বাজেট রেঞ্জে এএমডির নতুন দুই খেলোয়াড়! 3100 & 3300x

সম্প্রতি এএমডি লঞ্চ করেছে ১০০-১২০$ বাজেটরেঞ্জে তাদের দুইটি প্রসেসর। AMD Ryzen 3 3100 ও  AMD Ryzen 3 3300x । বাজেট থেকেই ও নাম থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে এন্ট্রি লেভেল এর গেমার ও সাধারণ ইউজার দের কথা মাথায় রেখে এবং ইন্টেল এর Core i3 লেভেলের প্রসেসর গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য  বাজারে ছাড়া এই দুইটি প্রসেসর।

সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

Ryzen 3 3100 

Base clock/Boost Clock Cores/Threads Level 3 Cache TDP PCIe CMOS Price
3.6/3.9 4/8 16MB 65W 4.0 7nm 99$

Ryzen 3 3300x

Base clock/Boost Clock Cores/Threads Level 3 Cache TDP PCIe CMOS Price
3.8/4.3 4/8 16MB 65W 4.0 7nm 120$

 

কি থাকছে এতে?

3100 এ থাকছে 4 cores 8 threads ,16 mb cache (3.6 ghz-3.9ghz)
3300x এও থাকছে 4 cores 8 threads, 16 mb cache
তবে কোর ক্লক স্পিড থাকছে প্রথমটার থেকে বেশি। এখানে থাকছে 3.8-4.3 ghz ক্লক। দুইটার ই TDP 65 ওয়াট ।
দুটি ই ৭ ন্যানোমিটার এর আর্কিটেকচার। এবং উভয় ক্ষেত্রেই আমরা PCIe 4.0 এর সাপোর্ট পাচ্ছি।
দাম রাখা হয়েছে Ryzen 3 3100 এর জন্য ৯৯ ডলার ও Ryzen 3 3300x এর জন্য ১২০ ডলার।

মাল্টিটাস্কিং পারফর্মেন্স

বেঞ্চমার্কে দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভিটিতে দুইটি প্রসেসর ই core i7 7700k ও i5 9400f কে পিছনে ফেলছে এবং 3100 Ryzen 5 1600 এর কাছাকাছি ও 3300x ryzen 5 1600 কে বেশ পিছনে ফেলছে আর 1600af এর (যেটা কিছু দিন আগেই রিলিজ দিলো এএমডি) কাছাকাছি পারফরমেন্স দিচ্ছে।
এবং বেশ কিছু ক্ষেত্রে 2600 এর ও কাছাকাছি বা বেটার পারফরমেন্স দেখা গেছে।।
মুলত যে i3 কে টার্গেট করে রিলিজ করা ছিল তা এগুলার ধারে কাছেও নাই দেখা যাচ্ছে বেঞ্চমার্ক এ ।

 

7-Zip(Decompression)
SiSoft Sandra
V-Ray
Chromium Code Compile
DaVinci Resolve Studio 16
Cinebench R20(Multi-core)
Cinebench R20(Single Core)
7-Zip(Compression)

ADOBE BENCHMARKS

বিশেষ করে দুটো প্রসেসর’ই ADOBE বেঞ্চমার্কে অনেক বেশি ইম্প্রেসিভ পারফরমেন্স দিচ্ছে।
ADOBE রিলেটেড বেঞ্চমার্কগুলাতে দেখা যাচ্ছে Ryzen 3 3100, Ryzen 5 2600, 1600AF কেও বিট করছে বা কখনো 2600 এর সমান স্কোর দিচ্ছে এবং Ryzen 3 3300x, Ryzen 5 2700x কেও পেছনে ফেলে দিচ্ছে।
যা এডোবিতে এএমডির তুলনামুলক দুর্বল পারফরমেন্সের ইতিহাসকে বদলে দিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে অবশ্যই।
Premiere Pro
Photoshop
Lightroom Classic
After effects

গেমিং পারফরমেন্সঃ দা ৭৭০০কিলার????

ব্যাটেলফিল্ড ফাইভ এ core i7 7700k কে বিট করেছে এফপিএস এ 3300x এবং পেছনে ফেলেছে Ryzen 7 2700x, 2600,1600AF, Core i5 9400F এর মত প্রসেসর কে।
Farcry new dawn এ Ryzen 5 2600 এর ইকুয়াল ফ্রেমরেট দিচ্ছে 3100 .
আর 3300x 7700k,9400f এর প্রায় সমান ও Ryzen 7 2700x কে পিছনে ফেলেছে।
gears 5 এ Ryzen 3 3300x পিছনে ফেলেছে i7 7700k, Ryzen 7 2700x এবং Core i5 9400f কে , অন্যদিকে Ryzen 3 3100 পিছনে ফেলেছে Ryzen 5 2600,1600 AF কে ।
shadow of the tomb raider এও দেখা যাচ্ছে Core i7 7700k, 9400f, Ryzen 5 2600, 1600AF থেকে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে 3300x ।
৭ টি গেমের এভারেজে দেখা যাচ্ছে 3300x এর ফ্রেমরেট প্রায় সমান ৭৭০০কে এর এবং 1% low তে এগিয়ে আছে।

 

Battlefield V(DX11)
Far Cry New Dawn(DX11)
Gears 5 Operation 3
Tom Clancy’s Ranbow Six Siege(Vulkan)
Ghost Recon Breakpoint(Vulkan)
Shadow of the Tomb Raider
Red Dead Redemption 2
7 games average
দেশের বাজারে হয়তো আমরা ১২/১৩ হাজারের মধ্যেই Ryzen 3 3300x ও 10 হাজার এর মধ্যে Ryzen 3 3100 পেয়ে যাব। সেক্ষেত্রে লো বাজেট ইউজারদের জন্য আশির্বাদ হতে যাচ্ছে প্রসেসর দুইটি।
বেঞ্চমার্ক সোর্স, ক্রেডিট : Hardware Unboxed Youtube Channel
বিস্তারিত স্পেসিফিকেশন : AMD Website

Share This Article

Search