Windows Registry তে যেভাবে একসেস ব্লক রাখবেন!

যারা এডভান্স ইউজার রয়েছেন তারা ইতিমধ্যেই জানেন যে, উইন্ডোজে আমরা প্রায় সবকিছুই রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে চেঞ্জ / ডিলিট / এডিট করতে পারবো। কিন্তু এর সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। যেমন আপনার কেউ ক্ষতি করতে চাইলে এই রেজিস্ট্রি এডিটের মাধ্যমে আপনার পিসিকে অকেজো করে দিতে পারে। এছাড়াও বাসায় একই পিসি একাধিক লোক ব্যবহার করলে দেখা গেলো উইন্ডোজ রেজিস্ট্রি নিয়ে উল্টাপাল্টা না বুঝে করে দিলো তখন একে রি-সেটআপ দেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না।
এক্ষেত্রে আপনি উইন্ডোজ রেজিস্ট্রিতে একসেস ডিজেবল করে নিশ্চিত থাকতে পারেন যে আপানার পিসির রেজিস্ট্রি নিয়ে আর কেউ খেলতে পারবে না। তবে মজার ব্যাপার হলো আপনি উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর দিয়েই রেজিস্ট্রিকে ডিজেবল করতে পারবেন! কিভাবে? চলে দেখে নিন:

পদ্ধতি ১: Registry Editor

মজার ব্যাপার হলো আপনি রেজিস্ট্রিতে একসেস ব্লক করে রাখতে পারবেন খোদ রেজিস্ট্রি এডিটর ব্যবহার করেই! তবে এর জন্য শর্ত একটাই সেটা হলো আপনাকে Window 10 এর Pro এডিশন এর ইউজার হতে হবে। অনান্য এডিশনের ইউজারদের জন্য রেজিস্ট্রিতে একসেস নেই। তবে তার আগে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে।

উইন্ডোজের Standard একাউন্টের রেজিস্ট্রি একসেস ডিজেবল করতে চাইলে আপনাকে সেটাকে কিছুক্ষণের জন্য Administrator য়ে পরিবর্তন করতে হবে।

এ জন্য আপনাকে যা যা করতে হবে:

১) Settings > Accounts এ চলে আসুন
২) Family & other users অপশনে ক্লিক করুন
৩) Your Family & other users এর আন্ডারে কাঙ্খিত ইউজার একাউন্টটি সিলেক্ট করুন
৪) তারপর Change Accout Type বাটনে ক্লিক করে Administrator সিলেক্ট করে দিন
৫) OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

এবার যে একাউন্টে রেজিস্ট্রি একসেস ব্লক করে রাখতে চান সেটার উপর সাইন করে নিন। এবার আপনাকে রেজিস্ট্রিতে এডিট করে বন্ধ করে দিতে হবে।

প্রথমে উইন্ডোজ সার্চ বক্সে লিখুন Regedit এবং রেজিস্ট্রি এডিটরটি চালু করুন।

রেজিস্ট্রি এডিটর চালু হলে নিচের পাথে চলে যান:
HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System

এবার ডান দিকের যেকোনো খালি জায়গায় রাইট ক্লিক করে New > DWORD (32-bit) এ ক্লিক করুন।

এবার নতুন ভ্যালুকে রিনেম করে নিন DisableRegistryTools নামে।

তারপর নতুন তৈরি করা কীতে ডাবল ক্লিক করুন। এবং Value Data ঘরে 1 লিখে OK করে বেরিয়ে আসুন।

ব্যাস হয়ে গেল! এবার একাউন্টকে Standard করে পিসি রির্স্টাট দিন। দেখবেন যে রেজিস্ট্রি এডিটরে একসেস ব্লক হয়ে গিয়েছে।

পদ্ধতি ২: Local Gropu Policy এডিটির

যাদের উইন্ডোজ ১০ প্রো নেই কিংবা অনান্য ভার্সন ব্যবহার করে থাকেন তারা লোকাল গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে রেজিস্ট্রি এডিটরে একসেস ব্লক করে রাখতে পারেন।

প্রথমে Windows Key + R চেপে রান ডায়ালগ বক্স চালু করুন।

রানে লিখুন gpedit.msc এবং এন্টার দিন। গ্রুপ পলিসি এডিটর চালু হবে। এখানে এই লোকেশনে চলে চান Configuration > Administrative Templates > System তারপর ‘Prevent access to registry editing tools’ এই অপশনে ডাবল ক্লিক করুন।

এবার এখান থেকে Enable করে বেরিয়ে আসুন। Apply করে OK করুন।

ব্যাস! হয়ে গেলো! এবার কেউ আপনার পিসিতে রেজিস্ট্রি এডিটরে একসেস করতে পারবে না।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot