MIUI12 Update: কোন কোন ডিভাইসে কবে নাগাদ পাওয়া যাবে

ইতিমধ্যেই শাউমির বেশ কিছু ফোনে রোলআউট হয়েছে MIUI12 আপডেট এবং ধাপে ধাপে বিভিন্ন ডিভাইসে যাবে আপডেটটি।। ব্যাচ অনুসারে যাওয়ার কারণে সবাই একই সাথে পাবেন না।। জেনে নিন কোন কোন ডিভাইসে কবে নাগাদ MIUI 12 এর আপডেট পাওয়া যাবে এবং একই সাথে দেখে নিন লিস্টে আপনার ডিভাইসটি আছে কি না।

(ইতিমধ্যেই আপডেট পুশ হয়ে গিয়েছে বা হচ্ছে)

প্রথম ব্যাচে শাউমির একদম ফ্লাগশিপ লেভেলের ফোনগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে । Mi 9,10, Redmi K series এর ফোনগুলোতে দেওয়া হয়েছে আপডেট, পরবর্তীতে note 8 pro তেও মিলেছে আপডেট। এগুলোতে জুনের শেষ থেকে জুলাই এর প্রথম সপ্তাহ ধরে আপডেট গিয়েছে বা এখনো যাচ্ছে।

First batch (Currently rolling out)

  • Xiaomi Mi 10 Pro
  • Xiaomi Mi 10
  • Xiaomi Mi 10 Youth Edition
  • Xiaomi Mi 9 Pro
  • Redmi K30 Pro
  • Redmi K30
  • Redmi K20 Pro Premium Series
  • Redmi K20 Pro
  • Redmi K20
  • Note 8 pro
  • Note 9

 

দ্বিতীয় ও তৃতীয় ব্যাচ(মধ্য জুলাই থেকে শেষ পর্যন্ত এবং আগস্টের শুরুর দিকে পর্যন্ত ও যেতে পারে)

দ্বিতীয় ধাপে বিভিন্ন সময়ে নিম্নোক্ত ডিভাইসগুলোতে যাবে আপডেট। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে বাকি অংশ এবং আগস্টের প্রথমদিক পর্যন্ত সময় লাগতে পারে এই ডিভাইসগুলোতে আপডেট যেতে। অনেক সময় এমন হতে পারে যে একই মডেলের অন্য ইউজারের কাছে আপনার থেকে কয়েকদিন আগেও যেতে পারে আপডেট।

  • Mi MIX 3
  • Mi MIX 2S
  • Mi CC9 series
  • Mi 9 SE
  • Mi 8 series
  • Redmi Note 8 Pro
  • Redmi Note 7 Pro
  • Redmi Note 7
  • Poco X2
  • Mi CC9E
  • Mi Note 3
  • Mi Max 3
  • Mi 8 Youth Edition
  • Mi 8 SE
  • Mi MIX 2
  • Mi 6X
  • Redmi Note 8
  • Redmi 8
  • Redmi 8A
  • Redmi 7
  • Redmi 7A
  • Redmi 6 Pro
  • Redmi 6
  • Redmi 6A
  • Redmi Note 5
  • Redmi S2
  • Poco F1

 

চতুর্থ ব্যাচঃ

মোটামুটি আগস্টের শুরুর থেকেই পাওয়া যেতে পারে নিচের ফোনগুলোতে আপডেট এবং পেতে পেতে আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ও যেতে পারে কারণ IMEI এর ব্যাচ অনুসারে মডেলগুলোতে ধাপে ধাপে আপডেট পুশ করা হয়।

Fourth Batch

  • Redmi Y3
  • Redmi Note 7S
  • Redmi Note 6 Pro
  • Redmi 4X
  • Redmi Note 4X
  • Redmi Note 9 Pro
  • Redmi Note 9 Pro Max

মধ্য আগস্ট-আগস্টের শেষঃ

  • Redmi 6 pro
  • Note 5 pro
  • Redmi Y2
  • Redmi 6/6A

 

কোন ডিভাইসগুলোতে MIUI12 এর আপডেট যাবে না

আপনার যদি নিচের মডেলগুলোর মধ্যে কোনো স্মার্টফোন থাকে সেক্ষেত্রে MIUI 12 এর আপডেট পুশ হবে না ডিভাইসটিতে। দেখে নিন আপনার ফোনের মডেলটি আছে কি না এর মধ্যে

List of devices will no longer get MIUI 12

  • Redmi 3S/Prime
  • Xiaomi Redmi Pro
  • Redmi 4 Prime
  • xiaomi Redmi 4 Global
  • Redmi 4A
  • xiaomi Redmi Note 4 (MTK version)
  • Redmi Note 3

 

মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ

সেরা সাইড স্ক্রলিং গেমস

রাইজেনের নতুন 3000XT সিরিজ সম্পর্কে জেনে নিনঃ

Ryzen 3000xt সিরিজ? হতাশা নাকি সেরা

উইন্ডোজ ১০ এর নতুন আপডেটের যত বাগ রয়েছে জেনে নিনঃ

উইন্ডোজ ১০ এর মে ২০২০ আপডেট এবং এক বস্তা বাগ

হাই স্পিডের র‍্যাম লাগাবেন কি না কনফিউশনে আছেন? পড়ে নিতে পারেন এই লেখাটিঃ

হায়ার বাস স্পিডের র‍্যামঃসত্যিই জরুরি?

 

Share This Article

Search