সীমিত সময়ের জন্য দুটি পৃথক স্টোরে ফ্রিতে পাওয়া যাচ্ছে তিনটি AAA গেম।
Tom Clancy’s The Division.
ইউবিসফটের স্টোরে এই গেমটি ফ্রিতে নেওয়া যাবে সীমিত সময়ের জন্য।। একবার এড করে নিলে তা লাইব্রেরীতে স্থায়ীভাবে আজীবন থেকে যাবে… গেমটি সেপ্টেম্বরের ১ তারিখ হতে ৮ই সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে । নেওয়ার জন্য ঝামেলাযুক্ত কোনো স্টেপ ও ফলো করা লাগবে না, শুধুমাত্র নিম্নোক্ত লিংকে গিয়ে সাইন ইন অথবা সাইন আপ করলেই হবে। এবং খেলার জন্য ইউপ্লে ডাউনলোড করে লগিন করতে হবে ।
get the game from here
get Uplay from here
Far Cry 3
ফার ক্রাই ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা গেম বলা হয় ফার ক্রাই 3কে। এই জনপ্রিয় গেমটি সীমিত সময়ের মধ্যে ফ্রিতে কালেক্ট করা যাবে Uplay তে।। একটু কিন্ত আছে যদিও, গেমটি শুধু চায়না রিজিয়নেই ফ্রিতে পাওয়া যাবে।।সুতরাং ক্লেইম করতে ভিপিএন লাগতে পারে।।
Get the game from here
Hitman 2016
ডিটেক্টিভ, স্টেলথ genre এর অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি হিটম্যান। এই সিরিজের Hitman (2016) গেমটি ফ্রিতে পাওয়া যাচ্ছে এপিক স্টোরে। গেমটি স্টোর থেকে অথবা নিচের লিংক থেকে লগিন করে ফ্রিতে নিয়ে নেওয়া যাবে 3rd September রাত ৯টা পর্যন্ত।
get the game from here
get the Epic Games Launcher from here
এছাড়াও ৩ তারিখ পর্যন্ত এপিক স্টোর থেকে ফ্রিতে আরো নেওয়া যাবে Shadowrun Collection গেমটিও ।
সেরা ক্রিকেট গেম এর রিভিউঃ
ক্রিকেট ১৯, সেরা ক্রিকেট গেম? মেগা রিভিউ
ইনডোর,আউটডোর এর সেরা স্পোর্টস গেম সম্পর্কে জানতে পড়ুনঃ
মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