Search

VLC MEDIA PLAYER এ সরাসরি Play করুন Google Drive,Facebook LIVE ও Youtube ভিডিও

VLC Media Player যেমন পুরাতন ,যেমন সিম্পল এর UI ,প্লেয়ার হিসেবে যতটা Versatile; ততটাই জনপ্রিয় হয়ে আছে পিসি ইউজারদের মধ্যে। অনেকে অনলাইন এমনকি অনলাইনে স্ট্রিম করার সময় ও যেন পারলে এই VLC কেই ইউজ করেন। প্রকৃতপক্ষে খুব সহজেই Youtube video,live,facebook live এমনকি Google drive video ও VLC Media Player এ সরাসরি প্লে করা যায়,আজকের আলোচনা এগুলো নিয়েই।

How to Play Youtube video and Youtube live directly on VLC

প্রথমেই ইউটিউবের আপলোডেড ভিডিও ও লাইভ ভিডিওর ব্যাপারে আসা যাক।Youtube এর existing video বা Live ,উভয় ক্ষেত্রেই একই মেথড ফলো করে ভিডিওটি VLC তে প্লেব্যাক করতে পারবেন।

  1. প্রথমে ব্রাউজার থেকে ইউটিউব এ যান, যে ভিডিওটি বা লাইভটি VLC তে প্লে করবেন তার লিংক কপি করুন।
  2. VLC চালু করুন। Default UI এ একদম top left corner এর ‘Media’ ড্রপডাউন এ ক্লিক করুন ও সেই মেনুতে Open Network Stream এ ক্লিক করুন।
  3. পরবর্তীতে একটি বড় Popup আসবে।সেখানে ভিডিওর লিংকটি paste করুন ও play তে ক্লিক করুন। ব্যস ভিডিওটি চালু হয়ে যাবে।

*রেজুলুশন চেঞ্জ এর জন্য  Tools>preference এ যান, সেখানে নিচের দিকে all settings সিলেক্ট করুন। বামের লিস্ট থেকে input/codec এ ক্লিক করুন।। ডানে preferred video resolution এর ড্রপডাউন থেকে রেজুলুশন সিলেক্ট করুন।

How to Play Facebook live video directly on VLC

এখনো পর্যন্ত ফেসবুকের সাধারণ ভিডিও ভিএলসি তে ডিফল্ট সেটিংসে প্লে করা সম্ভব হয়নি। হয়তো বেশ কিছু সেটিংস টুইক করে তা করা সম্ভব। তবে ফেসবুক লাইভ ভিডিও ঠিকই সরাসরি VLC তে stream করা সম্ভব। পদ্ধতি নীচে দেওয়া হলো।

  1. ফেসবুকের লাইভ ভিডিওটি ফুল স্ক্রিন করুন ব্রাউজারে।
  2. F12 বা control shift I বা সংশ্লিষ্ট ব্রাউজারের জন্য নির্ধারিত বাটন দিয়ে browser devtools বা inspect উইন্ডোটি চালু করুন।
  3. নেটওয়ার্ক সেকশনে ক্লিক করুন।
  4. Filter url সাবসেকশনের ছোট্ট সার্চবক্সে mpd লিখুন।
  5. এবার যে লিংকগুলো ফিল্টার হবে সেগুলোর মধ্যে একটার উপর রাইট ক্লিক করুন ও কপি করুন।
  6. এবার VLC চালু করে Media>open network stream এ ইউটিউব এর মতোই কপি করা লিংকটি বসিয়ে দিলেই হয়ে গেল ব্যস।। লাইভ প্লে হয়ে যাবে।

How to play google drive Videos on VLC

এটির জন্য একটি বড় ধরনের সেটআপ প্রসেস রয়েছে তবে বলতে গেলে সেটা ওয়ানটাইম। অর্থাৎ একবার সেটআপ করে নিলে পরে সহজেই ড্রাইভ ভিডিও প্লে করতে পারবেন ইউজার।

ধাপসমূহ:

মোটা দাগে ড্রাইভ ভিডিও ভিএলসি তে চালাতে দুটি জিনিস লাগবে, একটি হচ্ছে google drive API Key ,আরেকটি হচ্ছে drive file id.  এ দুটির মধ্যে প্রথমটির জন্যই শুধুমাত্র একবার ,প্রথমবার আমাদের একটু কাঠখড় পোড়াতে হবে।এমনিতে ফাইল আইডি প্রতিবার প্রতিটি ফাইলের জন্য কপি করে নিলেই হবে। যাই হোক, শুরু করা যাক।।

