সপ্তমবারের জন্য নাম্বার ওয়ান খেতাব জয় করলো আসুস

তাইওয়ানিজ টেক জায়েন্ট আসুস টানা সপ্তমবারের মত “২০১৯ বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস এওয়ার্ডস” খেতাব জয় করলো। প্রতিবছরের মত এবছরও অনুষ্ঠিত হলো “বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস এওয়ার্ডস” অনুষ্ঠান। অনুষ্ঠানটি তাইওয়ান অর্থনৈতিক বিষয়ক মন্ত্রনালয় থেকে আয়োজন করা হয়। এবছরের বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ড জরিপ করা হয় আন্তর্জাতিকভাবে তাইওয়ানের ব্র্যান্ডগুলো কতটুকু ভালো সেবা এবং গুনগত মান বজায় রাখতে পেরেছে। এরই ধারাবাহিকতায় গত ছয়বারের মত এবছরও সপ্তমবার টেক জায়েন্ট আসুস “সেরা” সুনামটি অর্জন করে।

আসুসের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জনাব নিক ঊ অনুষ্ঠান শেষে বলেন, “আসুস সর্বদা প্রযুক্তি এবং প্রযুক্তির উদ্ভাবন নিয়ে আগ্রহী এবং সব রকমের ভোক্তাদের এই উদ্ভাবনসমূহ প্রেরণ করাও আমাদের মূল উদ্দেশ্য, যেটি আসুসে ব্র্যান্ডের মূল তত্ত্ব In Search of Incredible আমাদের হৃদয়ে লালন করে থাকি। একটানা সাত বছরের জন্য তাইওয়ানের সর্বাধিক মূল্যবান আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রথম অবস্থান ধরে রাখা একটি গুরুত্বপূর্ন অর্জন। এই বিশেষ পুরস্কার আসুসকে অন্যমাত্রার পরিচিতি এবং অবিশ্বাস্য উদ্ভাবনের প্রতি যে প্রতিশ্রুতি তার জন্য আসুসকে ধরে রাখবে। আগামীতে আমাদের পরিপূর্নতার যে সাধনা অব্যাহত থাকবে তাকে সামনে রেখেই আজকের সাফল্যের উদযাপন করা হবে। ”
২০১৯-এ আসুস অনেক ধরনের মাইলফলক ছুতে সক্ষম হয়েছে তার মধ্যে বিভিন্ন পণ্যের ডিজাইন এবং বিভিন্ন মাধ্যমে সুনাম অর্জন করেছে। বিশ্বসেরা ডিজাইন এবং উদ্ভাবনের প্রতি আসুসের রয়েছে অটল প্রতিশ্রুতি। আসুসের বিভিন্ন পণ্য বিভিন্ন সুনাম এবং পুরস্কার অর্জন করেছে তার মধ্যে ২২ টি আইএফ ডিজাইন এওয়ার্ড, ২১ টি রেড ডট এওয়ার্ড এবং চারটি গুড ডিজাইন এওয়ার্ড। এ পুরষ্কারগুলো আসুসের অসাধারণ পণ্য ডিজাইন এবং পণ্য উদ্ভাবনের প্রতিশ্রুতি জানান দেয় যা ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যেতে সক্ষম।

এছাড়া আসুসের গৌরবময় ৩০ বছর উদযাপনের জন্য আসুসের চেয়ারম্যান জনাব জনি সিহ একটি বিশেষ প্রেস ইভেন্টের আয়োজন করেন। যেখানে আসুসের ৩০ বছর উদযাপনের জন্য সীমিত সংস্করণ বা লিমিটেড এডিশন পণ্য পরিচয় করিয়ে দেয়া হয় আসুসের ৩০ বছর উপলক্ষ্যে। এর মধ্যে ছিল আসুসের প্রাইম উথোপিয়া কন্সেপ্ট মাদারবোর্ড, জেনবুক প্রো ডুয়ো এবং ডুয়ো ল্যাপটপ, আসুস জেনটাচ পোর্টেবল মনিটর।
এছাড়াও ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে বিশেষ সংস্করণে আর ছিল জেনফোন ৬ এডিশন ৩০ স্মার্টফোন, জেনবুক এডিশন ৩০ ল্যাপটপ এবং প্রাইম এক্স২৯৯ এডিশন ৩০ মাদারবোর্ড। আসুসের তিন দশকের উপলক্ষ্যে তাইওয়ানের কম্পিউটেক্স মেলায় এসব পণ্য উন্মোচন করা হয়।

২০১৯-এ আসুস তাদের প্রো-আর্ট সিরিজের পণ্য ঘোষণা করে। এই লাইন-আপে আসুস প্রফেশনাল ব্যবহারকারীদের চাহিদা পূরণেরর জন্য কাজ করেছে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিক এবং মিডিয়া কন্টেন্ট প্রস্তুতকরণ কাজে যারা জড়িত তাদের কথা মাথায় রেখেই এই প্রো-আর্ট সিরিজটি।
এই সিরিজে প্রো-আর্ট স্টুডিওবুক ওয়ান, প্রো-আর্ট স্টুডিওবুক প্রো এক্স, প্রো-আর্ট স্টেশন ডি৯৪০এমএক্স এবং প্রো-আর্ট ডিস্প্লে পিএ৩২ইউসিজি। এই সিরিজের পণ্যগুলো মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সর্বোত্তম সহায়ক হতে সক্ষম।

আসুসের এই বিরাট সাফল্যে বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসকে জানাচ্ছে অভিনন্দন।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot