কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করুন সহজেই Step by Step

Covid Vaccine Registration BD

সারাদেশে ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে করোনা বা কোভিড-১৯ এর ভ্যাকসিন টিকাদান কার্যক্রম। বর্তমানে এই পোষ্ট লেখার সময় পর্যন্ত শুধুমাত্র ৪০ এবং এর বেশি বয়সী সাধারণ নাগরীকরা বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। আগে এই বয়স সীমা ৫৫ বছর নির্ধারিত করা হলেও পরবর্তীতে এই বয়সসীমা কমিয়ে ৪০য়ে নিয়ে আনা হয়।
টিকা নিতে হলে প্রথমে আপনাকে একটি সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রিশেন করতে হবে। আর কিভাবে সেটা মোবাইলে এবং পিসি থেকে করবেন তা নিচে থেকে চট করে দেখে নিন।

Covid Vaccine Registration Bangladesh from PC

১) যেকোনো ওয়েব ব্রাউজার চালু করে https://surokkha.gov.bd/ এই সাইটে চলে আসুন।

 

২) মূল ওয়েবপেজ আসলে সেখান থেকে “ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন” লেখার উপর ক্লিক করুন।

৩) ভ্যাকসিন নিবন্ধন ফর্ম এর প্রথম ধাপ আসবে। এখানে পরিচয় যাচাই এর ঘর থেকে নির্বাচন করুন পপ ডাউন মেন্যুতে ক্লিক করুন।

৪) এখানে নাগরিক নিবন্ধন অপশনে ক্লিক করুন। তবে আপনি যদি স্ক্রিণে উল্লেখিত অনান্য পেশার অন্তর্ভূক্ত হয়ে থাকেন তাহলে সেই অপশনটি সিলেক্ট করুন।  যেমন আপনি সাংবাদিক পেশায় থাকলে অপশনগুলো থেকে সম্মুখ সারির গণমাধ্যমকর্মী অপশনটি সিলেক্ট করুন।

৫) অপশন সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা কোড আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখ এবং ক্যাপচা সংখ্যা সঠিক ঘরে সঠিক ভাবে লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

আপনি যদি কোনো শর্ত পূরণ করতে সক্ষম না হন (যেমন বর্তমানে ৪০ বছরের নিচে টিকা দেওয়া হবে না) তাহলে এই বার্তাটি আসবে।

আর আপনি যদি ইতিমধ্যেই টিকা নিয়ে থাকেন কিংবা আগে রেজিস্ট্রি করে থাকেন তাহলে এই বার্তা আসবে।

৬) জাতীয় পরিচয়পত্র নম্বর চেক করা হয়ে গেলে বিস্তারিত ফরম আপনার সামনে চলে আসবে। এবার আপনাকে স্ক্রল ডাউন করে তথ্যগুলো একে একে দিতে হবে।

শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে এবং বাকি অপশনগুলোকে সিলেক্ট করতে হবে (হ্যাঁ অথবা না)

৭) স্ক্রল ডাউন করে বর্তমান ঠিকানা সেকশনে চলে আসুন। এবার আপনার বর্তমান ঠিকানাটি সঠিক ভাবে দিয়ে দিন। এই ঠিকানা অনুসারে আপনার টিকাদান হাসপাতালটি নির্বাচিত হবে।

৮) সকল তথ্য প্রদান করা হয়ে গেলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।

৯) এবার আপনার প্রদত্ত নাম্বারে একটি OTP কোড চলে যাবে। পরের স্ক্রিণে সেই নম্বর দিয়ে ফরম ফিলআপ শেষ করুন।

নিবন্ধন সম্পন্ন হয়েছে এই বার্তাটি আসলে বুঝবেন আপনার কাজ হয়ে গিয়েছে! এবার আপনার মোবাইল নাম্বারে যথা সময়ে টিকা নেওয়া তারিখ জানিয়ে দেওয়া হবে।

Covid Registration BD Mobile

১) যেকোনো ওয়েব ব্রাউজার চালু করে https://surokkha.gov.bd/ এই সাইটে চলে আসুন।

২) মূল ওয়েবপেজ আসলে সেখান থেকে “ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন” লেখার উপর ট্যাপ করুন।

৩) ভ্যাকসিন নিবন্ধন ফর্ম এর প্রথম ধাপ আসবে। এখানে পরিচয় যাচাই এর ঘর থেকে নির্বাচন করুন পপ ডাউন মেন্যুতে ট্যাপ করুন।

৪) এখানে নাগরিক নিবন্ধন অপশনে ক্লিক করুন। তবে আপনি যদি স্ক্রিণে উল্লেখিত অনান্য পেশার অন্তর্ভূক্ত হয়ে থাকেন তাহলে সেই অপশনটি সিলেক্ট করুন।

৫) অপশন সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা কোড আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখ এবং ক্যাপচা সংখ্যা সঠিক ঘরে সঠিক ভাবে লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

৬) জাতীয় পরিচয়পত্র নম্বর চেক করা হয়ে গেলে বিস্তারিত ফরম আপনার সামনে চলে আসবে। এবার আপনাকে স্ক্রল ডাউন করে তথ্যগুলো একে একে দিতে হবে।

৭) স্ক্রল ডাউন করে বর্তমান ঠিকানা সেকশনে চলে আসুন। এবার আপনার বর্তমান ঠিকানাটি সঠিক ভাবে দিয়ে দিন। এই ঠিকানা অনুসারে আপনার টিকাদান হাসপাতলটি নির্বাচিত হবে।

৮) সকল তথ্য প্রদান করা হয়ে গেলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।

৯) এবার আপনার প্রদত্ত নাম্বারে একটি OTP কোড চলে যাবে। পরের স্ক্রিণে সেই নম্বর দিয়ে ফরম ফিলআপ শেষ করুন।

নিবন্ধন সম্পন্ন হয়েছে এই বার্তাটি আসলে বুঝবেন আপনার কাজ হয়ে গিয়েছে! এবার আপনার মোবাইল নাম্বারে যথা সময়ে টিকা নেওয়া তারিখ জানিয়ে দেওয়া হবে।

টিকা কার্ড সংগ্রহ:
এবার রেজিস্ট্রিশেন করা হয়ে গেলে আপনাকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে টিকা নেওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে। কার্ড এবং NID ছাড়া কেন্দ্রে গেলে বিশেষ করে টিকা কার্ড ছাড়া গেলে টিকা গ্রহণ করতে পারবেন না। ওয়েবসাইটের টিকা কার্ড সংগ্রহ লেখার উপর ক্লিক করুন।

এবার আগের মতো জাতীয় পরিচয়পত্র নম্বর, পরিচয় পত্রে উল্লেখিত জন্মতারিখ এবং সঠিক ক্যাপচা কোডটি লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

কার্ডটি চলে আসলে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” অপশনে ক্লিক করুন। তারপর সেটা প্রিন্ট করে ফেলুন।

স্পট রেজিস্ট্রেশন:

এছাড়াও যদি আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো কারণবশত রেজিস্ট্রি করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ টিকাদান হাসপাতালে সরাসরি জাতীয় ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে ওখানে ভলেন্টিয়ারদের সহায়তার রেজিস্ট্রি এবং টিকা নিয়ে আসতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে উপরের শর্তগুলো মানতে হবে।

টিকা গ্রহণ:

এবার এই রকম একটি SMS আপনার রেজিস্ট্রিকৃত নাম্বারে চলে আসবে। এখানে আপনার টিকা গ্রহণের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রথমবার টিকা নেওয়া হয়ে গেলে পরবর্তীতে ২য় ডোজের টিকা গ্রহণের তারিখ এভাবেই SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot