যথেষ্ট পরিমান টেকনিকাল রিভিউ দেয়ার চেষ্টা করলাম কম সময় খরচ করে মাত্র ৬ মিনিট ৫৭ সেকেন্ডে 🙂 । আশা করছি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে প্রফেশনালদের কথা মাথায় রেখে রিভিউটা দেয়া হয়েছে। এই প্রথম বারের মতো ইউজ করলাম ভিরে ইনজিন এই বিস্টের পাওয়ার আনলিশ করার উদ্দেশ্যে। আশা করছি প্রফেশনালদের এই রিভিউ ভালো কাজে দিবে বিশেষ করে যারা প্ল্যান করছেন এই সিপিউটি ক্রয় করার ব্যাপারে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজকে। আবার লাইক এবং সাবস্ক্রাইব করুন পিসিবি বিডি চ্যানেলটাকে। Please help us grow!