আসসালামু আলাইকুম, একটা সময় ছিল যখন Windows setup, Data transfer এর জন্য CD/DVD র কোন বিকল্প ছিল না । তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো প্রায় বিলুপ্তির পথে, এখন Data transfer এর জন্য Flash বা Pendrive এর ব্যবহার সর্বত্র। কোন পিসিতে CD/DVD ড্রাইভ রাখাটাই এখন Backdated মনে করা হয়। CD/DVD ড্রাইভ না থাকায় Pendriver দিয়েই Windows setup করতে হয়, তবে যে ক্ষেত্রে Pendriver টিকে Bootable করে নিতে হয় । Pendrive Bootable করতে অনেকেই সমস্যায় পরে, তাই আজ সহজ ভাবে এই প্রক্রিয়াটি দেখাব।
Pendrive ২ ভাবে Bootable করা যায়, Command Prompt এবং Software দিয়ে।
1. Command Prompt দিয়ে শুরু করা যাক,
Pendrive Plugin করে, start থেকে Command Prompt অপেন করে কিছু comment type করলেই Pendriver টি Bootable হয়ে যাবে
diskpart
list disk
select disk1 ( pendrive টি select করতে হবে)
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS quick
assign
exit
এরপর Pendriver এ windows এর ফাইল গুলো Copy করলেই Pendrive bootable প্রক্রিয়া শেষ।
তবে Software দিয়ে Bootable করা সবচেয়ে সহজ এবং নিরাপদ।
2. এবার Software
প্রথমেই WinToBootic Software টি Open করে Pendrive select করে quick format mark করে Do It , যদি ISO File থাকে তবে file টি select করে Do It এ ক্লিক করতে হবে । আর যদি windows এর Raw file থাকে তাহলে format শেষ হলে ফাইল গুলো কপি করে নিলেই কাজ শেষ।
WinToBootic ছাড়াও বেশ কিছু software রয়েছে যা দিয়ে Pendrive Bootable করা যায়,
WinToFlash
Rufus
YUMI
RMPrepUSB
UNetbootin
Universal USB Installer
এগুলো WinToBootic এর তুলনায় বেশ জটিল এবং শক্তিশালী, Windows XP থেকে শুরু করে সব ধরনের ISO File কে Bootable করাতে পারে।
আজ এ পর্যন্ত আগামিতে আবার কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,
তত দিন পর্যন্ত আল্লাহ হাফেজ।