সম্প্রতি Spotify অফিসিয়ালভাবে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছিলো। আর এই পোষ্টটি লিখতে লিখতে হয়তো ইতিমধ্যেই বাংলাদেশে চলেও এসেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য ডিজিটাল সার্ভিসগুলোর একটি ধাপ উন্মুক্ত হয়ে গেল! এখন অবশ্যই আশা রাখা যায় বাকি ডিজিটাল সার্ভিসগুলোও ধীরে ধীরে আমাদের দেশে আসা শুরু করবে।
আর দেশে আসুক কিংবা না আসুক, ভিডিও স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স এর ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দেশে কম নয়! বর্তমানে বাংলাদেশের ইউজাররা থার্ড পার্টি রিসেলারদের কাছ থেকে নেটফ্লিক্স সাবক্রিপ্টশন বেশি কিনে থাকে। আমি নিজেও মাত্র ২০০ টাকায় সিঙ্গেল স্ক্রিণ ১ ডিভাইস সাব কিছুদিন চালিয়েছিলাম। যাই হোক, মূল বিষয়ে চলে যাই।
নেটফ্লিক্সে অনেক অনেক মুভি এবং টিভি সিরিজ রয়েছে। সেটার সার্ভার সাইজ আপনি চিন্তাও করতে পারবেন না। তবে মজার ব্যাপার হলো আপনি যখন নেটফ্লিক্সে লগইন করেন তখন আপনার লোকেশনের উপর ভিক্তি করেই নেটফ্লিক্স তাদের লাইব্রেরি সাজিয়ে থাকে। আর অধিকাংশ কনটেন্ট হিডেন বা লুকায়িত করা থাকে। এর মূল কারণ হচ্ছে রিজনাল কনটেন্ট! ধরুণ আপনি VPN দিয়ে চীনের লোকেশন দিয়ে লগইন করলেন, তখন আপনার লাইব্রেরি সাজেশনে চীনের মুভি / টিভি সিরিজ বেশি দেওয়া থাকবে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ Region টিকে মূলত ইন্ডিয়ার হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তাই আপনি নেটফ্লিক্সে ঢুকার পর ইন্ডিয়ান কনটেন্ট বেশি দেখতে পান । এই কারণে অনেক লেটেস্ট মুভি রিলিজ হলেও আপনার নেটফ্লিক্স লাইব্রেরিতে আসতে আসতে বেশ দেরি করে ফেলে!
হিডেন ক্যাটাগরি আইডি কেন দরকার?
নেটফ্লিক্সে সঠিক ক্যাটাগরির ফ্লিম আইডি আমাদের সকলেরই টুকটাক জানা থাকা দরকার। কারণ বেশ কয়েকটি কারণে নেটফ্লিক্সের সার্চ অ্যালগরিদম এই সকল ক্যাটগরিকে আমাদের সার্চ থেকে হিডেন রেখে থাকে, কারণ অ্যালগরিদম মনে করে যে এই ক্যাটাগরিগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং নয়। বিশেষ করে পুরোনো কনটেন্ট এর বেলায় এই কাজটি বেশি করা হয়ে থাকে। নতুন নতুন কনটেন্ট Region ভেদে সবখানেই পুশ করা হয়ে থাকে সেটা সমস্যা না, এবং নতুন কনটেন্টের প্রমোশন হবে এটাই স্বাভাবিক।
এছাড়াও অনেক সময় নেটফ্লিক্সের সার্চ অ্যালগরিদম আমাদেরকে সঠিক রেজাল্ট দিতে ব্যার্থ হয়ে থাকে। যেমন আপনার পছন্দ হচ্ছে একশন মুভি, কিন্তু অ্যালগরিদম আপনাকে Anime মুভি রেকোমেন্ড করবে! কিন্তু আপনার যদি একশন মুভির ক্যাটাগরি কোড জানা থাকে তাহলে সরাসরি আপনি একশন মুভিতে চলে যেতে পারবেন!
