Search

Value Top V100 Review

Value Top V100 Review

একটি কম্পিউটার সেটআপ যেমনি হোক, কম্পিউটার এর কেস সেই সেটআপ এর সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। আজকের আমাদের নতুন কেইস রিভিউ তে থাকছে ভ্যালু টপ ভি ১০০ (Value Top V100)
যারা ITX বিল্ড এর মত ছোট সেটআপ এর স্বাদ চান, তবে কিছুটা স্বল্প ব্যয়ে, তাদের জন্য হতে পারে এটি একটি আদর্শ কেস।দুইটি কালার ভেরিয়েন্টে এই বাজেটে SFX পাওয়ার সাপ্লাই, একটি স্টক এক্সহস্ট ফ্যান দিয়ে এটি হতে পারে আপনার ডেইলি ড্রাইভার।

Competitor ANALYSIS

২৫০০ টাকার আশেপাশে অন্যান্য কিছু কেস এর মধ্যে XTREME 192-2, XTREME T38 কেস গুলো রয়েছে। তবে এর কোনটির সাথে পাওয়ার সাপ্লাই নেই। তাছাড়া ভ্যালু টপ এরই VT-B705 কেস টিও সেম বাজেট রেঞ্জে পছন্দ হওয়ার মত কেস।

Value Top V100Value Top V100Value Top V100

Outlook inspection

কেস টি আইটিএক্স কেস এর একটু বড়ভাই বললেও ভুল হবে না। ফ্রন্ট বা টপ এ কোন এয়ার ইনটেক নেই এতে। আকারে ছোট খাটো দেখতে, ওজনেও বেশ হাল্কা।

Specifications

কেস এর স্পেসিফিকেশন এর দিকে একটু ফোকাস করা যাক। এটি একটি ফুল মেটাল কেস। মেটাল এর থিকনেস 0.8mm। এটি উচ্চতায় ১৩ ইঞ্চি, পাশে ১১.৫ ইঞ্চি,চওড়ায় ৫.৮ ইঞ্চি। বেশ কমপ্যাক্ট সাইজের একটি কেইস। ভেতরে চওড়ায় ৫ ইঞ্চি, প্রস্থে ক্লিয়ারেন্স 10.43 ইঞ্চি।
কেস এর ভিতরে, নিচে একটি ২.৫ ইঞ্চি SSD, ও একটি ৩.৫ ইঞ্চি হার্ড ডিস্ক ড্রাইভ ইনস্টল করতে পারবেন এই কেসটি তে, তাছাড়া সামনে আরেকটি SSD অথবা HDD ইনস্টল করা যাবে। অর্থাৎ ২টি SSD, অথবা ২টি HDD। ডান পাশে NZXT H510 এর মত একটি লম্বা এয়ার ইনটেক গ্রিল আছে এতে, নিচেও যা দৃশ্যমান। সাথে পেছনে একটি 80mm এর এক্সহস্ট ফ্যান রয়েছে।

GPU Clearance

GPU ক্লিয়ারেন্স হিসেবে ভ্যালু টপ এর ওয়েবসাইট অনুযায়ী এতে আপনি একটি 1660 Super কার্ড ইনস্টল করতে পারবেন। আর তৃতীয়ত স্লটে আর লেংথে স্পেস থাকলেও উইডথ একটা ঝামেলা হতে পারে। আরেক্স ৬৬০০ টা আমরা বসিয়েছিলাম অনেক কাহিণি করে। সেই হিসেবে ২২০/২৩০mm length এর গ্রাফিক্স কার্ড এতে হয়ে যাওয়ার কথা।

CPU clearance

সিপিইউ কুলার ক্লিয়ারেন্স হিসেবে ভ্যালু টপ এর ওয়েবসাইট অনুযায়ী এতে সর্বোচ্চ 120mm এর সিপিইউ কুলার ব্যবহার করতে পারবেন। সেই বিবেচনায় কোনও আফটার মার্কেট কুলার ব্যাবহার করা সম্ভব হবে না।

Motherboard support

আকারে ছোট হলেও এই কেস টি মিড টাওয়ার কেস। অর্থাৎ এতে আপনি M-ATX,ITX,Mini ITX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন।

PSU Support

পাওয়ার সাপ্লাই হিসেবে এতে দেয়া আছে একটি SFX ফর্ম ফ্যাক্টর এর ২০০ ওয়াট এর PSU। যা আপনার ছিমছাম, ছোটখাটো কাজের জন্য যথেষ্ট হবে। পাওয়ার সাপ্লাই টিতে একটি 24 পিন কানেক্টর, ২টি Sata কানেক্টর, একটি 4 পিন ইপিএস কানেক্টর ও একটি মোলেক্স কানেক্টর রয়েছে। সাধারণত এখনকার মাদারবোর্ড গুলো তে মিনিমাম 8 পিন ইপিএস কানেক্টর থাকে বিধায় বেশ বুঝে শুনে সিপিউ চয়েস করতে হবে।

Airflow

এয়ার ফ্লো এর জন্য একটি 80mm এর এক্সহস্ট ফ্যান রয়েছে, যার ইনটেক হচ্ছে কেস এর দুই পাশের 11.5 ইঞ্চি লম্বা ও 1 ইঞ্চি চওড়া ভেন্ট এবং একটি 100mm সাইজের গোল ইনটেক ভেন্ট। তাছাড়া নিচে একটি 7.5 ইঞ্চি লম্বা ও 1 ইঞ্চি চওড়া ভেন্ট।
তবে একটি গ্রাফিক্স কার্ড, সাটা ড্রাইভ সহ এয়ার ফ্লো তে সাফকেশন হওয়ার সম্ভাবনা বেশি।

I/O Port

i/o পোর্ট হিসেবে এতে পাওয়ার বাটন,একটি ইউএসবি 3 জেন 1, ইউএসবি 2, একটি টাইপ সি পোর্ট ও 3.5mm হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক।

Cable management

কেস টি দেখতে খুব সুন্দর,আকর্ষণীয় মনে হলেও এই কেস টির ক্যাবল ম্যানেজমেন্ট এর জন্য তেমন কোনো সাপোর্ট নেই। কেস এর ভেতরেই সব ক্যাবল গুলো এলোমেলো হয়ে যাওয়ার কথা, তবে কেস এর সাথে দেওয়া ৪টি ক্যাবল টাই দিয়ে মোটামুটি ভালো ক্যাবল রাউটিং করা সম্ভব।

Test System
CPU: Ryzen 5 5600X 6C/12T
Ram: Kingston Fury Beast RGB 8GBx2 3200Mhz DDR4 Kit
Mo-bo: Gigabyte B550M DS3H
SSD : Kingston 250GB NV1

Thermal Performance Testing

টেস্ট সিস্টেমে মাদারবোর্ড টি ছিলো গিগাবাইট এর B550M DS3H, সিপিইউ আমরা ব্যবহার করেছি রাইজেণ 5 5600X, RAM আমরা ব্যবহার করেছি Kingston এর ৩২০০mhz এর 8 জিবি ২টি স্টিক যেগুলো RGB(কিছুটা বাড়তি FPS এর আশায় আরকি), বুট ড্রাইভ হিসেবে Kingston এরই ২৫০জিবি nvme এসএসডি। সাথে জিপিউ হিসেবে একটি GT 710 এবং এই পুরো সিস্টেম কে পাওয়ার আপ করছে কেস টির সাথে দেওয়া ২০০ওয়াট এর SFX পাওয়ার সাপ্লাই টি।

এই সিস্টেমে ৫৬০০এক্স ১.১ ভোল্টে ৪.৫ গিগাহার্জে অসি করা। আমরা কেস এর সাইড প্যানেল খুলে ও লাগিয়ে, দুই ভাবেই টেস্ট করেছি।

সাইড প্যানেল খোলা অবস্থায় ১৫মিনিট স্ট্রেস টেস্ট এর পর এভারেজ টেম্পারেচার ছিলো 64.2° সেলসিয়াস, ম্যাক্সিমাম 70.9° সেলসিয়াস, মিনিমাম 45.1° সেলসিয়াস

সাইড প্যানেল লাগিয়ে ১৫মিনিট স্ট্রেস টেস্ট এর পর এভারেজ টেম্পারেচার ছিলো 71.2° সেলসিয়াস, ম্যাক্সিমাম 74° সেলসিয়াস, মিনিমাম 58.1° সেলসিয়াস।

এভারেজ টেম্পারেচার এ প্রায় 5% এর ডিফারেন্স

কেস টির আসলে এয়ার ইনটেক তেমন একটা ভালো না হওয়ায় প্যানেল লাগানোর পর টেম্পারেচার কিছুটা বেড়ে যায়। তবে বেসিক এন্ড ইউজার দের জন্য এটি তেমন একটা চিন্তার বিষয় নয়।

Value Top

Pros

এই কেস টি কাদের জন্য? যারা ছোট ডেইলি ব্যাসিক ওয়ার্কলোড,এন্টারটেইনমেন্ট পারপাস,বেসিক/ আরকেড গেমিং এর জন্য পিসি বিল্ড করতে চান, তাদের জন্য তালিকায় যোগ হতে পারে এটি। কেস টির সাইজ ছোট হওয়ায় এটি সহজে বহনযোগ্য হতে পারে। সাদা রং হওয়ায় এটি আপনার টেবিল টপ e ভালো একটি লুক দিবে।

Cons

কেসটি তে কোনো সাইড টেম্পর্ড গ্লাস না থাকায় শোকেস বিল্ড হিসেবে পছন্দসই না হতে পারে। তাছাড়া কোনো RGB নেই এই কেসটি তে। ২০০ ওয়াট এর PSU হওয়ায় এতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা অসম্ভব বলা চলে। তাছাড়া 4 পিন ইপিএস হওয়ায় সব মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন না। স্টক PSU এর কারণে লো কনফিগারড পিসি সেটআপ ব্যাবহার করতে হবে।

 

 

 

Share This Article

Search