কম খরচে Wi-Fi Calling (VoIP) [নেট দিয়ে সিমে কল]

আসসালামুআলাইকুম! আজ একটি পুরোনো কিন্তু ইন্টারেস্টিং ইস্যু নিয়ে কথা বলবো।
VoIP, VoLTE, VoWiFi আপনি যেভাবেই এই টার্মকে চিনে থাকেন যদি সহজ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে ইন্টারনেট দিয়ে মোবাইল ফোনে (সিমে) কল করাকে বুঝায়। ইন্টারনেট ব্যবহার করে আমরা Messenger, Whatsapp, IMO ইত্যাদি অ্যাপের মাধ্যমে মেসেজ, কল আদান প্রদান করতে পারি। কিন্তু সেটার জন্য কল প্রেরক এবং কল গ্রহীতা দুজনেরই মোবাইলে ইন্টারনেট সংযোগ এবং অ্যাপ ইন্সটল করা থাকতে হবে।  কিন্তু Wi-Fi কলিং ফিচারের মাধ্যমে আপনি ইন্টারনেট দিয়ে সরাসরি মোবাইল সিম নাম্বারে কল দিতে পারবেন। আজ সে বিষয় নিয়েই কথা বলবো।

 

বি.দ্র.: এটা কোনো স্পন্সরকৃত পোষ্ট নয়। আমি নিজে অ্যাপটি ব্যবহার করেছি এবং আপনাদের সাথে বিষয়টি জানানোর জন্যই আজকের এই পোষ্ট। অরবিট / রেস অনলাইন থেকে আমাকে এই পোষ্ট লেখতে বলা হয় নি।

IP Calling এর ক্ষেত্রে আমাদের দেশের মেজর ব্রডব্যান্ড কোম্পানির নিজস্ব অ্যাপ রয়েছে। যেটির মাধ্যমে তারা তাদের গ্রাহকদের ফ্রিতে এই কলিং ফিচারটি দিয়ে থাকে। আমি ব্যক্তিগত ভাবে Orbit ইন্টারনেট ব্যবহার করি, এবং তাদেরও এরকম আইপি কলিং অ্যাপ রয়েছে। সেটা নিয়ে আজকের এই পোষ্ট।

BTCL এর আলাপ অ্যাপও রয়েছে কিন্তু সেখানে আজ চেক করতে গিয়ে কোনো প্যাকেজ এর হাদিস আমি পাই নি।

জিনিসটা আসলে কী?

একদম পানির মত সহজ করে যদি বলি, আপনি একটি অ্যাপ দিয়ে ইন্টারনেট এর সাহায্যে মোবাইল সিম নম্বরে কল দিয়ে কথা বলতে পারবেন। প্রাকটিক্যাল ভাবে যদি বলি, ধরুন আপনি ঢাকায় থাকেন, আপনার মা-বাবা গ্রামে থাকেন। আপনার বাবার স্মার্টফোন নেই তিনি স্মার্টফোন চালাতে পছন্দ করেন না তাই বাটন ফোন / ফিচার ফোন ব্যবহার করেন। তো বাবাকে আপনি ইন্টারনেট এর মেসেঞ্জার সার্ভিস Whatsapp, FB Messenger, IMO ইত্যাদি দিয়ে কানেক্ট করতে পারছেন না। কিন্তু IP Calling ফিচার দিয়ে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আপনার বাবার বাটন ফোনে কল দিয়ে কথা বলতে পারবেন।

যা যা লাগবে

১। IP Calling App
২। আপনার স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ। সেটা WiFi কিংবা সিমের ইন্টারনেট যেকোনো একটা হলেই চলবে।

ধাপসমূহ

আজ আমি Race Online এর Orbit Internet এর IP Calling অ্যাপ Orbitalk নিয়ে কথা বলবো। এটা ব্যবহার করে অরবিট ব্যবহারকারীরা তাদের নেট প্যাকেজের উপর ভিত্তি করে প্রতি মাসে ফ্রি মিনিট পাবেন, অরবিট ব্যবহার না করেন তারাও সুলভ মূল্যে মিনিট কিনেও কথা বলতে পারবেন। এটা নিয়ে পরিশিষ্টে বিস্তারিত বলছি।

প্রথমে প্লেস্টোর থেকে OrbiTalk অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর অ্যাপটি চালু করুন।

এই অ্যাপটি আপনার মোবাইলের GPS দিয়ে কাজ করে তাই আপনার মোবাইলের GPS বন্ধ করা থাকলে সেটা অন করার জন্য প্রমোট চাইবে। আপনার ডিভাইসের জিপিএস অন করে নিন।

তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন। [অরবিট গ্রাহকরা আপনার যে নাম্বার দিয়ে প্যাকেজ খোলা সেই নাম্বার দিবেন]

 

একাউন্ট তৈরি করা হয়ে গেলে প্রোফাইল থেকে আপনার NID দিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।

NID দিয়ে ভেরিফাই করার পরেই আপনি এখান থেকে সিমে কল করতে পারবেন। ভেরিফিকেশন হয়ে গেলে একাউট ভেরিফাইড লেখাটি উঠবে।

এখানে লক্ষ্য করুন IPTSP Number ঘরে একটি বড় নাম্বার দেওয়া রয়েছে। সেটাই হবে আপনার কলিং নাম্বার। মানে আপনি এই অ্যাপ দিয়ে সিমে কল করার সময় সেখানে এই নাম্বারটি উঠবে।

এবার ডায়াল করার জন্য ডায়াল প্যাডে চলে আসুন এবং নাম্বার উঠিয়ে কল করা শুরু করুন।

 

এছাড়াও আপনি আপনার ফোনবুক থেকেও সরাসরি সেভ করা নাম্বারে ডায়াল করতে পারবেন।

 

রেটস

বর্তমানে এই পোষ্টটি লেখার টাইম পর্যন্ত তাদের কাছে দুটি প্যাকেজ রয়েছে। ২০ টাকায় ৫৫ মিনিট [৩০ দিন] এবং ৫০ টাকায় ১৫০ মিনিট [৩০ দিন] । আমি অরবিট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি; উনারা শীঘ্রই আরো কয়েকটি প্যাকেজ নিয়ে আসবেন বলে জানিয়েছেন।

অরবিট ISP ব্যবহারকারীদের জন্য ফ্রি মিনিট

এবার আসি অরবিট ব্রডব্যান্ড নেট ব্যবহারকারীদের ফ্রি মিনিটস নিয়ে। আপনার নেটের প্যাকেজের উপর অরবিট কর্তৃপক্ষ প্রতিমাসে Orbitalk এর ফ্রি মিনিটস দিয়ে থাকে।

15Mbps ব্যবহাকারীরা ১৫০ মিনিট থেকে শুরু করে 200Mbps ব্যবহারকারীরা মাসে ১৩০০ মিনিট পর্যন্ত ফ্রি Orbitalk টকটাইম পেয়ে যাবেন। প্রতি মাসে বিল পেমেন্টের সাথে সাথে আপনার Orbitalk এর মিনিটস একাউন্টে পৌছে যাবে। প্রথম বার প্রোফাইল তৈরির সময় অরবিট ব্যবহারীরা তাদের ফেসবুক পেজে একটি মেসেজ দিয়ে সেটআপ করে নিয়েন। তাছাড়া মাসিক ফ্রি মিনিটস পেতে ঝামেলা হলেও তাদের ফেসবুকে নক দিয়েন। তাদের সার্ভিস রেসপন্স বেশ ভালো দেখলাম। আমি নিজেও প্রায় ৭ বছর ধরে অরবিট ব্যবহার করে আসছি।

রিচার্জ করার জন‌্য বিকাশ, নগদ, র‌কেট সহ কার্ডের মাধ‌্যমেও কর‌তে পার‌বেন।

পরিশিষ্ট

নেট দিয়ে সিম নম্বরে কল করার ফিচারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, বিশেষ করে প্রতি মাসে আমি অরবিট গ্রাহক হওয়াতে ৪০০ মিনিট ফ্রিতেই পাচ্ছি তাই ব্যাপারটি আমার কাছে আরো ভালো লাগছে। তাই ভাবলাম বিষয়টি নিয়ে একটি পোষ্ট লিখে আপনাদের সাথে শেয়ার করি।
এখানে লিমিটেশন বলতে আপনার নেট সংযোগটাই মূল ভূমিকা রাখে। ঘরে থাকলে WiFi দিয়ে এবং বাহিরে থাকলে এই OrbiTalk অ্যাপটি আপনি সিম ডাটা দিয়েও চালাতে পারবেন। আশা করবো আজকের পোষ্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সামনে দিয়ে অন্য কোনো টপিক নিয়ে আমি ফাহাদ চলে আসবো আপনারদেরই ভালোবাসার পিসিবি ওয়েবসাইটে। বিশেষ করে অটোমেটিক রুটিনের পরবর্তী পর্বগুলো নিয়ে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot