন্য graphical power যা ছিল তা কখনোই যথেষ্ট ছিল না কিন্ত 3080 এসে ইতিহাস যেন নতুন করে লিখিয়েছে।। Enthusiast রা বা বড় বড় টেক ইউটিউবাররা বা আমরা সাধারণ ইউজাররা আলোচনা করতাম ,কৌতুক করতাম 4K তে 60 এফপিএস নিয়ে… কিন্ত 3080 এসে বিষয়টি আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে।।

আমার মতে যারা 3080 এর প্রাইসরেঞ্জ এ গ্রাফিক্স কার্ড কিনতে চান তারা তো অবশ্যই 3080 নিবেন এই বিষয়ে সন্দেহ নেই, তবে মাথায় রাখতে হবে যে RTX 3080 কে সম্পুর্ণ রুপে ব্যবহার করার জন্য, এর থেকে সেরাটা বের করে নেওয়ার জন্য আপনার প্রসেসর ও লাগবে যথেষ্ট শক্তিশালী।। তেমনি অন্তত 144hz মনিটর নেওয়াটা জরুরি এই জিপিইউ এর সাথে সেরা এক্সপেরিয়েন্স এর জন্য।

আর যারা ইতিমধ্যেই 2080ti এর ব্যবহারকারী রয়েছেন।তারা আপগ্রেড করবেন নাকি আগের কার্ডেই থাকবেন তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।। তাদের খেলার গেমের ধরন, অন্যন্য হার্ডওয়্যার, gaming এর রেজুলুশন ইত্যাদি ইত্যাদি।। নতুন পিসি বিল্ডিং এর ক্ষেত্রে 3080 নেওয়া নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই।।

তবে RTX 3080 সবথেকে বেশি গুরুত্বপুর্ণ হবে সেই সমস্ত গেমারের জন্য যারা Ray Tracing এবং DLSS  Enabled গেমগুলো খেলতে চান বা বেশি বেশি খেলবেন।।

অন্যদিকে যারা GTX 1080ti বা RTX 2080 বা 5700XT এর ইউজার আছেন তাদের ক্ষেত্রে আপগ্রেড করাটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আমরা উপরেই দেখেছি পারফর্মেন্স এর পার্থক্য কতটুকু। উক্ত কার্ডগুলো যদিও 1080p গেমিং এ এখনো নিজ নিজ জায়গায় সেরা এবং হাই রেজুলুশনে না খেললে খুব বেশি স্ট্রাগল করে না।

আমরা মোটামুটি ভালোই ধারনা পেয়ে গিয়েছি কার্ডটি সম্পর্কে।।এক কথায় আমি বলবো 4K এর সত্যিকারের king হিসেবে আবির্ভুত হয়েছে RTX 3080 । যেটি একদমই যেন Dedicated Card বলা যায় 4K এর জন্য। যেখানে এই রেজুলুশনে কোনো রকমের ল্যাগ, ফ্রেমড্রপ ছাড়া, স্টাটার ছাড়া গেমিং করা যাবে High Frame Rate এ ।

All the charts are collected from Hardware Unboxed Review Video

Share This Article

Search