Search

JavaGPT: chatGPT এর আনঅফিশিয়াল Desktop App যেভাবে Install করবেন

এখনো পর্যন্ত ChatGPT এর কোনো অফিশিয়াল App না থাকলেও javaGPT নামের একটি JAVA based unofficlal App এর মাধ্যমে এখন অবশ্য চাইলে Desktop App হিসেবে ব্যবহার করতে পারবেন ChatGPT।

 

ChatGPT Desktop App:

টেক দুনিয়ায় গত কয়েক মাসের অন্যতম গরম একটি আলোচনার বিষয় হলো ChatGPT নামের একটি AI Based Chatbot । কোটি কোটি মানুষ এর আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল এটি। কোটি মানুষ এর সার্ভিস প্রতিনিয়ত গ্রহণ করছে। এখনো কোনো অফিশিয়াল Desktop App অবশ্য এভেইলেবল হয়নি ChatGPT এর। এজন্য এখনো ব্যবহারকারীদের ব্রাউজার এর উপরই লগিন করতে হয়।

তবে Desktop এ ChatGPT Standalone App হিসেবে ব্যবহার করার সুযোগ অবশ্য এবার তৈরী হয়েছে।বারবার ব্রাউজার থ্রেকে নয়, বরং ডেস্কটপ থেকে এখন এক মুহুর্তেই কোনো ঝামেলা ছাড়াই চালানো যাবে ChatGPT।  GITHUB এ একটি আনঅফিশিয়াল প্রোজেক্ট হয়েছে যার মাধ্যমে এখন আমরা JAVA Based একটি app হিসেবে ChatGPT কে চালাতে পারবো। এই App এর নামকরণ করা হয়েছে javaGPT। খুবই সাধারণ ,সহজ কিছু ধাপ অনুসরণ করে পিসিতে সহজেই এই App ইন্সটল করে নেওয়া যাবে।

How to install ChatGPT App for PC :যেভাবে পিসিতে ChatGPT বা JavaGPT App ইন্সটল করবেন

  • প্রথমেই এই লিংক থেকে javaGPT 1.3.0.zip ফাইলটি নামিয়ে নিন।
  • Extract করুন।
  • আপনার পিসিতে অবশ্যই JAVA ইন্সটল করা থাকতে হবে এটি চালাতে হলে। Java ইন্সটল করা না থাকলে এখান থেকে ডাউনলোড করুন ও জাভা ইন্সটল করুন।
  • এবার Config.properties ফাইলটি Notepad দিয়ে চালু করুন।

  • এখানে চতুর্থ লাইনে apikey= এর পর api key বসান।
  • Api key এর জন্য এই লিংক এ যান। লগিন করুন। লগিনের পর নিচের পেজ থেকে create new secret key তে ক্লিক করুন।

  • একটি নাম দিয়ে সেভ করে কপি করে নিন Api key।
  • এই Key টি উপরের ওই ফাইলটির 4 নাম্বার লাইনে apikey= এর পর বসিয়ে দিন। সেভ করুন।
  • এবার javaGPT.jar ফাইলটি চালু করুন। Winrar এর icon হয়ে থাকলে বা winrar এ চালু হলে open with java এবং always দিয়ে দিন প্রোপারটিস থেকে। Java দিয়ে চালু করলেই চালু হয়ে যাবে javaGPT App।

App টির Interface ও যেমন সাদামাটা, তেমনি ব্যবহার করাও সহজ। Chat save,import এর Option রয়েছে।  মেনুর মধ্যে HTML View,normal view এর মধ্যে সুইচ করার অপশন রয়েছে। এটা স্বয়ংক্রিয় ভাবে চ্যাট টাইটেল জেনারেট করতে পারে, chat revert, delete এর অপশন আছে। এটি ক্রস প্লাটফর্ম সাপোর্ট করে।

Share This Article

Search