ডিটিএইচ টেকনোলজি কি?
DTH or Direct To Home হল একধরনের টেলিভিশন সেবা যা স্যাটেলাইট থেকে ডিজিটাল সিগনাল সরাসরি গ্রাহক প্রান্তে অবস্থিত ডিশ এন্টেনাতে প্রেরিত হয় এবং সেট আপ বক্সের মাধ্যমে প্রসেস হয়ে তা গ্রাহকের টিভি পর্দায় প্রর্দশিত হয়।
থিওরিটিক্যাল সংজ্ঞা থেকে এইবার সহজ ভাষায় বললে যা বুঝায় তা হলঃ
সাধারণত আমরা ক্যাবল-অপারেটরদের মাধ্যমে টিভিসেবা নিয়ে থাকি। এইখানে ক্যাবল-অপারেটররা হচ্ছে মিডলম্যান। কেমনে? কারনে তাঁরা ব্রডকাস্ট স্ট্যাশন থেকে প্রেরিত সিগনাল স্যাটেলাইট ট্রান্সপন্ডার থেকে রিসিভ করে তাদের নিজেদের স্টেশনে এবং পরবর্তীতে সেই সিগনাল আম জনতার ঘরে ঘরে ক্যাবলের মাধ্যমে পৌঁছায় দেয়।
DTH Technology তে এই মিডলম্যান বা ক্যাবল-অপারেটরদের প্রয়োজন নেই। ব্রডকাস্ট স্টেশনে থেকে প্রেরিত সিগনাল স্যাটেলাইট হয়ে সরাসরি আপনার বাসার বারান্দায় অবস্থিত ছোট ডিশ এন্টেনায় চলে আসবে।
ডিটিএইচ টেকনোলজি কিভাবে কাজ করে?
প্রোগ্রাম চ্যানেল যেমনঃ HBO,Sony ইত্যাদি চ্যানেল ডিশ এন্টেনার মাধ্যমে তাঁদের লাইভ ব্রডকাস্ট ডিজিটাল সিগলান আকারে স্যাটেলাইটে প্রেরন করে।
DTH প্রোভাইডাররা এইসব চ্যানেল থেকে প্রচার স্বত্ব কিনে নেয়। ফলে তাঁরা নিজেদের স্টেশনে এইসব চ্যানেলের প্রেরিত সিগনাল গ্রহন করতে পারে। তাঁরপর তাঁরা এইগুলোকে এনকোডার ও মাল্টিপ্লেক্সারের মাধ্যমে প্রসেস করে আবার স্যাটেলাইটে প্রেরন করে। স্যাটেলাইট প্রোভাইডার থেকে পাওয়া সিগলান কম্প্রেস করে গ্রাউন্ডে পাঠানো উপযোগী করে এবং ট্রান্সমিট করে। DTH প্রোভাইডারদের সাবস্ক্রাইবাররা ডিশ এন্টেনার ম্যাধমে তা রিসিভ করে টিভিপর্দায় দেখতে পারে।
DTH সেবা নিতে যা প্রয়োজনঃ
১। ডিশ এন্টেনা যেটা প্রায় ৬০-৯০ সেন্টিমিটারের
২। সেটাপ-বক্স।
৩। রিমোট।
উপরের তিনটা জিনিসই DTH প্রোভাইডার থেকে দেওয়া হবে।
ডিটিএইচ টেকনোলজি এর সুবিধাঃ
১। ডাইরেক্ট টু হোম হওয়ায় রিমোট এরিয়ায় ইজিলি সার্ভিস পাওয়া সক্ষম।
২। কোয়ালিটি (ভিডিও ও অডিও) উভয়ে ক্যাবল টিভি থেকে বেটার।
৩।HD সুবিধা পাওয়া যাবে।
৪।ক্যাবেল টিভি থেকে অনেক বেশি চ্যানেল প্রোভাইড করে।
৫। তারবিহিন সেবা হওয়ায় ক্যাবল কাটার বিড়ম্বনায় পড়তে হবে নাহ।
ডিটিএইচ টেকনোলজি এর অসুবিধাঃ
১। ভারি বৃষ্টিপাতে সেবা কিছুটা বিঘ্নিত হতে পারে।
২। ক্যাবল টিভি থেকে এক্সপেন্সিভ।
বাংলাদেশে কিভাবে DTH সার্ভিস নিবেন?
বর্তমানে বেক্সিমকোর অঙ্গপ্রতিষ্টান আকাশ DTH সেবা দিচ্ছে। তাঁরা এই সেবা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ট্রান্সপন্ডার ব্যবহার করে। অর্থাৎ আকাশের আর্থ স্টেশনে থেকে প্রেরিত সিগনাল বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে রিট্রান্সমিটেড হয়ে গ্রাহকের কাছে পৌঁছাবে। এইজন্য তাঁরা বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে পাঁচটি ট্রান্সপন্ডার ভাড়া নিয়েছে।
৬৪৯৯ টাকা ওয়ান টাইম ইন্সটলেশন চার্জ সাথে মান্থলি চার্জ ৩৯৯ টাকা। যেখানে আপনাকে ১০০+ চ্যানেল তাঁর মধ্যে ২০টি HD.
আকাশ DTH এখন যে অফার গুলো দিচ্ছেঃ
১। আপনি যদি আকাশ কানেকশন কিনেন ৬৪৯৯ টাকা দিয়ে তাহলে তাঁরা ফ্রিতে ইন্সটল করে দিবে।তাঁর সাথে প্রথম মাসের জন্য কোন সাবস্ক্রিপশন ফি ফ্রি।
২। ৬ মাসের সাবস্ক্রিপশন ফি একসাথে দিয়ে দিলে ১ মাসের সাবস্ক্রিপশন ফি ফ্রি।
৩। ১২ মাসের সাবস্ক্রিপশন ফি একসাথে দিয়ে দিলে ২ মাসের সাবস্ক্রিপশন ফি ফ্রি।
আকাশ DTH এর এক্সট্রা কিছু ফিচারঃ
১। প্রোগাম গাইড।
২।ফেভারিট চ্যানেল লিস্টলিং।
৩।প্রোগ্রাম রিমাইন্ডার।
৪। প্যারেন্টাল কন্ট্রোল।
যেসব চ্যানেল দেখতে পাবেন আকাশ ডিটিএইচ এ
আকাশ ডিটিএইচে মাসিক সাবস্ক্রিপশনে থাকছে ১০০ এর বেশি চ্যানেল দেখার সুবিধা, যার মধ্যে রয়েছে ১৬ টি ফুল এইচডি বা FHD চ্যানেল। খুব শীঘ্রই আরো অনেক গুলো নতুন চ্যানেল যোগ করার কাজ চলছে বলে জানায় আকাশ ডিটিএইচ। এক নজরে চ্যানেল লিস্টঃ
বিস্তারিত জানতেঃ www.akashdth.com