আরেকটি উদাহরণ হচ্ছে, ধরুন আপনি নেটফ্লিক্সে অধিকাংশ সময় হরর ফ্লিম দেখে থাকেন। তাই আপনার সার্চে এবং সাজেশন লিস্টে হরর মুভি / সিরিজের রেকোমেন্ডেশন বেশি দেওয়া থাকবে। কিন্তু হঠাৎ করে বাসায় বন্ধু-বান্ধব আসলো, তখন আপনার একশন মুভি দেখার দরকার কিন্তু সার্চ দেওয়ার পর সঠিক মুভিটি খুঁজে পেতে আপনার বেশ কাঠখন্ড পার করতে হবে কিন্তু সিক্রেট কোড জানা থাকলে সরাসরি ওই ক্যাটাগরিতে চলে যেতে পারবেন!
বি:দ্র: কোডগুলো ব্যবহার করা কোনো বেআইনি বিষয় নয়, কিংবা এই কোডগুলো ব্যবহার করে সঠিক ক্যাটাগরি ব্রাউজিং করলে আপনার নেটফ্লিক্স একাউন্ট ব্যান হবে না। তাই নিশ্চিন্তে কোডগুলোকে ব্যবহার করতে পারেন।
Netflix Secret ID যেভাবে ব্যবহার করবেন
নিচের দেখানো Neflix Secret ID গুলোকে ব্যবহার করা খুবই সহজ। সরাসরি ব্রাউজারে গিয়ে www.netflix.com/browse/genre/code লিখে এন্টার দিলেই হবে। এখানে code এর স্থানে আপনার কাঙ্খিত ক্যাটাগরির কোডটি দিবেন। তাহলে লিংকটি এরকম হবে: www.netflix.com/browse/genre/1365
তাহলে সরাসরি ক্যাটাগরিটি ব্রাউজারে ওপেন হয়ে থাকে। তবে প্রথমে আপনাকে ব্রাউজারে নেটফ্লিক্সে সাইন ইন করে নিতে হবে। আর মোবাইলে দেখার জন্যও একই নিয়ম, ব্রাউজারে নেটফ্লিক্স ডট কমে চলে যান, সাইন ইন করুন। তারপর আপনার পছন্দমতো আইডিকোড লিংকে চলে যান, মুভি চয়েজ করার পর মুভির উপর ট্যাপ করলে পপআপ উইন্ডো চলে আসবে; সেখান থেকে নেটফ্লিক্স অ্যাপে ট্যাপ করলে মোবাইলের নেটফ্লিক্স অ্যাপে মুভিটি লোড হয়ে যাবে।
Secret Netflix ID সমূহ:
তো নিচে ক্যাটাগরি ভিক্তিক সকল Netflix ক্যাটাগরি আইডি দিয়ে দেওয়া হলো। আপনার পছন্দমতো ক্যাটগরির আইডিটি বেছে নিয়ে উপরে দেখানো নিয়মে ব্রাউজারের লিংকে কপি পেস্ট করে ওপেন করে নিতে পারবেন:
ক্যাটাগরির নাম | কোড |
একশন এবং এডভেঞ্চার | ১৩৬৫ |
এশিয়ান একশন এডভেঞ্চার | ৭৭২৩২ |
ক্ল্যাসিক এডভেঞ্চার সিনেমা | ৪৬৫৭৬ |
কমেডি একশন মুভিস | ৪৩০৪০ |
থ্রিলারস | ৪৩০৪৮ |
এডভেঞ্চার মুভিস | ৭৪৪২ |
