Final Fantasy XV Windows Edition
কনসোলে রিলিজ হওয়ার প্রায় দেড় বছর পর রিলিজ হতে যাচ্ছে Final Fantasy XV এর পিসি ভার্শন। ২৯ নভেম্বার ২০১৬ তে রিলিজ হবার পর সেই বছরের বিভিন্ন গেম অফ দি ইয়ার পুরস্কার পাওয়া এই গেম ফাইনাল ফ্যান্টাসি সিরিজের ১৫তম ইন্সটলমেন্ট। এক্সবক্স ওয়ান ও পিএস ফোরে রিলিজের পর অনেক গুজব ছড়াতে থাকে কম্পিউটারের জন্য এই গেম রিলিজ নাও হতে পারে। কিন্তু সকল জল্পনা,কল্পনার অবসান ঘটিয়ে ২ সপ্তাহ আগেই কনফার্মেশন পাওয়া যায় এর অফিসিয়াল রিলিজের। আর প্রি অর্ডার করা যাচ্ছে স্টিম এবং মাইক্রোসফট উইন্ডোজ স্টোর হতে। বাট কম্পিউটারে এই গেম খেলার জন্য আপনার কম্পিউটারে কি কি স্পেক্স প্রয়োজন হবে? তা জেনে নিন আজকের আর্টিকেলে।
Minimum System Requirements:
Note: Lowest graphics settings, 720p (1280 X 720), 30 fps
OS: Windows® 7 SP1/ Windows® 8.1 / Windows® 10 64-bit
Processor: Intel® Core™ i5-2500(3.3GHz and above)/ AMD FX™-6100 (3.3GHz and above)
Memory: 8 GB RAM
Graphics Card: NVIDIA® GeForce® GTX 760 / NVIDIA® GeForce® GTX 1050 / AMD Radeon™ R9 280
Direct X: DX version 11
Storage: 100 GB available space
Sound Card: DirectSound® compatible sound card, Windows Sonic and Dolby Atmos support
Recommended System Requirements:
Note: High Graphics Settings, 1080p (1920 X 1080), 30 fps
OS: Windows® 7 SP1/ Windows® 8.1 / Windows® 10 64-bit
Processor: Intel® Core™ i7-3770(3.4GHz and above)/ AMD FX™-8350(4.0 GHz and above)
Memory: 16 GB RAM
Graphics Card: NVIDIA® GeForce® GTX 1060 6 GB VRAM / Radeon™ RX 480 8 GB VRAM
Direct X: DX version 11
Storage: 100 GB available space
Sound Card: DirectSound® compatible sound card, Windows Sonic and Dolby Atmos support
Ultimate System Requirements:
Note: Ultra graphics settings, 4K (3840 X 2160), HDR, 60 fps
OS: Windows® 10 64-bit
Processor: Intel® Core™ i7-7700 / AMD Ryzen™-1600X or above
Memory: 16 GB RAM
Graphics Card: NVIDIA® GeForce® GTX 1080 ti or above / Radeon™ RX Vega Frontier Edition
Direct X: DX version 11
Storage: 150 GB available space
Sound Card: DirectSound® compatible sound card, Windows Sonic and Dolby Atmos support
উইন্ডোজ ভার্শনের জন্য গেমটি রিলিজ হতে যাচ্ছে ৬ মার্চ ২০১৮ তে । যদিও গেমটির সাধারণ মূল্য ৫০ ডলার আপনি যদি স্টিমের বাংলাদেশ রিজিওনে একাউন্ট চালান আপনার খরচ হবে মাত্র ৩০ ডলার। আর যদি মাইক্রোসফটের উইন্ডোজ স্টোর থেকে কিনতে চান তাহলে আপনাকে গুণতে হবে ৩৯০০ টাকা।
তো আপনার কম্পিউটার কি Final Fantasy XV চালানোর জন্য প্রস্তুত? যদি না হয়ে থাকে করিয়ে নিন। আপনারা সবাই ভাল থাকুন আর সঙ্গে থাকুন পিসিবি বিডির সাথেই।