Ultimate game changer From MSI? MSI MAG 255PXF

RGB নাই, flashy outlook নাই । শুধু আছে pure raw performance. এই performance proper utilize করার জন্য দরকার High রিফ্রেশ রেট, HDR Ready, Low response টাইম এর মনিটর যাটা actually ডিজাইন করা হয়েছে মাত্র এক কাজের জন্য, শুধু মাত্র gaming । কথা বলছি MSI MAG 255PXF নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো এই beast এর শক্তি কতদূর। আমি আছি আপনাদের সাথে ফাহিম, আর আপনি দেখছেন PC Builder Bangladesh। 

 

MSI MAG 255PXF, 30 হাজার টাকার এই মনিটরটি হাতে আসার পর থেকেই একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল এই দামে কি সত্যিই এর থেকে ভালো কিছু পাওয়া সম্ভব? নাকি শুধুই number Game ? বাজারে 300 hz এর Ips monitor বাজারে  available নাই তবে দাম দেখলে

  • AOC C27G4Z 27-inch 300Hz FHD VA Curved Gaming Monitor (Black)-30500 Taka But VA Panel 
  • MSI MAG 276CXF 27″ 280Hz বাট এইটা একটা VA Panel দাম ৩৩৫০০ টাকা 
  • Viewsonic XG2709A 240 Hz এর IPS panel দাম 35000 টাকা 
  • Samsung ODYSSEY G4 27BG400EWX দাম 41100 টাকা 

 

So clearly Visible দাম দেখলে সেম spec এর Competitor বাজারে নাই। এইবার দেখার পালা এই মনিটর display এর দিক কতটা Value for Money provide করতে পারে কিনা 

 

তার আগে দেখে নিই Box Contents হিসাবেই আমরা কি কি পাচ্ছি শুরুতেই থাকছে:

  • 3-pin Asian Power Cord
  • 2-pin European Power Cord
  • 4 টি Screw Set
  • 1x DP Cable
  • কিছু কাগজ পত্র 
  • Baseplate
  • Stand
  • Monitor

অর্থাৎ, basic setup এর জন্য যা যা লাগবে—সবই box এর ভেতর দেয়া আছে।

পেছন থেকে দেখতে মেট ব্ল্যাক ফিনিশিং, পুরোপুরি প্লাস্টিক বডি। দূর থেকে দেখলে Msi Other Premium Monitor এর মত ফিল দেয়। পেছন দিকটা দেখে প্রথমেই চোখে পড়ে এর ম্যাট ব্ল্যাক ফিনিশিং জেট ব্ল্যাক শেডে প্লাস্টিক বডির ওপর টেক্সচার,স্টেলথ ফাইটার টাইপ ডিজাইন. MSI ড্রাগন লোগো বাম পাশে.মিডেলে VESA মাউন্ট হোল ১০০×১০০mm.I/O পোর্টসের দিকে তাকালেই চোখে পড়ে

  • 2 x HDMI 2.0 (CEC) যেটা দিয়ে Maximum 240hz Output নেয়া পসিবল
  • 1 x DisplayPort 1.4 full Potential বের করা পসিবল
  • 1 x 3.5 mm Audio Out

ডানদিকে নিচে কেন্সিংটন লক স্লট, আর সামনের নিচের দিকে একটিমাত্র মাল্টিডিরেকশনাল OSD জয়স্টিক. 

 Stand আর baseplate এর outer layer plastic হলেও ভিতরে solid metal use করা হয়েছে। Look & build quality both are honestly impressive. adjustment হিসাবে MSI offer করছে 

  • Pivot -90° থেকে+90° 
  • Swivel -30° +30° 
  • tilt -5° +20° 
  • Height adjustment 0-130mm

সামনে আসতেই নজরে পড়ে স্ট্যান্ডার্ড বেজেল ডিজাইন । পুরো বেজেল কভারেজ আনুমানিক 9.65℅,এই দামে Pretty Good। ডিসপ্লেটা 25.5 ইঞ্চি FHD (1920×1080p) W-LED Rapid IPS 300hz এর রিফ্রেশ রেট। প্যানেল প্রোটেকশন বলতে গেলে Anti-glare/Matte (3H) দেয়া । কালার 1.07 বিলিয়ন সাপোর্ট করে, যা 10-বিট মনে হলেও, আসলে 8-বিট + FRC। পিক্সেল পিচ 0.28 × 0.28 mm , PPI 89, কনট্রাস্ট রেশিও স্ট্যাটিক ১০০০:১, ডায়নামিক 10 crore : 1 । 178° ভিউয়িং অ্যাঙ্গেল, ২৫০ নিটস ব্রাইটনেস , আর রেসপন্স টাইম 0.5Ms (MPRT)। সাথে HDR Ready support .কালার গ্যামট SRGB 120%,Adobe RGB 87%  P3 90% দেখাতে পারবে বলে Msi এর expectation. 

special feature হিসাবে মোটামুটি অনেক কিছুই অফার করেছে

  • 3-side borderless design
  • Adaptive-Sync technology
  • Al Vision
  • Console Mode
  •  Flicker-free technology
  • Game Assistance
  • HDR Ready
  • Less Blue Light
  • Smart Crosshair
  • Rapid IPS
  • Wide Color Gamut

certification হিসাবে দিচ্ছে 

  • TÜV Rheinland FlickeFree and  Low Blue Light যেটা আবার (Software Support)

পাওয়ার কনজাম্পশন 36W-এর কম, সাথে থাকছে আবার Energy Saving Sticker.Spec হিসাবে দেখলে Power consumption অনেকটাই কম । 

স্পিকার নিয়ে যদি কথা বলতে হয়, সে ক্ষেত্রে এখানে কত ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে তা কোথাও mention করা হয়নি। তবে sound quality আর loudness দেখে মনে হচ্ছে ৩W এর দুইটি speaker থাকতে পারে। Sound quality মোটামুটি ভালো good enough বলা যায়। কাজ চালিয়ে নেওয়ার মতো, but definitely audiophile-grade না।

কালার গ্যামট টেস্টে পাই 

  • sRGB 100%
  • Adobe RGB 77.4% 
  • D65 P3 81.3%
  • NTSC 74%
  • P3 Delta-E 2.89 
  • Srgb Delta-E 2.45 

আমাদের হাতে calman আসার পর থেকে আজ পর্যন্ত যতগুলো মনিটর টেস্ট করেছি সব গুলোকে এক চারটে ফালানো পর Msi Monitor এর ranking ছিল 

  • srgb তে Top 3 Accepted value এর বরাবর। 
  • Adobe RGB তে 1st যেখানে Standard 72-75%
  • P3 তে পজিসন ৮ নাম্বার যেটা Standard থেকে slidely Higher. 
  • NTSC তেও পজিসন ৮ নাম্বার যেটা Standard থেকে কিছুটা বেশি 
  • Delta -E তে 2nd Position যেটা গেমিং মনিটর হিসাবে ভালো । 

এত ভালো ভালো Number দেখে খুশি হওয়ার কারন নাই, এখনো অনেক কাহিনি বাকি। 

এইবার দেখে নেয়ার পালা – এই মনিটর থেকে আলোর ছোটা, মানে Brightness কতটা পাওয়া যায়।
MSI MAG 255PXF থেকে maximum brightness রিডিং উঠে এসেছে মাত্র 238 nits, এবং Graph Ranking এ এর পজিশন 15 নম্বরে। interestingly, মাত্র ৮ হাজার টাকার Hikvision মনিটর 2nd Position এ! So হ্যাঁ, বলা লাগবেই – দাম অনুযায়ী মিনিমাম 350 nits আশা করা যেতেই পারে। তবে fair to say, 238 nits indoors use এর জন্য যথেষ্ট, গেম খেলা, কাজ করা – সব কিছুই manageable, unless আপনি একদম sun-facing setup এ বসে কাজ করেন

Monitor টা হাতে আসার পর থেকেই display-এর দিকে তাকালেই একটা sharpness এর ঘাটতি চোখে পড়ছিল। অথচ PPI তো perfect! আসল সমস্যা ফাইন্ড আউট করার জন্য আরেকটা ২৫ ইঞ্চি মনিটর পাশেই রেখে Macro camera দিয়ে দুইটা ডিসপ্লের close photo তুলে side by side compare করি। রেজাল্ট honestly অনেকটাই shocking ছিল—same display size আর same PPI হলেও MSI মনিটরে pixel গুলো অনেক বেশি স্পষ্টভাবে visible ছিল। Clear pixel edge দেখে বোঝা গেল, panel quality বা subpixel layout-এ কোথাও একটা compromise আছেই।

এই sharpness problem টা overcome করার জন্য প্রথমে OSD থেকে sharpness level -5 করে দেই উদ্দেশ্য ছিল edge soften করে একটু natural look আনা। But honestly, জিনিসটা আরও বেশি খারাপ লাগছিল। Displayটা আরও blurry আর soft লাগছিল নিজেই দেখে নিন sharpness quality কেমন feel হয় real use-case-এ। Pixel edge গুলা oversoft বা fuzzy হয়ে যাচ্ছে কিনা, সেটা স্পষ্টই বোঝা যাবে।

 

এছাড়া আমরা গেম খেলার জন্য আলাদা আলাদা কালার প্রোফাইল মুড চেক করি। সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও FPS Mode এ একটা বড়সড় ঘাপলা খুঁজে পাই। FPS Mode enable করলেই red colour সহ আরও অনেক critical কালার পুরোপুরি desaturate হয়ে যায়, মানে প্রায় হারিয়ে যায়। এখন যদি কোনো গেমে মেইন enemy এর কালার red হয়, তাহলে তো সোজা কথায় enemy খুঁজেই পাওয়া যাবে না, কারণ FPS mode তো red colour টাই গায়েব করে দিচ্ছে! নামে FPS Mode হলেও, কাজের দিক থেকে একদম useless একটা ভালো গেমিং experience তো দেয়ই না, বরং real gameplay এ সমস্যা তৈরি করে।   

এত এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা শেষ চেষ্টা হিসেবে UFO Ghosting Test চালাই যদি কোনো ফাঁক-ফোকর দিয়ে MSI তাদের দুর্নাম ঠেকাতে পারে! HDR ON অবস্থায় দেখা যায় ভালো রকমের ghosting এবং inverse ghosting, তবে 3rd layer-এ এই প্রভাব কিছুটা কম visually manageable হলেও একদম clean বলা যায় না। HDR OFF করে এবং Response Time Normal রাখলে, 1st এবং 2nd layer-এ ghosting থাকে স্পষ্টভাবে, আর 3rd layer-এ inverse ghosting বেশ noticeable। আর যখন Response Time Fastest এ সেট করা হয়, তখন ghosting ২০-৩০% বেশি চোখে পড়ে Normal Mode এর তুলনায়। তবে এই অবস্থায় actual response time অনেকাংশে কমে আসে, মানে theoretically better বাট practically ghost trails বেশি। শেষ কথা response tuning করে ghosting পুরোপুরি eliminate করা যায় না, বরং এক Mode-এ ঠিক করলে আরেকটায় সমস্যা বেড়ে যায়।  যেই লাউ সেই কদু এক Mode এ performance, আরেক Mode এ সমস্যা!

এই মনিটর দিয়ে গেম খেলা থেকে শুরু করে content watching আর টুকটাক video edit এর মতো কাজ করা হয়েছে। কিন্তু যদি honest opinion বলি গেমিং বাদে এই মনিটরের দিকেই তেমন একটা মন টানে না। Sharpness, accurate color reproduction, এবং overall visual experience এই দিক থেকে অনেকটাই compromise করতে হয়। তাই যারা professional বা even semi-pro content work করেন, তাদের জন্য এই মনিটর একদমই recommendable না। মূলত এই মনিটরের target audience হচ্ছে একদম budget extreme gamers, যারা high refresh rate নিয়ে competitive gaming করতে চান display quality নয়, শুধু speed-টাই যাদের জন্য মূল ফ্যাক্টর।
Looks good, runs fast, but that’s all you get ! 

শেষ মেশ আর রওইল BLEED Test. Bleed দেখে মোটেও সন্তুষ্ট থাকার মত না দাম বিবেচনায় এই রকমের Bleed moto একসেপ্ট করার মত না। msi এর উচিত তাদের  প্যানেল এর ফিটিং নিয়ে আরও awareness বাড়ানো উচিত 

এইবার এই মনিটরের কিছু ভালো দিকের কথা বলা যাক Build Quality and Outlook literally impressive। এই দামে এমন solid feel আর premium look পাওয়া সত্যিই rare। Stand থেকে শুরু করে finishing touch সবই eye-catching এবং durable feel দেয়। 300Hz Refresh Rate আর Low Response Time এগুলো গেমারদের জন্য একচুয়ালি big advantage, বিশেষ করে fast-paced motion heavy গেমগুলোর ক্ষেত্রে।

খারাপ দিকের কথা বলতেই হয়

  • প্যানেল কোয়ালিটি-তে MSI অনেকটাই cheap out করেছে specs দেখে যা মনে হয়, রিয়েল লাইফে ঠিক ততটা deliver করে না।
  • Text Quality এক কথায় below average। লম্বা সময় পড়াশোনা বা কাজের জন্য ব্যবহার করলে চোখে চাপ পড়ে, especially sharpness lacking এর কারণে।
  • গেমিং মনিটর হিসেবেও lower ghosting accepted ছিল, কিন্তু এখানে ghosting + inverse ghosting দুটোই একসাথে পাওয়া যায় যেটা অনেকে ignore করলেও competitive gaming-এ প্রভাব ফেলে।

সব মিলিয়ে, মনিটরটা speed-focused, but panel quality নিয়ে MSI কিছুটা compromise করেছে, সেটা বলাই যায়।

 

Share This Article

Search