মোবাইল প্লাটফর্মে যদিও বেশ অনেকদিন ধরেই কল অফ ডিউটি এর ব্যাটেল রয়েল গেম রিলিজ রয়েছে, এতদিন ব্যাটেলফিল্ড ফ্রাঞ্চাইজিটি শুধুই পিসি,এক্সবক্স ও সনি প্লেস্টেশন প্লাটফর্মেই সীমাবদ্ধ ছিল। তবে মোবাইল গেমারদের জন্য খুশির সংবাদ হচ্ছে যে EA ও Dice ঘোষণা করেছে যে মোবাইল প্লাটফর্মের জন্য আসতে যাচ্ছে Battlefield Game।

Battlefield Game সম্পর্কে DICE এর অফিশিয়াল প্রেস রিলিজঃ 

ডাইস এর জেনারেল ম্যানেজার অস্কার গ্যাব্রিয়েলসন এর একটি প্রেস রিলিজ প্রকাশ করে EA। সেখানে পরবর্তী Battlefield Game সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়। সেখানেই প্রথমেই বলা হয় যে পরবর্তী গেম সম্পর্কে আগত দিনগুলোতে অনেক কিছু দেখানোর আছে ফ্যানদের  ডেভেলপমেন্ট টিম এর পক্ষ থেকে। সেগুলোর মধ্যে সবকিছু এখনই প্রকাশ করা সম্ভব না হলেও বেশ কিছু hints এখনই দিয়ে দিয়েছে DICE।

Holiday Season এ আসছে Battlefield: 

অস্কার গ্যাব্রিয়েলসন এর ভাষায় ‘the biggest battlefield development team’ কাজ করে যাচ্ছে কনসোল ও পিসির Battlefield Title এর জন্য। তার মতে এবারের ডেভেলপমেন্ট টিম টি সবথেকে বড়। Criterion ও DICE LA এর ডেভেলপাররা একসাথে কাজ করছেন এই প্রোজেক্টে।

গেমটি বর্তমানে playtesting স্টেজে রয়েছে বলে জানান তিনি। সম্ভব্য সেরা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য গেমটিকে balance, polish করা হচ্ছে। বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন তিনি গেমটি সম্পর্কে যেগুলো ফ্যানদেরকে নতুন আশা দিতে পারে। Epic scale. All-out military warfare. Crazy, unexpected moments. Game-changing destruction. Massive battles packed up with more players।

তিনি ইংগিত করেছেন অফিশিয়াল ভাবে Battlefield Reveal হবে খুবই শীঘ্রই।

২০২২ এ আসছে প্রথম Battlefield Mobile Game: 

সাথে গ্যাব্রিয়েলসন জানান যে সামনের বছর স্মার্টফোন ও ট্যাবলেট প্লাটফর্মে আসতে যাচ্ছে ব্যাটেলফিল্ড ফ্রাঞ্চাইজি। এর জন্য তারা কাজ করছে Industrial Toys এর সাথে।

গেমটি অফার করবে fully-fledged skill based all-out warfare। আগ্রহের বিষয় হচ্ছে যে গ্যাব্রিয়েলসন জানাচ্ছেন যে গেমটি পিসি/কনসোল এ এতদিন যে ধরনের ব্যাটেলফিল্ড গেমগুলো রিলিজ পেয়ে এসেছে সেগুলো থেকে সম্পুর্ণ ভিন্ন হবে। বিশেষভাবে ডিজাইন করা হবে স্মার্টফোন/ট্যাবলেট এর জন্য। গেমটি টেস্টিং পিরিয়ডে প্রবেশ করবে এ বছর ও লঞ্চ হবে আগামী বছর।

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot