Search

তিনশত অ্যাপে পারফরমেন্স কমিয়ে দিয়েছে OnePlus

সাধারণত দেখা যায়, স্মার্টফোন কোম্পানিগুলো তাঁদের ফোনের পারফরমেন্স বাড়ানোর জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যায়। কখনো কখনো তাঁরা হার্ডওয়্যার সফটওয়্যার বেশ ভাল অপটিমাইজেশন করে কাঙ্ক্ষিত পারফরমেন্স অর্জন করতে পারে। আবার অনেক সময় আমরা দেখছি সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর জায়িলাতির মাধ্যমেও ইউজারের চোখে ধুলো দিয়ে থাকে। কিন্তু এইবার OnePlus 9 series এর মাধ্যমে যা করল তা হচ্ছে একবারেই ভিন্ন এবং উলটো। শক্তিশালি চিপসেটের কারণে যেখানে পিক পারফরমেন্স পাওয়ার কথা সেইখানে তাঁরা বহুল ব্যবহৃত ৩০০’শ অ্যাপে পারফরমেন্স কমিয়ে দিয়েছে। কিভাবে পারফরমেন্স কমিয়ে দিয়েছে, কেনই বা এমন করল, এই ব্যাপারে OnePlus এর অফিশিয়াল রেসপন্সসহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের আর্টিকেলে-

OnePlus 9 series লঞ্চ হয়েছে আরো কয়েকমাস আগে। রিলিজের পর পর জনপ্রিয় সব টেক রিভিউয়ারদের কাছ থেকে এমন কিছু শোনা যায়নি। যদিও দেশে বিদেশে অনেকেই OxygenOS এর কিছু বাগ নিয়ে কথা বলেছিল। ঘটনার সূত্রপাত হয়, Anandtech এর রিভিউয়ার Andrei Frumusanu এর মাধ্যমে। তার হাতে থাকা OnePlus 9 Pro নিয়ে যখন তিনি ট্র্যাডিশন বেঞ্চমার্ক থেকে ভিন্ন ধরনের কিছু বেঞ্চমার্ক রান করে বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেন। এ নিয়ে তিনি বেশ ডিটেইলড একটি আর্টিকেল লিখেন। ঐ আর্টিকেলের পড়তে পারবেন এইখান থেকে।

পারফরমেন্স কিভাবে কমিয়ে দিয়েছে? 

পারফরমেন্স কিভাবে কমিয়ে দিচ্ছে তা বুঝার জন্য OnePlus 9 Pro’তে দেওয়া কুয়ালচম্ম এর লেটেস্ট এন্ড গ্রেটেস্ট চিপসেট Snapdrgon 888 কোর এবং তাঁদের ক্লকস্পিড নিয়ে কিছুটা আইডিয়া থাকা দরকার।  Snapdrgon 888 মূলত 1+3+4 কোর আর্কিটেকচারে গঠিত যেখানে Cortex X-1 এর একটি প্রাইম কোর যা সর্বোচ্চ 2.84 GHz ক্লকস্পিডে , Cortex A-78 এর তিনটি পারফরমেন্স কোর যা সর্বোচ্চ 2.42 GHz ক্লকস্পিডে , Cortex A-55 চারটি ইশিশিয়েন্সি কোর সর্বোচ্চ 1.8 GHz ক্লকস্পিডে চলতে পারে। লেটেস্ট এই চিপসেটেই প্রথম সম্পূর্ণ নতুন প্রাইম কোর দেওয়া হয়েছে। তার আগে সবসময় পারফরমেন্স কোর এবং প্রাইম কোর একই দিয়ে শুধু ক্লকস্পিড বাড়িয়ে দেওয়া হত। কিন্তু Cortex X-1 সম্পূর্ণ নতুন কোর আর্কিটেকচার যা সিঙ্গেল কোর নির্ভর টাস্কগুলো যাতে আরো ইফিশিয়েন্সির সাথে পারফর্ম করা যায়।

OnePlus 9 Pro’তে Chrome ব্রাউজারে Speedometer 2.0 রান করে অদ্ভুত কম রেসাল্ট পান যা কোনো ভাবেই Snapdragon 888 এর সাথে ম্যাচ করে না। কিন্তু মেইন্সট্রিম না এমন একটি ব্রাউজার(Vivaldi) দিয়ে সেইম টেস্ট রান করে দেখা গেছে যথাযত স্কোর আসতেছে। একটু গভীরে গিয়ে কার্নেল কোড ইনস্পেকশন করে Andrei দেখতে পায়, ক্রোমের জন্য একধরনের লক দেওয়া হয়েছে যা Vivaldi ব্রাউজারের জন্য দেওয়া হয়নি। CPU frequency scaling tracking test রান করে দেখা গিয়েছে Chrome কে 2Ghz এর আশে পাশে ক্লকস্পিডে চলতে দেওয়া হচ্ছে কিন্তু Vivaldi ব্রাউজার সহজেই হায়েস্ট 2.8 GHz পর্যন্ত যেতে পারছে। মাল্টিপল টেস্ট রান করার পর Chrome 2Ghz নিচে নামে যায়। এ থেকে বুঝা যায় যে, Chrome কে কোনোভাবেই Cortex X-1 ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে না বা হলেও তাঁর ফুল ক্যাপাসিটিতে রিচ করতে দেওয়া হচ্ছে না। কিন্ত Vivaldi ব্রাউজারের ক্ষেত্রে যা করা হয় নি। Chrome কে সবসময় Cortex A-78’তে সীমাবদ্ধ ক্ষেত্রবিশেষে Cortex A-55’তেও নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে OnePlus পারফরমেন্স স্পুফিং এর আশ্রয় নিয়ছে।

credit: anandtech

শুধু Chrome নয়, বহুল ব্যবহৃত এমন অনেক অ্যাপের ক্ষেত্রে এমনটা করা হয়েছে। রিভিউয়ারের অনেকগুলো অ্যাপ টেস্ট করে দেখেছে যার অনেকগুলো কমবেশি এইভাবে পারফরমেন্স কমিয়ে দেওয়া হয়েছে। নিচের লিস্ট চোখ দিলেই দেখতে পারবেন জনপ্রিয় অনেক অ্যাপের পাশাপাশি OnePlus এর নিজস্ব অ্যাপও রয়েছে।

  • com.android.settings
  • net.oneplus.launcher
  • net.oneplus.forums
  • net.oneplus.weather
  • com.oneplus.backuprestore
  • com.oneplus.filemanager
  • com.oneplus.note
  • com.oneplus.gallery
  • com.oneplus.camera
  • com.reddit.frontpage
  • com.twitter.android
  • com.amazon.mShop.android.shopping
  • com.android.vending
  • com.dropbox.android
  • org.mozilla.firefox
  • com.google.android.dialer
  • com.google.android.gm
  • com.google.android.documentsui
  • com.google.android.apps.docs.editors.docs
  • com.google.android.apps.photos
  • com.google.android.apps.meetings
  • com.google.android.apps.messaging
  • com.linkedin.android
  • com.discord
  • com.netflix.mediaclient
  • com.king.candycrushsaga
  • com.adobe.lrmobile
  • com.adobe.reader
  • tv.twitch.android.app
  • com.microsoft.emmx
  • com.brave.browser
  • com.nianticlabs.pokemongo
  • com.microsoft.teams
  • com.adobe.scan.android
  • org.videolan.vlc
  • com.strava
  • com.amazon.avod.thirdpartyclient
  • com.airbnb.android
  • com.ubercab
  • com.ubercab.eats
  • com.microsoft.office.outlook
  • com.microsoft.office.excel
  • com.microsoft.office.powerpoint
  • com.microsoft.office.officehubrow
  • com.microsoft.office.word

যদিও তার  টেস্টে কোনো তেমন কোনো গেমিং কিংবা বেঞ্চমার্কিং অ্যাপ্লিকেশন দেখা যায়নি যাদেরকে OnePlus পারফরমেন্স স্পুফিং করছে। বলা রাখা ভাল উপরের দেওয়া লিস্টে ৩০০টি অ্যাপের মধ্য মাত্র ৪৫টি অ্যাপ আছে রয়েছে।

OnePlus এর রেসপন্স

AnandTech এর আর্টিকেলটি পাবলিশ হওয়ার পর OnePlus এর তরফ থেকে একটা স্টেইটমেন্ট দেওয়া হয়েছে। যা হবহু নিচে দেওয়া হল।

Our top priority is always delivering a great user experience with our products, based in part on acting quickly on important user feedback. Following the launch of the OnePlus 9 and 9 Pro in March, some users told us about some areas where we could improve the devices’ battery life and heat management. As a result of this feedback, our R&D team has been working over the past few months to optimize the devices’ performance when using 300 of the most popular apps, including Chrome, by matching the app’s processor requirements with the most appropriate power. This has helped to provide a smooth experience while reducing power consumption. While this may impact the devices’ performance in some benchmarking apps, our focus as always is to do what we can to improve the performance of the device for our users.

স্টেইটমেন্টটি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ইউজারদের চাহিদা মোতাবেক OnePlus ব্যাটারি পারফরমেন্স বাড়ানোর এবং ফোনের হিট ম্যানেজমেন্ট ইফিশিয়েন্টলি করার জন্যই মূলত এমন করেছে। যদিও তা ইউজারদেরকে জানানো হয়নি যেহেতু এটি ফোন লঞ্চ পরবর্তী আপডেটের মাধ্যমে করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, Andrei Frumusanu Samsung S21 Ultra যেটি কিনা একই চিপসেট ও একই 120Hz ডিসপ্লের ফোন OnePlus 9 Pro থেকে বেশি ব্যাটারি ব্যাকাপ দিয়েছে যেখানে OnePlus এর মত পারফরমেন্স স্পুফিং করা হয়নি।

এইখানে একটি বিষয় লক্ষ্যণীয় হচ্ছে, ইউজাররা সহজেই পারফরমেন্স গ্যাপ ধরতে পারবে না যখন তাঁরা দৈনদিন টাস্কগুলো করার সময়। যদি পাশাপাশি অন্য একটি ফোনের সাথে তুলনা করা হয় তবে এটি চোখে পড়তে পারে যেমনটি হয়েছে Andrei Frumusanu ক্ষেত্রে। সর্বশেষ খবর হচ্ছে, Geekbench ইতিমধ্যে তাঁদের লিস্ট থেকে OnePlus 9  & OnePlus 9 Pro কে সরিয়ে দিয়েছে এবং OnePlus অন্যান্য ফোনের ক্ষেত্রেও এমন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে তাঁরা। BBK Electronics এর অন্য একটি কোম্পানিও একইভাবে কিছুদিন আগে Antutu থেকে ব্যানড হয়েছি স্কোর জালিয়াতির অভিযোগে। বিস্তারিতঃ বেঞ্চমার্ক জালিয়াতিঃ ব্যান খেল realme GT

Share This Article

Search