Search

WWDC 2022: এক নজরে Apple এর সব announcements

গতকাল WWDC 2022 এর Keynote এ Apple এনাউন্স করেছে অনেকগুলো ডিভাইস, নতুন চিপসেট ও IOS এর নতুন সংস্করণ ছাড়াও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক Announcements গুলো এক নজরে।

Announcement of M2 Chip: Apple এর ইতিহাসের সবথেকে শক্তিশালী ও Power efficient SoC

M1 Pro ও M1 Ultra এর পর Apple এবার এনাউন্স করলো তাদের সবথেকে শক্তিশালী SoC M2 Chip. ইন্ডাস্ট্রিতে রেকর্ড ভাঙা পারফর্মেন্স এর সাথে সাথে M2 Chip Power efficiency এর দিক দিয়েও সবার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করছে Apple. এবারের এই M2 SoC এর প্রসেসর ১৮% ও গ্রাফিক্স কার্ড ৩৫% বেশী শক্তিশালী হতে যাচ্ছে বলে জানিয়েছে তারা। এই SoC এর ১৬ কোরের  Neural Engine ও আগের থেকে ৪০% বেশি ফাস্ট। M1 এর তুলনায় এর মেমোরি ব্যান্ডউইডথ ও বৃদ্ধি পেয়েছে ৫০%।

highlights of M1 Chip

  • ২৪ গিগাবাইট পর্যন্ত LPDDR5 র‍্যাম সাপোর্ট।
  • Based on 5nm Technology.
  • 100GBps মেমোরি ব্যান্ডউইডথ।
  • ৮ কোরের প্রসেসর।
  • (up to) ১০ কোরের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
  • 128Bit memory interface
  • up to 6k রেজুলুশন এর এক্সটার্নাল ডিসপ্লে এর সাপোর্ট।
  • প্রতি সেকেন্ডে ১৫.৮ ট্রিলিয়ন (সর্বোচ্চ) অপারেশন করতে সক্ষম।
  • চারটি আল্ট্রাওয়াইড আর্কিটেকচারের  হাই পারফর্মেন্স কোর রয়েছে যার সাথে ১৬ মেগাবাইট এর ক্যাশ মেমোরি রয়েছে। এই চারটি হাই পারফর্মেন্স কোরের পাশাপাশি efficiency cores ও থাকছে আরো চারটি যা wide architecture এ তৈরী; এগুলোর সাথেও রয়েছে চার মেগাবাইট এর ক্যাশ মেমোরি।

 

 

পারফর্মেন্সঃ

বাজারের অন্যান্য ল্যাপটপ প্রসেসরের সাথে পারফর্মেন্স-power এর তুলনা করে কিছু গ্রাফ ও দেখিয়েছে এপল। ১০ কোরের একটি ল্যাপটপ প্রসেসরের তুলনায় অর্ধেক পাওয়ার ব্যবহার করে ২০% এর ও বেশি বেটার পারফর্ম করছে Apple এর  M2 Chip. একই পরিমাণ পাওয়ার (১৫ ওয়াট) খরচ করে ল্যাপটপ প্রসেসরটির থেকে প্রায় ২ গুণ ফাস্ট কাজ করছে এটি। এবং চার ভাগের এক ভাগ পাওয়ার খরচ করে সমান পারফর্ম করতে দেখা যাচ্ছে M2 Chip কে।

M1 থেকেও ১৮% বেটার পারফর্ম করছে এটি।

Macbook Air Featuring M2

Apple নিয়ে এসেছে চারটি কালারের Macbook Air যেটি নতুন M2 চিপ ফিচার করছে। এই ম্যাকবুক এয়ারে এবার থাকছে ১৩.৬ ইঞ্চির লিকুইড রেটিনা ডিস্প্লে যা ১ বিলিয়ন কালার সাপোর্ট করে, ও যার রেজুলুশন 2560-by-1664, PPI 224 ও ৫০০ নিটস ব্রাইটনেস। র‍্যাম থাকবে ৮ জিবি যা ১৬/২৪ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে । ২৫৬,৫১২ গিগাবাইট এসএসডির ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে।

এছাড়াও অন্যান্য ফিচার এর মধ্যে রয়েছে-

  • Up to 18 hours Apple TV app movie playback
  • Up to 15 hours wireless web
  • 52.6-watt‑hour lithium‑polymer battery
  • 30W USB-C Power Adapter
  • Wi-Fi 6
  • HEVC, H.264, and ProRes
  • HDR with Dolby Vision, HDR10, and HLG
  • Two Thunderbolt / USB 4 ports with support for:

    • Charging
    • DisplayPort
    • Thunderbolt 3 (up to 40Gb/s)
    • USB 4 (up to 40Gb/s)
    • USB 3.1 Gen 2 (up to 10Gb/s)

ভ্যারিয়েন্ট ভেদে Macbook Air এর দাম ১২০০ ডলার ও ১৫০০ ডলার।

Macbook Pro Featuring M2

একই সাথে নতুন Macbook Pro ও লঞ্চ করেছে Apple ।এটিও ফিচার করছে নতুন M2 Chip।  দুটি কালার,দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসা এই নতুন ম্যাকবুক এর দাম ১৩০০ ডলার ও ১৫০০ ডলার।

Apple Watch

এছাড়াও Apple Watch এর জন্য নতুন WatchOS 9 লঞ্চ করেছে Apple.

IOS 16,ipadOS 16

iPhone এর Operating System IOS এর নতুন সংস্করণ IOS 16  IPAD এর জন্য iPADOS 16 লঞ্চ হয়েছে কালকেই । লক স্ক্রিনের এক গাদা কাস্টোমাইজেশন এর অপশন এনেছে এবার এপল। clock এর ফন্ট, কালার, ওয়ালপেপার চেঞ্জ করা যাবে, widgets adding, reposition photos এর ও সুযোগ রয়েছে ।মেসেজ এডিট,ডিলিট করার ফিচার ও নতুন যুক্ত হয়েছে। আইফোন ব্যবহার করেই ইউজাররা এখন থেকে contactless payment করতে পারবেন। এছাড়াও রয়েছে অনেক changes and features.

MACOS Ventura

একগাদা নতুন ফিচার নিয়ে এসেছে macOS এর নতুন ভার্সন macOS Ventura. Continuity Camera,stage manager, Desk View, Studio Light সহ অনেক অনেক নতুন ফিচারস,অপশন যুক্ত হয়েছে এই নতুন আপডেটে।

 

Share This Article

Search