গত ১১ই নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয় “Meet & Greet Dark Shadow & ROG Enthusiast 2019”
অনুষ্ঠানে ASUS ROG স্পন্সরর্ড টিম Dark Shadow এর জার্সি উন্মোচন এবং ASUS ROG এক্সপার্ট ব্যবহারকারীদের সাথে একটি আলোচনা অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ASUS Bangladesh এর ডিরেক্টর জেনারেল ম্যানেজার জনাব জিয়াউর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মাহাবুব গণি, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চ্যানেল সেলসের জেনারেল ম্যানেজার জনাব সমীর কুমার দাস, আসুস কম্পোনেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জনাব শাফায়েত আনোয়ার এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাগন এবং মিডিয়া পার্টনার পিসি বিল্ডার বাংলাদেশ।
অনুষ্ঠানে আসুসের প্রস্তুতকৃত কম্পিউটার যন্ত্রাংশ এবং আসন্ন আসুসের নতুন পন্য নিয়ে একটি ধারণা দেয়া হয়। এছাড়া আসুস বাংলাদেশ এবং ডার্ক শ্যাডো টিম একসাথে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিকে আরো সমৃদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়।
এছাড়া আসুস আরওজি পণ্যের ৩ জন বিষেশ এন্থুসিয়াস্টদের উপহার দেয়া হয় অনুষ্ঠানে। এন্থুসিয়াস্টরা তাদের বক্তব্য প্রদান করেন আসুস আরওজি পণ্য এবং পণ্যের মানের ব্যাপারে।