এএমডি ইতিমধ্যেই তাদের 4000 সিরিজ Laptop APU লঞ্চ করে দিয়েছে। কয়েক মাস যাবত 4000 Series এর ডেস্কটপ লাইনআপ নিয়েও হয়ে আসছে প্রচুর আলোচনা,এই সিরিজের স্পেকস ,রিলিজ ডেট নিয়ে প্রচুর গুঞ্জন গুজব লিকস নিয়ে ভরপুর ছিল টেক দুনিয়া। এবার AMD আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো 4000 Renoir লাইনআপ। চলুন দেখে নেওয়া যাক স্পেকস।
FaQs
কয়টি প্রসেসর?
Ryzen 3 এর দুটি, Ryzen 5 এর দুটি এবং Ryzen 7 এর ২টি করে মোট ৬টি প্রসেসর আসতে যাচ্ছে। যার মধ্যে Ryzen 3,5,7 এর একটি করে Lower TDP এর GE ভার্সন ও থাকবে।
এই লাইনআপে সবথেকে বড় সদস্য হলো Ryzen 7 4700G,GE এবং সবথেকে ছোট বা কম পাওয়ারফুল প্রসেসর হলো Ryzen 3 4300G,GE . GE ভার্সনে বেস ক্লক ও TPD তে প্রধান পার্থক্য দেখা যাবে।
প্রতিটি প্রসেসরেই Radeon Vega গ্রাফিক্স থাকছে।
ছয়টি প্রসেসরের মধ্যে সর্বোচ্চ ৮টি কোর/১৬টি থ্রেডের প্রসেসর দেখা যাবে এবং এই লাইনআপে সর্বনিম্ন ৪টি কোর/৮টি থ্রেডের প্রসেসর দেখা যাবে। এবং Ryzen 3,5,7 এ আরেকটি পার্থক্য থাকবে সেটি হচ্ছে Graphics Core এর সংখ্যা এবং ক্লক স্পিড।
এবং একই ভাবে Pro Varient হিসেবেও আরো ৬টি প্রসেসর আসতে যাচ্ছে কমার্শিয়াল মার্কেটের জন্য।
কিন্ত…………
প্রাথমিকভাবে যা জানা গেছে, প্রসেসরগুলো OEM হিসেবে রিলিজ পাবে অর্থাৎ DELL,HP এর প্রি বিল্ট রেডি পিসিগুলোর মত পিসিতে প্রসেসরগুলো পাওয়া যাবে । তারমানে প্রাথমিক অবস্থায় আমাদের এই প্রসেসরগুলো ব্যবহার করতে সম্পুর্ণ ব্রান্ড পিসি ই কেনা লাগবে, Retail কেনার সুযোগ পাওয়া যাবে না ও কাস্টম পিসি বিল্ড করা যাবে না।
অন্তত প্রথম ধাপে এএমডি বাজারে বক্স আকারে এই প্রসেসরগুলো ছাড়বে না সেটি বোঝা যাচ্ছে। এএমডি নিশ্চিত করেছে যে 450,550 মাদারবোর্ডে চলবে এই প্রসেসরগুলো। সুতরাং আমরা বলতে পারি যে দেরিতে হলেও বা পরবর্তী ধাপে এএমডি মার্কেটে ছাড়বে প্রসেসরগুলো বক্স আকারে।
আর্কিটেকচারঃ
প্রসেসরগুলো মোটামুটি কয়েক মাস আগে রিলিজ পাওয়া 4000 মোবাইল সিরিজের প্রসেসরের মতই। 7NM Zen 2 এর উপর তৈরি প্রসেসরগুলোর ল্যাপটপ ভার্সন থেকে বেশ কিছু জায়গায় ফ্রিকোয়েন্সি ও পাওয়ার লিমিট বাড়িয়ে ডেস্কটপের উপযোগী করে আরো পাওয়ারফুল করে রিলিজ করা হয়েছে। এবং সকেট ও আগের মত AM4 ই রাখা হয়েছে। উপরে আগেই বলা হয়েছে যে সর্বোচ্চ ৮টি কোর এর প্রসেসর দেখা যাবে এই লাইনআপে । এবং গ্রাফিক্স কোর থাকবে সর্বোচ্চ ৮টি।
স্পেসিফিকেশনসঃ
Ryzen 3 4300G/GE:
এই সিরিজের সবথেকে কনিষ্ঠ সদস্য হচ্ছে Ryzen 3 4300G এবং GE ।
4300G:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
4/8 | 3.8/4.0Ghz | 6 | 1700Mhz | 6 MB | 65W |
4300GE:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
4/8 | 3.5/4.0Ghz | 6 | 1700Mhz | 6 MB | 35W |
Ryzen 5 4600G/GE:
লাইনআপের মাঝারী মানের প্রসেসর হচ্ছে এই দুইটিঃ এখানে পরিবর্তন রয়েছে কোর থ্রেডের সংখ্যা ও ক্লক স্পিডে, গ্রাফিক্স কোর এর সংখ্যা ও বেশি ও গ্রাফিক্স ক্লক ও ২০০ মেগাহার্জ বেশি। টিডিপি সমান থাকলেও বাড়ানো হয়েছে ক্যাশ মেমোরি।
4600G:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
6/12 | 3.7/4.2Ghz | 7 | 1900Mhz | 11 MB | 65W |
4600GE:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
6/12 | 3.3/4.2Ghz | 7 | 1900Mhz | 11 MB | 35W |
Ryzen 7 4700G/GE:
লাইনআপের সবথেকে হাই এন্ড প্রসেসর হচ্ছে Ryzen 7 4700G,GE । ক্যাশ মেমোরি থেকে শুরু করে ক্লক স্পিড, গ্রাফিক্স কোর ,গ্রাফিক্স ক্লক সবকিছুই অন্য প্রসেসরগুলোর থেকে বেশি ।
4700G:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
8/16 | 3.6/4.4Ghz | 8 | 2100Mhz | 12 MB |
65W |
4700GE:
Cores/Threads | Core Clock/Boost Clock | Graphics Cores | Graphics Clock | Cache | TDP |
8/16 | 3.1/4.3Ghz | 8 | 2000Mhz | 12 MB | 35W |
এক নজরে সবগুলো প্রসেসরের স্পেকসঃ
দাম?
যেহেতু প্রথম ধাপে রিটেইল মার্কেটে কেনার সুযোগ থাকছে না তাই দাম ও রিভিল করেনি এএমডি।।
লঞ্চ হয়ে গেলো Oneplus Nord, দেখে নিন দাম,স্পেকস, রিলিজ ডেটঃ
MIUI 12 এর ফিচার জানতে দেখে নিন এই আর্টিকেলটিঃ
আপনার ডিভাইসে কবে আসবে MIUI 12 আপডেট, দেখে নিনঃ
MIUI 12 কবে কোন ডিভাইসে পাওয়া যাবে আপডেট
মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ
হাই স্পিডের র্যাম লাগাবেন কি না কনফিউশনে আছেন? পড়ে নিতে পারেন এই লেখাটিঃ