সম্প্রতি এএমডি লঞ্চ করেছে ১০০-১২০$ বাজেটরেঞ্জে তাদের দুইটি প্রসেসর। AMD Ryzen 3 3100 ও AMD Ryzen 3 3300x । বাজেট থেকেই ও নাম থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে এন্ট্রি লেভেল এর গেমার ও সাধারণ ইউজার দের কথা মাথায় রেখে এবং ইন্টেল এর Core i3 লেভেলের প্রসেসর গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাজারে ছাড়া এই দুইটি প্রসেসর।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশন
Ryzen 3 3100
Base clock/Boost Clock | Cores/Threads | Level 3 Cache | TDP | PCIe | CMOS | Price |
3.6/3.9 | 4/8 | 16MB | 65W | 4.0 | 7nm | 99$ |
Ryzen 3 3300x
Base clock/Boost Clock | Cores/Threads | Level 3 Cache | TDP | PCIe | CMOS | Price |
3.8/4.3 | 4/8 | 16MB | 65W | 4.0 | 7nm | 120$ |
কি থাকছে এতে?
3100 এ থাকছে 4 cores 8 threads ,16 mb cache (3.6 ghz-3.9ghz)
3300x এও থাকছে 4 cores 8 threads, 16 mb cache
তবে কোর ক্লক স্পিড থাকছে প্রথমটার থেকে বেশি। এখানে থাকছে 3.8-4.3 ghz ক্লক। দুইটার ই TDP 65 ওয়াট ।
দুটি ই ৭ ন্যানোমিটার এর আর্কিটেকচার। এবং উভয় ক্ষেত্রেই আমরা PCIe 4.0 এর সাপোর্ট পাচ্ছি।
দাম রাখা হয়েছে Ryzen 3 3100 এর জন্য ৯৯ ডলার ও Ryzen 3 3300x এর জন্য ১২০ ডলার।
মাল্টিটাস্কিং পারফর্মেন্স
বেঞ্চমার্কে দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভিটিতে দুইটি প্রসেসর ই core i7 7700k ও i5 9400f কে পিছনে ফেলছে এবং 3100 Ryzen 5 1600 এর কাছাকাছি ও 3300x ryzen 5 1600 কে বেশ পিছনে ফেলছে আর 1600af এর (যেটা কিছু দিন আগেই রিলিজ দিলো এএমডি) কাছাকাছি পারফরমেন্স দিচ্ছে।
এবং বেশ কিছু ক্ষেত্রে 2600 এর ও কাছাকাছি বা বেটার পারফরমেন্স দেখা গেছে।।
মুলত যে i3 কে টার্গেট করে রিলিজ করা ছিল তা এগুলার ধারে কাছেও নাই দেখা যাচ্ছে বেঞ্চমার্ক এ ।
ADOBE BENCHMARKS
বিশেষ করে দুটো প্রসেসর’ই ADOBE বেঞ্চমার্কে অনেক বেশি ইম্প্রেসিভ পারফরমেন্স দিচ্ছে।
ADOBE রিলেটেড বেঞ্চমার্কগুলাতে দেখা যাচ্ছে Ryzen 3 3100, Ryzen 5 2600, 1600AF কেও বিট করছে বা কখনো 2600 এর সমান স্কোর দিচ্ছে এবং Ryzen 3 3300x, Ryzen 5 2700x কেও পেছনে ফেলে দিচ্ছে।
যা এডোবিতে এএমডির তুলনামুলক দুর্বল পারফরমেন্সের ইতিহাসকে বদলে দিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে অবশ্যই।
গেমিং পারফরমেন্সঃ দা ৭৭০০কিলার????
ব্যাটেলফিল্ড ফাইভ এ core i7 7700k কে বিট করেছে এফপিএস এ 3300x এবং পেছনে ফেলেছে Ryzen 7 2700x, 2600,1600AF, Core i5 9400F এর মত প্রসেসর কে।
Farcry new dawn এ Ryzen 5 2600 এর ইকুয়াল ফ্রেমরেট দিচ্ছে 3100 .
আর 3300x 7700k,9400f এর প্রায় সমান ও Ryzen 7 2700x কে পিছনে ফেলেছে।
gears 5 এ Ryzen 3 3300x পিছনে ফেলেছে i7 7700k, Ryzen 7 2700x এবং Core i5 9400f কে , অন্যদিকে Ryzen 3 3100 পিছনে ফেলেছে Ryzen 5 2600,1600 AF কে ।
shadow of the tomb raider এও দেখা যাচ্ছে Core i7 7700k, 9400f, Ryzen 5 2600, 1600AF থেকে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে 3300x ।
৭ টি গেমের এভারেজে দেখা যাচ্ছে 3300x এর ফ্রেমরেট প্রায় সমান ৭৭০০কে এর এবং 1% low তে এগিয়ে আছে।
দেশের বাজারে হয়তো আমরা ১২/১৩ হাজারের মধ্যেই Ryzen 3 3300x ও 10 হাজার এর মধ্যে Ryzen 3 3100 পেয়ে যাব। সেক্ষেত্রে লো বাজেট ইউজারদের জন্য আশির্বাদ হতে যাচ্ছে প্রসেসর দুইটি।
বেঞ্চমার্ক সোর্স, ক্রেডিট : Hardware Unboxed Youtube Channel
বিস্তারিত স্পেসিফিকেশন : AMD Website