সুপারহিরো মুভিস | ১০১১৮ |
ওয়েস্টার্ন | ৭৭০০ |
ডিটেকটিভ ফ্লিমস | ১০৭০২ |
ক্রিমিনাল মুভিস | ৯৫৮৪ |
বিশ্বের বিভিন্ন দেশের একশন মুভি | ১১৮২৮ |
মার্শাল আর্টস ফ্লিম | ৮৯৮৫ |
যুদ্ধের মুভি | ২১২৫ |
Anime | ৭৪২৪ |
এডাল্ট Anime | ১১৮৮১ |
Anime একশন মুভি | ২৬৫৩ |
কমেডি Anime | ৯৩০২ |
Anime ড্রামা | ৪৫২ |
টিপিক্যাল Anime | ৩০৬৩ |
সাইয়েন্স ফিকশান Anime | ২৭২৯ |
হরর Anime | ১০৬৯৫ |
ফ্যান্টাসি Anime | ১১১৪৬ |
Anime সিরিজ | ৬৭২১ |
ফ্যামিলি কনটেন্ট | ৭৮৩ |
০ থেকে ২ বছরের শিশুদের জন্য | ৬৭৯৬ |
২ থেকে ৪ বছরের শিশুদের জন্য | ৬২১৮ |
৫ থেকে ৭ বছরের শিশুদের জন্য | ৫৪৫৫ |
৮ থেকে ১০ বছরের শিশুদের জন্য | ৫৬১ |
১১ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য | ৬৯৬২ |
শিশুদের জন্য এডুকেশনাল ফিল্মস | ১০৬৫৯ |
Disney মুভি এবং টিভি সিরিজ | ৬৭৬৭৩ |
বই ভিক্তিক কাল্পনিক কাহিনী | ১০০৫৬ |
ফ্যামিলি ভিউ কনটেন্ট | ৫১০৫৬ |
টিভি কার্টুনস | ১১১৭৭ |
বাচ্চাদের জন্য টিভি | ২৭৩৪৬ |
বাচ্চাদের জন্য মিউজিক | ৫২৮৪৩ |
প্রাণীজগত নিয়ে গল্প | ৫৫০৭ |
ক্ল্যাসিক মুভিস | ৩১৫৭৪ |
ক্ল্যাসিক কমেডি | ৩১৬৯৪ |
ক্ল্যাসিক ড্রামা | ২৯৮০৯ |
ক্ল্যাসিক Sci-Fi এবং ফ্যান্টাসি মুভি | ৪৭১৪৭ |
ক্ল্যাসিক থ্রিলারস | ৪৬৫৮৮ |
Noir ফ্লিম | ৭৬৮৭ |
ক্ল্যাসিক যুদ্ধের ফ্লিম | ৪৮৭৪৪ |
এপিক মুভিস | ৫২৮৫৮ |
বিশ্বের অনান্য দেশের ক্ল্যাসিক ফ্লিম | ৩২৪৭৩ |
Lyrical ফ্লিম | ৫৩৩১০ |
ওয়ের্স্টান ক্ল্যাসিক | ৪৭৪৬৫ |
কমেডি | ৪৭৪৬৫ |
Black Humor যুক্ত কমেডি | ৮৬৯ |
বিশ্বের অনান্য দেশের কমেডি | ৪৪২৬ |
শেষ রাত্রের জন্য কমেডি | ১৪০২ |
Mocking কমেডি | ২৬ |
রাজনৈতিক কমেডি | ২৭০০ |
Bizarre কমেডি | ৯৭০২ |
স্পোটর্স কমেডি | ৫২৮৬ |
স্ট্যান্ড-আপ কমেডি | ১১৫৫৯ |
তরুণদের জন্য কমেডি | ৩৫১৯ |
Satire | ৪৯২২ |
রোমান্টিক কমেডি | ৫৪৭৫ |
Hyperbolic কমেডি | ১০২৫৬ |
Cult মুভিস | ৭৬২৭ |
B-Horror মুভি | ৮১৯৫ |
Kitsch | ১২৫২ |
Cult মুভিস (জেনারেল) | ১০৯৪৪ |
Cult সাই-ফাই এবং ফ্যান্টাসি | ৪৭৩৪ |
Cult কমেডি | ৯৪৩৪ |
ডকুমেন্টারিস | ৬৮৩৯ |
বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি | ৩৬৫২ |
ক্রিমিনাল ডকুমেন্টারি | ৯৮৭৫ |
ফরেন ডকুমেন্টারি | ৫১৬১ |
হিস্টোরিক্যাল ডকুমেন্টারি | ৫৩৪৯ |
War ডকুমেন্টারি | ৪০০৬ |
US Athletes দের উপর ডকুমেন্টারি | ১৮০ |
মিউজিক্যাল এবং কনর্সাট ডকুমেন্টারি | ৯০৩৬১ |
বিশ্বের Athletes নিয়ে ডকুমেন্টারি | ১১৫৯ |
রাজনৈতিক ডকুমেন্টারি | ৭০১৮ |
ধার্মিক ডকুমেন্টারি | ১০০০৫ |
ন্যাচারাল হিস্টোরি ডকুমেন্টারি | ২৫৯৫ |
সাংস্কৃতিক বিষয়ের ডকুমেন্টারি | ৩৬৭৫ |
ড্রামা | ৫৭৬৩ |
বায়োগ্রাফিক্যাল ড্রামা | ৩১৭৯ |
ক্ল্যাসিক ড্রামা | ২৯৮০৯ |
ক্রাইম ড্রামা | ৬৮৮৯ |
বই ভিক্তিক ড্রামা | ৪৯৬১ |
বাস্তবিক জীবনের ড্রামা | ৩৬৫৩ |
মেলোড্রামা | ৬৩৮৪ |
বিশ্বের অনান্য দেশের ড্রামা | ২১৫০ |
স্পোর্টস ড্রামা | ৭২৪৩ |
Independent ড্রামা | ৩৮৪ |
তরুণদের জন্য ড্রামা | ৯২৯৯ |
যুদ্ধের ড্রামা | ১১ |
কসটিউম ড্রামা | ১২১২৩ |
রাজনৈতিক ড্রামা | ৬৬১৬ |
রোমান্টিক ড্রামা | ১২৫৫ |
অপেরা ড্রামা | ৫০১২ |
সোশাল ড্রামা | ৩৯৪৭ |
Faith এবং Spirituality | ২৬৮৩৫ |
ধর্ম জাতীয় | ৫২৮০৪ |
ধার্মিক ডকুমেন্টারি | ২৭৬০ |
শিশুদের ধর্মিয় বিষয় | ৭৫১৪২৩ |
বিশ্বের সকল দেশের মুভি | ৭৪৬২ |
আর্টিস্টিক অরিজিনাল ফ্লিম | ২৯৭৬৪ |
ফরেন একশন ও এডভেঞ্চার | ১১৮২০ |
বিশ্ব কমেডি | ৪৪২৬ |
বিশ্ব ডকুমেন্টারি | ৫১৬১ |
বিশ্ব ড্রামা | ২১৫০ |
বিশ্ব হরর ফ্লিম | ৮৬৫৪ |
বিশ্বব্যাপী সাই-ফাই এবং ফ্যান্টাসি | ৬৪৮৫ |
বিশ্বব্যাপী থ্রিলারস | ১০৩০৬ |
বিশ্বব্যাপী রোমন্টিক মুভি | ৭১৫৩ |
আফ্রিকান মুভি | ৩৭৬১ |
অস্ট্রেলিয়ান মুভি | ৫২৩০ |
বেলজিয়ান মুভি | ২৬২ |
কোরিয়ান মুভি | ৫৬৮৫ |
লাতিন আমেরিকার মুভি | ১৬১৩ |
মধ্য ইউরোপিয়ান মুভি | ৫৮৭৫ |
নিউজিল্যান্ড মুভি | ৬৩৭৮২ |
রাশিয়ান মুভি | ১১৫৬ |
Scandinavian মুভি | ৯২৯২ |
এশিয়ান মুভি | ৯১৯৬ |
স্প্যানিস মুভি | ৫৮৭৪১ |
গ্রিক মুভি | ৬১১১৫ |
জার্মান মুভি | ৫৮৮৮৬ |
ফ্রেঞ্চ মুভি | ৫৮৮০৭ |
ইস্টার্ন ইউরোপের মুভি | ৫২৫৪ |
Dutch ফ্লিম | ১০৬০৬ |
আইরিস ফ্লিম | ৫৮৭৫০ |
জাপানিস মুভি | ১০৩৯৮ |
ইতালিয়ান মুভি | ৮২২১ |
ইন্ডিয়ান মুভি | ১০৪৬৩ |
চাইনিজ মুভি | ৩৯৬০ |
ব্রিটিশ মুভি | ১০৭৫৭ |
হরর ক্যাটাগরি | ৮৭১১ |
B-Horror মুভি | ৮১৯৫ |
দৈত্যদের নিয়ে হরর মুভি | ৬৮৯৫ |
Cult হরর মুভি | ১০৯৪৪ |
সমুদ্র নিয়ে হরর মুভি | ৪৫০২৮ |
ফরেন হরর মুভি | ৮৯৫৮৫ |
Monster Videos | ৯৪৭ |
সিরিয়াল কিলার এবং স্ল্যশার | ৮৬৪৬ |
Strange Phenomena নিয়ে হরর মুভি | ৪২০২৩ |
তরুণদের জন্য হরর মুভি | ৫২১৪৭ |
ভ্যাম্পায়ার হরর মুভি | ৭৫৮০৪ |
Werewolf হরর মুভি | ৭৫৯৩০ |
Zombie হরর মুভি | ৭৫৪০৫ |
Satanic হরর মুভি | ৬৯৯৮ |
Independent ফ্লিমস | ৭০৭৭ |
এক্সপেরিমেন্টাল ফ্লিমস | ১১০৭৯ |
Independent একশন | ১১৮০৪ |
Independent থ্রিলারস | ৩২৬৯ |
Independent রোমান্টিক মুভি | ৯৯১৬ |
Independent কমেডি | ৪১৯৫ |
Independent ড্রামা | ৩৮৪ |
মিউজিক ক্যাটগরি | ১৭০১ |
বাচ্চাদের জন্য মিউজিক | ৫২৮৪৩ |
Country এবং Western / folk | ১১০৫ |
Jazz | ১০২৭১ |
লাতিন আমেরিকান মিউজিক | ১০৭৪১ |
স্ট্রিট কনসার্ট এবং ডান্স | ৯৪৭২ |
বড় কনসার্ট | ২৮৫৬ |
রক/পপ কনসার্ট | ৩২৭৮ |
মিউজিক্যালস | ১৩৩৩৫ |
ক্ল্যাসিক মিউজিক্যাল | ৩২৩৯২ |
Disney মিউজিক্যাল | ৫৯৪৩৩ |
Show Business এর মিউজিক্যাল | ১৩৫৭৩ |
স্টেজ মিউজিক্যাল | ৫৫৭৭৪ |
রোমান্টিক মুভি | ৮৮৮৩ |
বেস্ট রোমান্টিক মুভি | ৫০২৬৭৫ |
ফিকশনাল রোমান্টিক মুভি | ৩৬১০৩ |
Independent রোমান্টিক মুভি | ৯৯১৬ |
বিশ্ব রোমান্টিক | ৭১৫৩ |
রোমান্টিক ড্রামা | ১২৫৫ |
সেন্সুয়াল রোমান্টিক | ৩৫৮০০ |
ক্ল্যাসিক রোমান্স | ৩১২৭৩ |
রোমান্টিক কমেডি | ৫৪৭৫ |
সাইয়েন্স ফিকশান এবং ফ্যান্টাসি | ১৪৯২ |
Sci-fi এবং ফ্যান্টাটিক একশন মুভি | ১৫৬৮ |
ফরেন Sci-fi মুভি | ৩৩২৭ |
ক্ল্যাসিক Sci-fi মুভি | ৪৭১৪৭ |
Cult Sci-fi মুভি | ৪৭৩৪ |
সায়েন্স ফিকশান মুভি | ৯৭৪৪ |
Sci-fi এডভেঞ্চার | ৬৯২৬ |
Sci-fi ড্রামা | ৩৯১৬ |
Sci-fi হরর | ১৬৯৪ |
Sci-fi থ্রিলারস | ১১০১৪ |
ফরেন Sci-fi | ৬৪৮৫ |
স্পোর্টস | ৪৩৭০ |
স্পোর্টস কমেডি | ৫২৮৬ |
স্পোর্টস ডকুমেন্টারি | ১৮০ |
স্পোর্টস ড্রামা | ৭২৪৩ |
বেসবল | ১২৩৩৯ |
আমেরিকান ফুটবল | ১২৮০৩ |
বক্সিং | ১২৪৪৩ |
ফুটবল (সকার) | ১২৫৪৯ |
মার্শাল আর্টস, বক্সিং এবং রেসলিং | ৬৬৯৫ |
বাস্কেটবল | ১২৭৬২ |
ফিটনেস | ৯৩২৭ |
থ্রিলারস | ৮৯৩৩ |
একশন | ৪৩০৪৮ |
ক্ল্যাসিক থ্রিলার | ৪৬৫৮৮ |
ক্রিমিনাল থ্রিলারস | ১০৪৯৯ |
বিশ্ব থ্রিলারস | ১০৩০৬ |
Independent থ্রিলারস | ৩২৬৯ |
গ্যাংস্টার থ্রিলারস | ৩১৮৫১ |
সাইকোলজিক্যাল থ্রিলারস | ৫৫০৫ |
রাজনৈতিক থ্রিলারস | ১০৫০৪ |
Sensational থ্রিলারস | ৯৯৯৪ |
সাই-ফাই থ্রিলারস | ১১০১৪ |
ডিটেকটিভ থ্রিলারস | ৯১৪৭ |
Sensual থ্রিলারস | ৯৭২ |
অদ্ভুত থ্রিলারস | ১১১৪০ |
টিভি সিরিজ | ৮৩ |
ব্রিটিশ টেলিভিশন সিরিজ | ৫২১১৭ |
ক্ল্যাসিক সিরিজ | ৪৬৫৫৩ |
মার্ডার সিরিজ | ২৬১৪৬ |
আইকনিক সিরিজ | ৭৪৬৫২ |
ফুড এবং ট্রাভেল সিরিজ | ৭২৪৩৬ |
চিলড্রেন সিরিজ | ২৭৩৪৬ |
কোরিয়ান টিভি সিরিজ | ৬৭৮৭৯ |
মিনি সিরিজ | ৪৮১৪ |
যুদ্ধ নিয়ে টিভি সিরিজ | ২৫৮০৪ |
সাইন্স সিরিজ | ৫২৭৮০ |
এডভেঞ্চার এবং একশন সিরিজ | ১০৬৭৩ |
কমেডি সিরিজ | ১০৩৭৫ |
ডকুমেন্টারি সিরিজ | ১০১০৫ |
ড্রামা সিরিজ | ১১৭১৪ |
হরর সিরিজ | ৮৩০৫৯ |
একশন সিরিজ | ৪৩৬৬ |
Sci-fi এবং ফ্যান্টাসি সিরিজ | ১৩৭২ |
রিয়েলিটি টিভি | ৯৮৩৩ |
তরুণদের জন্য টিভি সিরিজ | ৬০৯৫১ |
আশা করবো আজকের পোষ্টটি আপনাদের কাজে দেবে। এতবড় লিস্ট দেখে ঘাবড়ে গেলে লিস্টটি টেক্স আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: বাংলা / ইংরেজি! । মোবাইলে কিংবা পিসিতে টেক্স ফাইল আকারে লিস্টটি রেখে দিন। আর পোষ্টটি বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও এই সুবিধা মিস না করে যায়।