Windows 11 রিলিজের শুরু থেকেই আলোচনার ও আগ্রহের শীর্ষে ছিল। আমাদের দেশের সাধারণ পিসি ইউজারদের মধ্যে বড় একটা অংশকেও দেখা গিয়েছে এটা নিয়ে অনেক কৌতুহল দেখাতে। অসংখ্য মানুষ জেনে না জেনে, হুজুগের কারণে হলেও ইন্সটল করেছেন, পরখ করে দেখেছেন এই Microsoft এর এই নতুন Operating System। তবে ,আরেকটি অংশ রয়েছে যারা বেশ Demanding Hardware এর জন্য ও নিজেদের পটাটো বা দুর্বল পিসি থাকার কারণে ইচ্ছা থাকা সত্বেও Windows 11 চালাতে পারেন নি। তাদের জন্য রয়েছে সুখবর, এবার লঞ্চ হয়েছে Windows 11 এর লাইট বা Tiny Edition যার নাম Tiny11 । যাদের পিসি একেবারেই দুর্বল, র্যাম প্রসেসর সবকিছুই পুরাতন আমলের, তারা এই ভার্সনটি ইন্সটল করে Windows 11 এর স্বাদ নিতে পারবেন।
Extreme Low End,Potato /OLD PC তে Windows 11 চালানোর জন্য perfect custom image: Tiny 11
Tiny11 হচ্ছে Microsoft Windows 11 এর একটি আনঅফিশিয়াল Modded version যা মুলত NTDEV নামের একটা টিমের ডেভেলপ করা। এই ভার্সনটির বৈশিষ্ট্য হচ্ছে-
- এটি থেকে উইন্ডোজের সকল ধরনের অপ্রয়োজনীয় Bloatwares,optional features, elements রিমুভ করা হয়েছে।
- যত রকমের ব্যাকগ্রাউন্ড সিস্টেম সার্ভিস ,ফাইলস রয়েছে সেগুলোর মধ্যে একদম অপরিহার্য সার্ভিস গুলো ব্যতীত বাকি সবকিছু ছেটে ফেলা হয়েছে।
- এটির সবথেকে বড় USP হচ্ছে Tiny11 আপনি মাত্র ২ জিবি র্য্যাম ও ৮ গিগাবাইটের স্টোরেজে চালাতে পারবেন।
- উইন্ডোজ আপডেট নিয়মিত ও স্বাভাবিকভাবেই করতে পারবেন।
- আগে থেকে লাইসেন্স থাকলে শুধুমাত্র মাইক্রোসফট একাউন্টে লগিন করেই উইন্ডোজ এক্টিভেট করে নিতে পারবেন।
- গুরুত্বপুর্ণ সিকিউরিটি কম্পোনেন্টস যেমন Microsoft Defender,Data encryption বা Core isolation এর মত বিষয়গুলো কিন্ত ঠিকই উপস্থিত রয়েছে এই কাস্টম ইমেজে।
- তবে ডিফল্ট ব্রাউজার হিসেবে Microsoft Edge কে সরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ব্যবহারকারীকে তার পছন্দ মত ব্রাউজার ইন্সটল করে নিতে হবে।
- TPM,Secureboot এর মত requirements নিয়েও একদমই চিন্তা করতে হবে না, installation এর সময় এগুলো নিজে থেকেই bypassed হয়ে যাবে।
- সার্ভিস,ফিচারস রিমুভ করার মাধ্যমে অনেক বেশিই Optimized আর Lightweight করে ফেলা হয়েছে এই ভার্সনটিকে । ফলে র্যাম ইউসেজ,সিপিইউ ইউসেজ সবকিছুই অনেক কম থাকবে।
- বর্তমানে Tiny11 Windows 11 build 22621.525 ভার্সনটি ফিচার করছে।
- একদমই প্রয়োজনীয় apps গুলো অবশ্য পাওয়া যাবে যেমন photos,notepad,paint ইত্যাদি।
- শুধু দুর্বল স্পেকস এর পিসি ইউজাররাই নয়, বরং Tiny11 অনেক Virtual Machine ব্যবহারকারীর জন্য ও ভালো অপশন হতে পারে।
https://youtu.be/Y8YIadhWbho
এই lightweight Windows 11 ভার্সনটি NTDEV এর ডেভেলপ করা,
How to download Tiny11
আপনি চাইলে archive থেকে Tiny11 Download করতে পারেন। ইন্সটল করার পদ্ধতি মোটামুটি একই রকম, USB Drive এ Bootable করে নিয়ে USB Drive টি থেকে ইন্সটল করতে হবে। অথবা সরাসরি ISO Image টি Extract করে setup.exe রান করতে পারেন।