Assassin’s Creed Odyssy গেমটি সম্পর্কে যা জানা দরকার

এই বছর রিলিজ হতে যাচ্ছে Assassin’s Creed সিরিজের আপকামিং ল্যাটেস্ট ইন্সটলমেন্ট Assassin’s Creed Odyssy গেমটি। গত বছর রিলিজ হয় Origins গেমটি যেখানে আমরা দেখতে পাই এসেসিন ব্রাদারহুড কিভাবে সৃষ্টি হয়। আগের গেমগুলোর থেকে ভিন্ন কিন্তু উন্নত মানের গেমপ্লে মেকানিকস, বিশাল ম্যাপ এবং এক্সাইটিং স্টোরির জন্য গেমারদের মাঝে জনপ্রিয়তা লাভ করে গেমটি। এবারও দুই বছরের বিরতিতে যাবে বলে ধারণা করা হলেও বিভিন্ন লিক হতে হতে শেষ পর্যন্ত E3 2018 এ এসে কনফার্ম হওয়া যায় এই বছরই রিলিজ হতে যাচ্ছে সিরিজের নতুন গেম Assassin’s Creed Odyssy, যা হবে সিরিজের সবচেয়ে বিশাল গেম।

Assassin’s Creed Odyssy গেমের কো ডিরেক্টর স্কট ফিলিপ্স গেম ইনফরমারের সাথে একটি ইন্টারভিউ দেন, যেখানে তাকে গেমটি নিয়ে ১০৭ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অনেক আলোচনার মধ্যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া গিয়েছে সেগুলো নীচে দেওয়া হল।

  • Assassin’s Creed Odyssy হবে ফুল অন আরপিজি গেম। আপনি কার সাথে কি ডায়লগ সিলেক্ট করছেন, দুনিয়ার সাথে কিভাবে ইন্টারেক্ট করছেন, কার সাথে প্রেম করছেন, প্রায় সব কিছুই আপনার গেমপ্লে অভিজ্ঞতাকে প্রভাবিত করবে।
  • গেমের মেইন ক্যারেক্টারের ফেসিয়াল ফিচারকে কাস্টমাইজ করা যাবে না। অর্থাৎ ডিফল্ট যে মডেলটি আছে গেমের মধ্যে ঠিক সেই মডেলটিই পুরো গেম জুড়ে থাকবে।
  • কোন মোরালিটি মিটার নেই। অর্থাৎ আপনি যাকে খুশি তাকেই মারতে পারবেন।
  • মেইন গেম রিলিজের পর অনেক এক্সপ্যানশন এবং আইটেম বেইজড ডিএলসি আসবে।
  • আপনার যুদ্ধ জাহাজটি হবে আপনার হোম বেইজ। এখান থেকেই আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার ক্রু, সক্রেটিস, বারনাবাস ও হিরোডোটাস আপনার জাহাজে ঘুরে বেড়াবে।
  • আপনি শুধু মাত্র একটি জাহাজ পাবেন। জাহাজকে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন।
  • সি শ্যান্টি এই গেমে ফেরত আসছে। আর আগের গেমের থেকে আরো অনেক বেশি সি শ্যান্টি থাকবে।
  • Assasin’s Creed Odyssy ডেভেলপ করছে মোট আটটি স্টুডিও। সুতরাং কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ না রাখার আহবান করা হয়েছে।
  • রোমান্স করার জন্য মোট ৬ টি ক্যারেক্টার রয়েছে এবং আপনি সবার সাথেই একই টাইমে রোমান্স করতে পারবেন। এমনকি সবাইকে আপনার জাহাজেও নিয়ে আসতে পারবেন। কিন্তু কেমন পরিস্থিতি হবে সেটা সারপ্রাইজ হিসেবেই রাখা হচ্ছে এখন।
  • গেমের মেইন ক্যারেক্টার এলেক্সিওস ও কাসান্ড্রা পরস্পরের সাথে প্রেম করতে পারবে না। তবে টাইমলাইনে তারা কিভাবে এক্সিস্ট করবে সেটা দেখবার বিষয়।
  • এনিমেল টেইম ফিচারটি ফেরত আসছে গেমের মধ্যে, কিন্তু রাস্তার মধ্যে থাকা কুকুরকে পেট করতে পারবেন না।
  • আপনি আপনার ঘোড়াকে জাহাজের মধ্যে উঠাতে পারবেন না। কিন্তু আগের গেমগুলোর মত শিষ বাজালেই যেখানে থাকুন না কেন, ঘোড়া চলে আসবে।
  • মিশনের ডিফিকাল্টি হবে আপনার লেভেল অনুযায়ী। কিন্তু Origins এর মত লো লেভেলের হয়ে হাই লেভেলের মিশন খেলতে পারবেন না।
  • Assasin’s Creed Odyssy গেমটি Origins থেকে অনেক দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও এর ম্যাপ Origins থেকে অনেক বড়।
  • কোন মাল্টিপ্লেয়ার পাচ্ছেন না গেমটিতে। ডিরেক্টরের মতে এতে করে স্টুডিওগুলো সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনের কোয়ালিটির উপর সম্পূর্ণ ফোকাস করতে পারে।
  • ডেফিনিটলি কোন ব্যাটল রয়্যাল মোড নেই।
  • সবশেষে ডেফিনিটলি নিন্টেন্ডো সুইচে গেমটি রিলিজ পাচ্ছে না।

Assasin’s Creed Odyssy গেমটি রিলিজ হবে অক্টোবারের ৫ তারিখ ও রিলিজ পাবে প্লে স্টেশন ফোর, এক্স বক্স ওয়ান এবং পিসির জন্য।

Pre Order Assasin’s Creed Odyssy

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot