অ্যাডোবি সফটোয়্যার বাংলা টাইপিং ফিক্সঃ
আজকে আমরা কথা বলবো কিভাবে অ্যাাডোবি সফটওয়্যারে ঠিক করে যুক্ত্যাক্ষর ও ভাঙা অক্ষর ঠিক করে বাংলা লিখবেন!
আমরা প্রায়ই অ্যাাডোবি সফটওয়্যার গুলোতে বাংলা লিখতে গিয়ে নানারকম সমস্যায় পড়ে থাকি, আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো তাছাড়া টাইপিং টেকনোলোজি এ এন এস আই ও ইউনিকোড নিয়েও আলোচনা করবো সাথে আমি আছি আহমাদি নেজাদ।
অ্যাাডোবি সম্পর্কে কাউকে নতুন করে কিছুই বলার প্রয়োজন হবে না। নাম বললেই ভেসে উঠে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এর মতো বহুল জনপ্রিয় ও ব্যবহৃত সফটওয়্যার গুলো। তবে সমস্যায় পড়তে হয় যখন আমরা সফটওয়্যার গুলো বাংলা লিখতে যায় তখন ফন্ট গুলো ভেঙ্গে যায়, আমরা আজকে এটার কারণ নিয়ে আলোচনা করবো।
ইউনিকোড ও এ এন এস আই এনকোডিংঃ
উইকিপিডিয়া অনুসারে, ইউনিকোড তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত একটি মান বা আদর্শ যার উদ্দেশ্যে বিশ্বের সিংহভাগ লিখন পদ্ধতি দ্বারা সৃষ্ট পাঠ্যবস্তুকে দ্বি-আংকিক পরিগণক যন্ত্র (ডিজিটাল কম্পিউটার) ও টেলিযোগাযোগ ব্যবস্থায় সঙ্গতিপূর্ণভাবে সংকেতায়ন, উপস্থাপন ও অন্যান্য কাজে ব্যবহার করা। এটি ১৯৯১ সালে আবিষ্কৃত হয়। বর্তমানে প্রায় সব ধরণের টেক্সট ইউনিকোডে ব্যবহৃত হয়ে আসছে, এ এন এস আই এনকোডিং নেই বললেই চলে। আমরা বর্তমানে যেই ইমোজি ব্যবহার করি, সেগুলো ও ইউনিকোড এর অন্তর্ভুক্ত। তাছাড়া অনান্য ভাষাকে একটি এনকোডিং এ এনে নেয়াই এর উদ্দেশ্য।
অন্যদিকে, এ এন এস আই আমেরিকার একটি পুরোনো এনকোডিং যা অনেক আগে যেমন ১৯৫২ সালের দিকে এটি ব্যবহৃত হতো। উইন্ডোজ ৯৮/মি এইসকল অপারেটিং সিস্টেম এ এগুলো সাপোর্ট করতো, কিন্তু কালের বিবর্তনে এর সীমাবদ্ধতার কারণে এটির ব্যবহার অনেক দ্রুত হারে কমে যায়। আশা করি বেসিক একটি ধারণা পেয়েছেন এটি থেকে।
ইউনিকোড ও এ এন এস আই বাংলা ফন্টঃ
যা বলছিলাম, বাংলা আমাদের মাতৃভাষা। এটিকে তো আমরা হারিয়ে যেতে দিতে পারি না, সেই হিসাবে আমাদের বাংলা ফন্ট গুলো কেও ইউনিকোড এর আওতায় আনা হয়, তবুও আমরা জানি ইন্টারনেট সহজলভ্য না হওয়া এবং বিজয় সফটওয়্যার এ এ এন এস আই কে রিকমেন্ডেড করায় মানুষ ইউনিকোড ফন্টের ব্যাপারে বেশী আগ্রহ দেখায় নি। তবে যখন অভ্র কিবোর্ড তৈরি হয়। তখন ইউনিকোড ফন্ট নিয়ে তোলপাড় এবং অনেক আগের ফন্টগুলোকেও ইউনিকোড এর আওয়তায় আনা হয়, তবে দুঃখের বিষয় এখনো মানুষ এই বিজয় এর কারণে ইউনিকোড ব্যবহারে আগ্রহী নন যা সত্যিই খুবই ব্যকডেটেড, ইভেন ওয়েব ব্রাইউজার গুলো ইউনিকোড ভিত্তিক হওয়ায় এ এন এস আই এনকোডিং এর পেইজ গুলো দেখাতে সমস্যা হলেও চালাক বাংগালি ইউনিকোড এ না গিয়ে ব্রাইউজার এ এন এস আই ফন্ট সিলেক্ট করে, ফলে নতুন ওয়েবপেইজ, ইমোজি এসব দেখতে না পেয়ে হতাশায় ভোগে। এডোবি সফটওয়্যার এও অনেক কে দেখি এ এন এস আই ফন্ট ব্যবহার করতে। কিন্তু আমি ইউনিকোড প্রিফার করলেও আমার এই পুরনো বাজে অভ্যাস রয়ে গেছে ডিজাইনে এ এন এস আই এনকোডিং ব্যবহারের। আশা করি এটি থেকে আমিও খুব দ্রুত বেরিয়ে আসব।
এডোবি সফটওয়্যার গুলোতে বাংলা ফন্ট ভেঙ্গে যাওয়ার কারণঃ
কখনো দেখেছেন একটি বিদ্যুত তারের পজিটিভ ও নেগেটিভ পয়েন্ট এক করলে কি হয়? নিশ্চয় আগুন ধরে যায় বা শর্ট হয়ে যায়। একইভাবে ইউনিকোড মোডে এ এন এস আই ফন্ট ব্যবহার করলে কিংবা এ এন এস আই মোডে ইউনিকোডে টাইপ করলে এরকম কিংবা,
বা,
এইরকম বিরক্তিকর ইরোর গুলো আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাই আজ এডোবি সফটওয়্যার এ এই প্রবলেম কিভাবে ফিক্স করা যায় তা বলবো।
এডোবি সফটওয়্যার এ কিভাবে ভাঙা বাংলা ফন্ট ফিক্স করবেনঃ
প্রথমত, সঠিক প্রযুক্তি ব্যবহার করুন। এ এন এস আই এনকোডিং এর সাথে এ এন এস আই ফন্ট ব্যবহার করুন। যেমন ধরুন আমাদের বহুল পরিচিত Sutonny MJ ফন্ট একটি এ এন এস আই ফন্ট, তাই আমরা অভ্র দিয়ে টাইপ করতে গেলে এটিতে সমস্যা হয় কারণ অভ্র প্রধানত ইউনিকোড বেইসড সফটওয়্যার। তবে এতে অপশনাল হিসাবে এ এন এস আই এনকোডিং ও আছে, তাছাড়া এতে বিল্ট ইন ইউনিকোড টু এ এন এস আই বা ইউনিকোড টু বিজয় কনভার্টার আছে। বিজয় হেটারস দের বলবো ভালো ভাবে অভ্র কিবোর্ড এর ব্যাপারে জানুন তারপর নিন্দা করার কোনো পয়েন্টই পাবেন না বিজয়ের সাথে কম্পেয়ার করে!
তা যাই হোক মূল কথায় আস, আমার এই লেখা গুলোও অভ্র তেই লেখা যদিও তবে ইউনিকোডে লেখা।
যদি আপনি এ এন এস আই ফন্ট ব্যবহার করতে চান। তাহলে খুজে দেখার চেষ্টা করবেন সেটার ইউনিকোড ভার্সন আছে কিনা, আমার মতে অবশ্যোই থাকবে লিপিঘর এর মতো ওয়েবসাইট গুলোতেও বাংলা ফন্ট গুলায় ২ ধরণের ফন্ট ই আছে। ধরা যাক আপনি নিরুপায়, এ এন এস আই ফন্ট টাইপ করতে চান ঠিকভাবে, তাহলে অভ্র কিবোর্ড এর সেটিংস থেকে এভাবে এ এন এস আই মোড এনাবল করে নিন।
তাহলে আমাদের সমস্যার সমাধান তো হয়েই গেলো এ এন এস আই প্রিয় দের জন্য, তবে সমস্যা হলো আমরা মডার্ন এই ইউনিকোড মোডে ইউনিকোড ফন্ট ব্যবহার করলে মাইক্রোসফট ওয়ারড এবং অন্যান্য সফটওয়্যার এ ঠিক কাজ করলেও এডোবি এর সফটওয়্যার গুলায় ভেঙে যায়। তা ঠিক করার জন্য আপনাকে এডোবির যেকোনো সফটওয়্যার এর প্রিফারেন্স এ যেতে হবে, তারপর সেখান থেকে টাইপ অপশনে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে, আমি নিচের ছবিগুলোয় এডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর উদাহরণ দিয়ে বুঝাচ্ছি
তারপর,
ইউনিকোডে আমরা যখন ল্যাটিন এবং এশিয়ান লেআউট এডোবি সফটওয়্যার গুলোতে ব্যবহার করি তখন এই সমস্যা হয়, ফটোশপে এইভাবে ওয়ার্ড রেডি লেয়াউট সিলেক্ট করে আবার ইউনিকোড মোডে ইউইকোড ফন্ট টাইপ করার চেষ্টা করুন। আশা করি ঠিক হয়ে যাবে।
আরেকটি উদাহরণ দেখাই ইলাস্ট্রেটর দিয়েঃ
তারপর,
এইখানেও একইভাবে নতুন অপশন পেলেন ইন্ডিক নামে, হয়তো নতুন লাগতে পারে বাট এইটা ফটোশপের সেই ওয়ার্ড রেডি লে আউট এর মতুনই, কারণ এশিয়ান লেআউট শব্দ টা আপনারা সব এডোবি সফটওয়্যার এ কমন পাবেন ,অন্য গুলায় ও একইভাবে ইন্ডিক বা ওয়ার্ড রেডি লে আউট সিলেক্ট ক্রুবেন, তারপর ইউনিকোড মোডে ইউনিকোড ফন্ট টাইপ করলে আশা করি সমস্যাটির সমাধান হয়ে যাবে।
সবশেষে আমার এই পোস্টের উদ্দেশ্য ছিলো কিভাবে সঠিকভাবে বাংলা টাইপ করা যায় সেটা দেখানো, ভাঙা বাংলা ফন্টের সমস্যা সমাধান, ইউনিকোড ও এ এন এস আই এর বেসিক ধারণা দেয়া এবং ইউনিকোড ব্যবহারে উৎসাহ দেয়া। আশা করি আমার পোস্ট টি আপনাদের কাজে আসবে, এরকম পোস্ট দেখতে আমাকে ফলো করে চোখ রাখুন পিসিবিবিডির ওয়েবসাইটে। ধন্যবাদ