মূলত গত বছর থেকে কানাঘুষা শুরু হয় OnePlus কে নিয়ে। যার অন্যতম কারণ হচ্ছে তার অন্য একটি সিস্টার কোম্পানি OPPO এর সাথে প্রোডাক্ট লাইনআপের সিমিলারটি এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে। এই ব্যাপারে উভয় কোম্পানি সবসময় ঐসব আলোচনা-সমালোচনাকে খুব বেশি রেন্সপন্স করত না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই বছরের শুরুর দিকে OnePlus এনাউন্স করে তাঁদের সম্পূর্ণ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং OPPO এর সাথে মার্জ করে ফেলা হচ্ছে। এই থেকে শুরু হয় তাঁদের মার্জিং প্রসেস। তারপর সবার সামনে আসে OPPO/OnePlus এর অপারেটিং সিস্টেম Oxygen OS এবং ColorOS এর একই কোডবেসে মার্জ হয়ে যাওয়া। তারপর কয়েকদিন আগে OnePlus & OPPO এর চিফ প্রোডাক্ট অফিসার একটি ব্লগে OnePlus ভবিষ্যৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে বিস্তারিত জানিয়েছে। তো সেই ব্লগের খুঁটিনাটি নিয়েই আজকের আর্টিকেল-
OnePlus 2.0
সব কিছু মিলে OnePlus এর এই নতুন যাত্রাকে Pete Lau, (CEO OnePlus) নাম দিয়েছে “OnePlus 2.0”। যদিও OPPO এর সাথে অনেক রিসোর্স মার্জ করে ফেলা হয়েছে তবু OnePlus ভবিষ্যতেও “Never Settle” এপ্রোচ বজায় রাখবে বলে জানিয়েছে তাদের ডিজাইন এবং বাদ বাকি সেগমেন্টে। আগের মতই হাই-কোয়ালিটি এবং বিভিন্ন প্রাইস ক্যাটাগরিতে প্রোডাক্ট অফার করে যাবে। বর্তমানে ডিজাইন, রিসার্চ ও সফটওয়্যার টিম OPPO এর সাথে এক হয়ে গেলেও ভবিষ্যৎতে ব্র্যান্ডিং ও মার্কেটিং এর মত বিষয়গুলো এখনও OnePlus আলাদাভাবে নিজস্ব টিম নিয়ে করতে পারবে। সেটা অবশ্য করতেই হবে কারণ OnePlus এবং OPPO ভিন্ন ভিন্ন কনজিউমারদের জন্য ফোন তৈরি করে থাকে সেইক্ষেত্রে তাদের মার্কেটিং কৌশলও ভিন্ন।
Unified Global OS:
OnePlus যখন তাদের এই বছর OnePlus 9 সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজ এনাউন্স করেছিল তখন তাঁরা বলেছিল, চাইনিজ রিজিওনের ফোনগুলোতে Oxygen OS এর বদলে থাকবে Color OS। তার আরও পরে আমরা Oxygen OS এবং ColorOS এর একই কোডবেস মার্জিং এর কথা জানতে পারি। তখন আমরা জানতে পারি ইন্টারনালি একই কোড বেসে থাকলেও স্ব স্ব কোম্পানি তাদের টাইম লাইন অনুযায়ী আপডেট রোল করে যাবে। এমনকি কয়েকদিন আগেও Color OS 12 এনাউন্স করে OPPO। আবার OnePlus এর OxygenOS 12ও কয়েক সপ্তাহের মধ্যে অফিশিয়ালি এনাউন্স হওয়ার করা রয়েছে।
কিন্তু এর পরেই OnePlus এর CEO, Pete Lau, এই ব্লগে জানায়, Oxygen OS এবং ColorOS মিলে একটি Unified OS হয়ে যাওয়া কথা। অর্থাৎ আগে কোডবেস একই হলেও কোম্পানিগুলো তাদের নিজস্ব নামে OS গুলো পরিচালনা করার সুযোগ থাকলেও এখন উভয় ব্র্যান্ডের স্মার্টফোনে একটি কমন OS থাকবে যার নাম এখনও এনাউন্স করা হয়নি। এইখানেও OnePlus জানাচ্ছে, একটি ইউনিফাইড অপারেটিং সিস্টেমে চললেও তাঁরা Oxygen OS এর DNA ধরে রাখবে। আগের মতই ক্লিন এবং স্লিক লুক থাকবে OnePlus এর ফোনগুলোতে যেহেতু উভয় ব্র্যান্ডের স্মার্টফোনে ভিন্ন ভিন্ন ইউআই থাকবে। তাছাড়া Unified OS এও ইউজার’রা বুটলোডার আনলক করতে পারবে এবং ইউআইতে কোনো ধরনের AD থাকবে না।
OnePlus এর নেক্সট ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 10 যেটা কিনা সামনের বছর মার্কেটে আসতে পারে সেই সিরিজে থাকবে নতুন ইউনিফাইড ওএসটি। আবার ঐ ওএস আন্ডারে OnePlus 8 থেকে পরবর্তী ফোনগুলো পর্যায়ক্রমে নিয়ে আসা হবে।
Camera & Hardware
আগে OnePlus শুধুমাত্র ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি সিরিজ এনাউন্স করলেও গতবছরে তাদের লাইনআপে হিউজ একটা পরিবর্তন আসে। যেখানে বাজেট মিড বাজেটের Nord, Nord N, Nord CE, OnePlus R এর মত একগাদা সিরিজ নিয়ে এসেছিল। কনজিউমারদের সাইড থেকে ভাল রেসপন্স পাওয়া OnePlus 2.0 তেও এইসব সিরিজের আন্ডারে নতুন নতুন ফোন আসবে। অন্যদিকে আবার গত বছর সুইডিশ ক্যামেরা কোম্পানি Hasselblad এর সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি। যার কারণে সামনের দিনগুলোতে HasselBlad কে সাথে নিয়ে ছবির কালার পারফরমেন্স আরও উন্নীত করা এবং কাস্টমাইজড লেন্স/সেন্সর নিয়ে আসার কথা জানিয়েছে, Oneplus।