গেমাররা Windows 10 লেটেস্ট আপডেট হতে সাবধান!!!

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত উইন্ডোজ আপডেট করে থাকেন, আবার অনেকেই বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা, bandwidth speed ইস্যু বা লিমিটেড ইন্টারনেট এর জন্য আপডেট থেকে দূরে থাকেন। তবে যারা আপডেট করেন তাদের জেনে নেওয়া উচিত যে রিসেন্ট উইন্ডোজ আপডেটে আপনার পিসিতে হতে পারে বেশ কিছু সমস্যা।

গেমিং পারফর্মেন্স এ ভয়াবহ অবনতিঃ Update KB5001330, KB5001337

একটি রেডিট থ্রেড থেকে জানা যাচ্ছে যে KB5001330 আপডেট টি গেমিং এ বেশ কিছু সমস্যা সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে unstable FPS অর্থাৎ এফপিএস স্টেবল বা স্থির না থাকা, অনিমিয়ত ভাবে উঠানামা করা। random stutter বা হঠাত করে এফপিএস অনেক নেমে যাওয়া, আটকে যাওয়া। এমনকি vsync ও অকার্যকর হতে দেখা গিয়েছে। এবং সাথে অনেকেই মুখোমুখি হয়েছেন BLUE SCREEN এর।
কমেন্টে সেখানে অনেকেই একমত পোষণ করেছেন।

চলুন দেখে নেওয়া যাক বেশ কিছু ইউজার এর কমেন্টঃ

Danny1145 এর অভিজ্ঞতায় তার RTX 3070 and R5 3600 সিস্টেমে নিয়মিত stutter হচ্ছে doom eternal খেলতে গিয়ে। এবং এটি সমাধান করতে তার একাধিক বার আপডেটটি রিইন্সটল করা লেগেছে/ ড্রাইভার আপডেট করা লেগেছে অথবা এন্টিভাইরাস প্রোগ্রামকে রিইন্সটল করা লেগেছে। তবে আপডেটটি রিইন্সটল করে তার সমস্যাটি একসময় ফিরে এসেছে তাই বাধ্য হয়ে তাকে সম্পুর্ণ আপডেটটিকেই uninstall করা লেগেছে।
kb5000842 আপডেটেও সমস্যাটি ছিল বলে আশংকা করেছেন একজন reddit user ওই থ্রেডের কমেন্টে।
S3ndG এর ক্ষেত্রে তার পিসি স্লো ও হয়ে গিয়েছে আপডেট দিয়ে। Galvano জানাচ্ছেন যে তার AMD সিস্টেমেও সমস্যা হয়েছে। Complex-Buddy6904 এর মতে তার Call of Duty Warzone এর এফপিএস ৯০ থেকে ৭৫ এর আশেপাশে নেমে এসেছে।
এনভিডিয়া নিজেও বিষয়টি তাদের ফোরামে address করেছে। এবং পরামর্শ দিয়েছে যে যারা যারা উইন্ডোজ আপডেটের ফলে পারফর্মেন্স ইস্যু লক্ষ করেছেন তাদের আপডেট রোলব্যাক করতে
alaulten123 এর ক্ষেত্রে তার RDDR2 এর পারফর্মেন্স অর্ধেকে নেমে এসেছে ও Diablo তে প্রতি ১ মিনিটে ১০ সেকেন্ড সময়ে fps lock কাজ করছে না।

New graphics drivers prevent installation

উইন্ডোজ ১০ এর রেডিট থ্রেডে KB5001330 for Windows 10 2004 (“20H1”) আপডেটের ফলে blue screen ( error messages 0x800f081f, 0x800f0984 or 0x800f0922) এর কথা রিপোর্টেড হয়েছে।

GeForce 466.11 WHQL ও Intel’s graphics driver 27.20.100.9466 ভার্সন ও AMD,Intel এর বিভিন্ন সিস্টেমে constant crash, ইন্সটলের সময় ক্রাশ এর রিপোর্ট এসেছে।

If you are seeing lower performance in games, check if rolling back Windows 10 Update KB5000842 solves the issue.-এনভিডিয়া

Share This Article

Search