মোস্ট পাওয়ারফুল গ্রাফিক্র কার্ড কথাটা কিন্তু ভুল না। প্রত্যেকটা গেমস্ চালানো হয়েছে আলট্রা এবং ভিসিংক অন করে। আবার MSAA ও TXAA অন করা ছিল গেমস্গুলোতে। MSAA গেমস্ এর কোয়ালিটি ভালো করতে গিয়ে ল্যাগি করে ফেলে অনেক সময়। 1600p অথবা UHD রেসুলিউশনে হয়ত MSAA অন না করলেও হয়, কেননা হাইয়ার পিক্রেল থাকাতে রাফ এজ গুলো যথেষ্ট স্মুদ হয়ে যায়। তারপরও আমি শক্তি দেখতে চাচ্ছিলাম কার্ডটার। এক কথায় মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। 4k রেসুলিউশনে-ও সমস্ত সেটিংস্ কে আলট্রা রেখে, আবার আগেও যেটা বললাম TXAA, MSAA এবং ভিসিংক অন করেও গেম গুলো চলছিল একদম স্মুদ। আর 4k গেমিং কোয়ালিটি এত সুন্দর হতে পারে, এই প্রথম দেখলাম নিজ চোখে। কিন্তু বেশিরভাগ রিভিইউ সাইট এর মতো ভিসিংক অফ করে রাখি নাই শুধুমাত্র FPS বারানোর জন্য। আবার অনেক বিখ্যাত রিভিউ সাইটে শুধুমাত্র ম্যাক্রিমাম FPS কেই দেখানো হয়, কিন্তু আমি ইনক্লুড করেছি ম্যাক্রিমাম, এভরেজ এবং এমন কি মিনিমাম পারফরমেন্স। ফ্রেমরেট কাউন্ট করা হয়েছে সফট্ওয়্যারের মাধ্যমে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি জানি ম্যাক্সওয়েল আরকিটেকচার গুলো যথেষ্ট কুল থাকে। বেন্চমার্ক চালু থাকা কালীন সময় সবথেকে হাইয়েস্ট টেম্পরেচার পেয়েছি যেই ডেইটা পাবেন ভিডিওতে, কিন্তু ফ্যান মুড ছিল অটো এবং তিনটি ফ্যানের মধ্যে ঘুরছিল দুটি। আবার ওভারক্লক কনডিশনেও বেন্চমার্ক করার সময়ও একই অবস্থা। মারাত্নক কুল থাকে নতুন DC3OC কুলিং ডিজাইনের কারনে। যারা গ্রাফিক্স কার্ড ওভারক্লক করতে পছন্দ করে, তাদের জন্য পারফেক্ট আসুসের এই কার্ডটি। এক কথায় গেমের সর্বচ্চ সেটিংস্ এ গেম কে স্মুদ রান করানোর মতো কেইপাবিলিটি রাখে এই Asus GTX 980TI Strix DC3OC!
Join the PCB BD Authorized Buying Selling Group called ‘Gaming Hardware Buying & Selling’ at: https://www.facebook.com/groups/GHBS.BD/
Please like & Share our Official Facebook Page at: https://www.facebook.com/Pcbuilder-Bangladesh-446679222098241/
To watch Game related News & Reviews Please Subscribe to Game Adda Channel at:
https://www.youtube.com/channel/UCT8dXe4aoMr7w3UfIbbFK_A
Follow Us On Instagram : https://www.instagram.com/pcbuilderbangladesh/
Also Please like ROG Bangladesh Official Facebook Page at: https://www.facebook.com/ROGBangladesh