‘অফিসিয়াল আনঅফিসিয়াল মোবাইল ডিভাইস’এই ইস্যু নিয়ে দেশের প্রায় সবাই গত ২/৩ মাস ধরে চিন্তিত। আর এই ইস্যুটিও বেশ আলোচিত হচ্ছে আমাদের টেক সোসাইটিতে। আর কাল (১ অক্টোবর, ২০২১) থেকে আনঅফিসিয়াল সেট “বন্ধ/অকেজো/অকার্যকর” ইত্যাদি হবার ‘কথা’ রয়েছে। মানে বিটিআরসির নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে আনঅফিসিয়াল মোবাইল ডিভাইসের বিরুদ্ধে ‘একশন’ নেওয়া শুরু হবে। এখন আপনি কিভাবে আপনার আনঅফিসিয়াল মোবাইল ডিভাইসকে বিটিআরসি এর NEIR ওয়েবসাইট থেকে রেজিস্ট্রি করে অফিসিয়াল করে নিতে পারবেন সেটা নিয়েই আজকের এই সংক্ষিপ্ত পোস্ট। তবে এখন আপনি ‘শুধুমাত্র’ বিদেশ থেকে ক্রয়কৃত অথবা বিদেশ থেকে উপহারপ্রাপ্ত মোবাইল সেটগুলোই রেজিস্ট্রি করতে পারবেন।
উল্লেখ্য যে আপনার মোবাইল ফোনে দুটি IMEI নাম্বার রয়েছে (আইফোন ছাড়া) । যেকোনো একটি IMEI নাম্বার রেজিস্ট্রি করলেই চলবে, অন্য IMEI নাম্বার চেক করলে আনঅফিসিয়াল দেখালে চিন্তার কোনো কারণ নেই।
ধাপসমূহ
১। প্রথমে http://neir.btrc.gov.bd/ এই সাইটে চলে যান। অবশ্যই কম্পিউটার ব্রাউজার ব্যবহার করে ঢুকবেন।
এই সাইটে আগে থেকেই যদি রেজিষ্ট্রি করে থাকেন তাহলে আপনার রেজিষ্ট্রিকৃত মোবাইল নাম্বার আর পাসওর্য়াড দিয়ে লগইন করুন। আর রেজিষ্ট্রি করা না থাকলে নিচের ‘নিবন্ধন করুন’ বাটনে ক্লিক করুন।
এখানে আপনার নাম, যে নাম্বারটি আপনার ১ম সীম বা মেইন সীম হিসেবে ব্যবহার করেন সেই নাম্বারটি আর সাইটে প্রবেশের জন্য একটি Password লিখে সাইট রেজিষ্ট্রি করে ফেলুন। তারপর সাইটে লগইন করে প্রবেশ করুন।
লগইন করার পর হ্যান্ডসেটের IMEI নাম্বার চেকের বক্স পাবেন। চাইলে সেটের বৈধ্যতা SMS ছাড়াও এখানে চেক করে নিতে পারেন, তবে SMS এ অবৈধ্য আসলে এখানে ওয়েবসাইটে বৈধ্য আসবে না কারণ SMS এর সিস্টেমটা আগে সম্পন্ন হয়ে থাকে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ একটু পরে হয় তাই ওয়েবসাইটে অবৈধ্য কিন্তু SMS দিয়ে চেক করলে বৈধ্য থাকলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার সেট বৈধ্য হয়েছে।
এখানে নিচের ‘হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন’ অপশনে ক্লিক করুন।
বিশেষ নিবন্ধন পেজ আসলে এখানে প্রথমে আপনাকে আপনার ডিভাইসের যেকোনো একটি IMEI নাম্বার লিখতে হবে। প্রথম IMEI টাই এখানে লিখবেন। সেটের IMEI নাম্বার জানতে চলে সেটের ডায়ালপ্যাড থেকে *#06# ডায়াল করুন।
বি:দ্র: আবেদন করার পূর্বে অবশ্যই আপনার “আনরেজিষ্ট্রি” মোবাইল সেটের ১ম সীম স্লটে এই সাইটে যে মোবাইল নাম্বারটি দিয়ে একাউন্ট তৈরি করেছেন সেটা ঢুকিয়ে সচল রেখে দিবেন।
এখানে ‘বিদেশ থেকে যেভাবে পেয়েছেন’ ঘরে তিনটি অপশন দেখতে পাবেন।
১) ক্রয়কৃত : আপনি যদি বিদেশ থেকে নিজে “স্বশরীলে” কোনো স্মার্টফোন কিনে দেশে চালাতে থাকেন তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনাকে আপনার পাসর্পোট, সেট কিনার রশিদ আর দেশে প্রবেশের ছাড়পত্র এই তিনটি ডকুমেন্ট কম্পিউটারে স্ক্যান করে pdf/jpg/jpeg/png যেকোনো ফরম্যাটে ২ মেগাবাইট সাইজের মধ্যে রেখে এখানে আপলোড করতে হবে। আর ২ এর বেশি ডিভাইস হলে কর এর রশিদও লাগবে।
২) উপহারপ্রাপ্ত: বিদেশে আপনার শ্বশুর আব্বা থাকেন, তিনি যদি বিদেশ থেকে সেট কিনে দেশে আপনাকে উপহার পাঠায় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন!! লোল!
বিদেশ থেকে আপনাকে কেউ সেট কিনে উপহার দিলে এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনাকে যে কিনে দিয়েছে তার পাসপোর্ট স্ক্যান কপি, সেট কেনার রশিদের স্ক্যান কপি আর দুয়ের অধিক সেট হলে কর প্রদানের রশিদের স্ক্যান কপি ২ মেগাবাইট সাইজের ভেতর pdf/jpg/jpeg/png যেকোনো একটি ফরম্যাটে আলাদা আলাদা করে এখানে আপলোড করতে হবে।
৩) এয়ারমেইল: আপনি নিজে দেশে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাইট যেমন অ্যামাজন, ইবেয়, আলিবাবা ইত্যাদি থেকে সেট ক্রয় করে দেশে নিয়ে আসলে তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনাকে আপনার নিজের NID কার্ডের স্ক্যান কপি, সেট ক্রয়ের রশিদের স্ক্যান কপি আর দুয়ের অধিক সেট হলে কর প্রদানের রশিদের স্ক্যান কপি pdf/jpg/jpeg/png যেকোনো একটি ফরম্যাটে আলাদা আলাদা করে এখানে আপলোড করতে হবে।
IMEI নাম্বার আর সকল তথ্যাদি সঠিক ভাবে সিলেক্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে আপলোড করার পর ‘জমা দিন’ অপশনে ক্লিক করুন। Are you sure? পপআপ বক্স আসলে কনফার্ম করে দিন! ব্যাস হয়ে গেল!
আপনার আবেদনটি BTRC কর্তৃপক্ষ যাচাই বাচাই করে আপনার রেজিষ্ট্রিকৃত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
আর ভূলেও দেশ থেকে কেনা আনঅফিসিয়াল স্মার্টফোনকে ৩য় অপশন সিলেক্ট করে এখানে সাবমিট করতে যাবেন না, কারণ এটা করলে ‘‘ভবিষ্যতে” এই স্মার্টফোনগুলি নেটওর্য়াক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে “পারে”!