Privacy Policy রোলআউট তিন মাসের জন্য স্থগিত করল WhatsApp

জানুয়ারী মাসের ৪ তারিখে বিশ্বব্যাপি WhatsApp তাঁদের নতুন প্রাইভেসি পলিসি আপডেটের পপ-আপ পাঠাতে শুরু করে। যে প্রাইভেসি পলিসি আপডেটের মেইন তিনটি সেকশানে মধ্যে একটি ছিল তাঁরা থার্ড পার্টি স্পেশালি ফেইসবুকের কাছে ডাটার শেয়ার করবে তার বিস্তারিত নিয়ে। কিন্তু তার চেয়েও বড় বিষয় ছিল এই পলিসির সাথে একমত না হলে ৮ ফেব্রুয়ারির মধ্যে একাউন্ট টার্মিনেট করে দেওয়া বিষয়টা।

এরপরই বিশ্বব্যাপি কনট্রোভার্সি শুরু হয়ে যায় WhatsApp কে নিয়ে। অনেকেই প্রাইভেসি কনসার্ণ থেকে হোক বা অনেকে ফেইসবুক-ইন্সটাগ্রাম-ওয়াটসঅ্যাপের এই মনোপলি পছন্দ না করার কারণ হিসেবে দলে দলে অন্য মেসেজিং অ্যাপগুলোতে মাইগ্রেট হতে থাকে। Signal ও Telegram এর মত প্রাইভেসি ফোকাসড অ্যাপ গুলো অনেক বেশি ইউজার সার্জ দেখতে পায়। এমনকি Signal এর ওটিপি সার্ভার গত কালকে আবার ডাউন হয়ে যায়। Signal এর ডাউনলোড এর পার্সেন্টেজ সপ্তাহ ব্যবধানে 4200% বেড়ে গেছে। যেটার ফল হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহেই ৭.৫মিলিয়ন ডাউনলোড হয় প্লেস্টোর থেকে। বর্তমানে যেটা ৫০+ মিলিয়ন ছড়িয়ে গেছে।

Signal এর আদ্যপান্ত নিয়ে বিস্তারিত- Signal Messaging App: মোস্ট ট্রেন্ডিং এই অ্যাপ নিয়ে যা যা জানা দরকার

কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুজব রটে যায় যে, WhatsApp মেসেজ ও কল মত গুরুত্বপূর্ণ তথ্যও কালেক্ট ও ফেইসবুকের সাথে শেয়ার করছে। এরপর WhatsApp কে ড্যামেজ কন্ট্রোল করতে সোশ্যাল মিডিয়া এমনকি ইন্ডিয়াতে যেখানে তাঁদের ৩৪০ মিনিয়ন ইউজার রয়েছে সেখানে পত্রিকায় নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে, ফেইসবুকের তো নয় এমনকি WhatsAppও এইসবে(নিম্মে বর্ণীত) কোনো ধরনের এক্সেস করে না।

  • প্রাইভেট চ্যাট
  • প্রাইভেট ফোন কল
  • ম্যাসেজ অথবা লগস
  • কন্টাক ইনফোরমেশন
  • শেয়ার্ড লোকেশন
  • গ্রুপ ইনফোরমেশন

 

WhatsApp যে যে ইনফোরমেশন কালেক্ট করে তার বিস্তারিত জানতে চাইলে- নতুন Privacy Policy এর সাথে Agree না করলে বন্ধ হয়ে যাবে WhatsApp একাউন্ট  আর্টিকেলের এর দ্বিতীয় ব্লকটি।

মূলত ফেইসবুকে ও ইন্সটাগ্রামে আরো ইউজার এঙ্গেজড ও একুরেট বিজ্ঞাপনের জন্য শেয়ারকৃত ইনফোরমেশনগুলো ব্যবহার করা হতে পারে।

WhatsApp চাচ্ছে ইউজাররা আগে ভালভাবে সময় নিয়ে বুঝুক তাঁদের এই আপডেটেড পলিসিতে কি রয়েছে। স্পেসিফিক্যালি বললে,  কি কি কালেক্ট ও ফেইসবুকের সাথে শেয়ার করা হবে এবং এক্সক্টলি কি কারণে শেয়ার করা হচ্ছে। তাই WhatsApp তাঁদের লেটেস্ট প্রাইভেসি পলিসি যেটা আগামি মাসের ৮তারিখ থেকে চালু হওয়ার কথা সেটা আরো ৩মাস পিছিয়ে দিয়েছে। অর্থাৎ জুন মাসের মধ্যেই বুঝে শুনে প্রাইভেসি পলিসিতে এগ্রি করতে হবে। অর্থাৎ  WhatsApp আগের অবস্থানেই রয়েছে শুধু নতুন প্রাইভেসি পলিসি চালু করতে কিছুটা সময় দেরি করছে। এবং এই সময়ের মধ্যে তাঁরা তাঁদের প্রাইভেসি পলিসি আবার রিভাইস করতে পারে এমনও কোনো ইঙ্গিত দেয়নি। এই নিয়ে বিস্তারিত জানতে ভিসিট করুন ব্লগে পাবলিশ করা রিসেন্ট ক্লারিফিকেশনটি

ফ্যাক্টঃ- WhatsAppও Signal এর নিজস্ব এন্ড টু এন্ড এনক্রিপশন মেথড ব্যবহার করে এনক্রিপশনের জন্য।

Share This Article

Search