Google cloud console এ যান আপনার গুগল একাউন্টে লগিন করে নিন (যদি লগিন করা না থাকে)

Create project এ ক্লিক করুন, প্রজেক্ট নাম দিন, অর্গানাইজেশন না দিলেও হবে , create এ ক্লিক করুন।

বামদিকে উপরে 3dots এ ক্লিক করুন, APIs and Services অপশনে hover করুন, library তে ক্লিক করুন

 

পরবর্তী পেজে drive সার্চ দিন অথবা সামান্য নীচে স্ক্রল করুন। google drive API পাবেন, সেটিতে ক্লিক করুন।

Enable এ ক্লিক করুন।

এরপর Manage এ ক্লিক করুন। ম্যানেজ অপশন না আসলে আগের মত লাইব্রেরি তে আরেকবার যান, manage অপশন এবার থাকবে drive api এর সাথে।

এই পেজে create credentials এ ক্লিক করুন।

Drive API সিলেক্ট করে দিন ও user data সিলেক্ট করুন।done এ ক্লিক করুন।

লেখা আসবে API KEY GENERATED. এই key টি অবশ্যই কপি করুন। কোনো একটি টেক্সট ফাইলে সেভ করে রাখুন। যদিও credentials লিস্টে এটি পরেও পেয়ে যাবেন ও কপি করতে পারবেন।

আমরা আমাদের api key পেয়ে গিয়েছি। এবার আমাদের শুধু যে ফাইলটি প্লে করা দরকার তার লিংক লাগবে।(non restricted link ) ড্রাইভ লিংকটি রেস্ট্রিক্টেড হলে অবশ্যই (anyone with the link), এ পরিবর্তন করে নিন।

পরবর্তী প্রসেসগুলো সহজে বুঝানোর জন্য এখন 3টি জিনিস মনে রাখা দরকার।

  • প্রথমত যেকোনো গুগল ড্রাইভ এর ফাইল এর গঠন।সেটি নিম্নরূপ-
    https://drive.google.com/file/d/file-id/view?=sharing
  • এবং, আমাদের VLC STREAM লিংক এর গঠন।সেটি এরকম-
    https://www.googleapis.com/drive/v3/files/file-ID?alt=media&key=APIKey
    এখানে এই লিংকে একটু লক্ষ করি, আমাদের দুটি জিনিস লাগবে ,একটি হচ্ছে file id, এটি কিভাবে পাব??? খুব সহজ, যেকোনো drive  লিংক এর drive.google.com/file/d/………./view?usp=sharing ,এর file/d এর পর থেকে view এর আগের …..ডট চিহ্নিত অংশটুকুুই আমাদের ফাইল আইডি।
  • আর লাগবে API Key. stream লিংকের একদম শেষের key=APIkey তো সহজেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে জেনারেট করা API KEY টি যেটি আমরা কপি করে রেখেছিলাম।

অর্থাৎ এখন যেকোনো গুগল ড্রাইভ ভিডিও VLC তে চালানোর জন্য আমাদের এই লিংকটি https://www.googleapis.com/drive/v3/files/file-ID?alt=media&key=APIKey লাগবে ও এখানে শুধু ফাইল আইডি ও API KEY বসিয়ে দিলেই হয়ে যাবে স্ট্রিমিং লিংক, লিংকটি তখন vlc>media>network stream সেকশনে বসিয়ে প্লে তে ক্লিক করলেই প্লে হয়ে যাবে।

সহজ বুদ্ধি হচ্ছে এই লিংকে API KEY বসানোর পর এটি একটি টেক্সট ফাইলে কপি করে রাখুন যাতে বারবার API KEY টি কি বসানো না লাগে ।এক্ষেত্রে প্রতিবার আপনার খালি drive link থেকে file id টিই কেবল প্রয়োজন হবে, আর কিছু না।

একনজরে ধাপসমূহ:Google Drive API Key জেনারেট করুন ,সেটি টেক্সট ফাইলে সেভ করুন।

Unrestricted drive লিংক থেকে file id অর্থাৎ drive.google.com/file/d/………./view?usp=sharing ,এর file/d এর পর থেকে view এর আগের অংশটুকু কপি করুন।এই https://www.googleapis.com/drive/v3/files/file-ID?alt=media&key=APIKey লিংকে file id ও API নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন।বসানোর পর পুরো লিংকটি কপি করুন। VLC এর stream শেকশনে বসিয়ে দিন। ব্যস, video play হয়ে যাবে।

Share This Article

Search