২/৩ দিন আগে গুগলের বেশ কিছু সার্ভিস কিছুক্ষণের জন বন্ধ হয়ে যায়। আর তাতেই বিশ্বজুড়ে ইন্টারনেট পোর্টালগুলোতে বেশ সাড়া পড়ে যায় যে গুগল শাট ডাউন হয়ে গিয়েছে! আমরাও ফেসবুক পেজে এ নিয়ে বেশ ট্রল করেছি।
কিন্তু অরিজিনাল ভাবে মাত্র ৪৫ মিনিটের মতো গুগলের সকল সার্ভিস বন্ধ ছিলো। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার ক্ষেত্রে পরদিন সকাল পর্যন্ত সার্ভিসগুলো ঠিকমতো কাজ করছিলো না।
এই Outage এর কারণে আমাদের সবাই কয়েক ঘন্টার জন্য ইউটিউব, জিমেইল, গুগল ডকস সহ গুগলের বেশ কিছু সার্ভিসের সেবা উপভোগ করতে পারিনি। যেমন আমার পিসির Google Sync ও কাজ করছিলো না। আর এই বিষয়গুলো ঘটা বেশ স্বাভাবিক একটি বিষয়, এ বছরের শুরু দিকে Zoom, Garmin এবং Comcast এর বেলায়ও এই ধরণের Outage এর দেখা মিলেছিলো। কিন্তু গুগল বিশ্বের সবথেকে বহুল ব্যবহৃত একটি সার্ভিস হওয়ায় এর Impact টা ছিলো দেখার মতো।
Pacific Time এর হিসেবে 3:47am সময়ে গুগল এই সমস্যাটিকে “an authetication system outage” হিসেবে রির্পোট করে যেটা ৪৫ মিনিটের মতো ছিলো। Internal Storage Quota ইস্যুর জন্য এই Outage হয়েছিলো। এই সময়ের জন্য জিমেইল, ইউটিউব সহ গুগলের স্মার্ট হোম পণ্য যেমন Google Home, Google Assistant ইত্যাদি সব কিছুই থেমে গিয়েছিলো।
আর এই প্রায় ১ ঘন্টার জন্যই বিশ্বের সকল ইন্টারনেট ইউজারা একটু হলেও গুগল ছাড়া জীবনটা কেমন হবে সেটার আভাষ পেয়েছিলেন। আর আজকের পোষ্টে আমি বলবো আসলেই গুগল ছাড়া একদিনে বিশ্বে কি কি ঘটতে পারে। গুগল ছাড়া বলতে গুগলের সকল সার্ভিস যার মধ্যে সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ম্যাপ ইত্যাদি সবকিছুই রয়েছে।
১) গুগল সার্চ থাকবে না!
জ্বী! গুগল যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আপনি গুগল সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে পারবেন না এবং এটাই স্বাভাবিক আর এইটা প্রথম ফ্যাক্ট! গুগল সার্চ আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ না হলে অনেকের কাছেই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার না করতে পারলে জীবন ধারণ বেশ কঠিন হয়ে পড়বে।
২) Duck ….. Set …. Go….Bing!
গুগল অফ সার্ভিসে চলে গেলে সার্চ ইঞ্জিনটিও সাথে নিয়ে যাবে। কিন্তু তাই বলে কি ইন্টারনেটে সার্চ করা বন্ধ হয়ে যাবে? নিশ্চয় না! গুগল অফ হয়ে গেলে এর অল্টারনেটিভ সকল সার্চ ইঞ্জিনের ব্যবহার ধীরে ধীরে উপরের দিকে উঠা শুরু করবে। যেমন DuckDuckGo সার্চ ইঞ্জিন যেটা ব্যবহারকারীর উপর কোনো ধরণের ট্রাকিং করে না সেটার ব্যবহার বেড়ে যাবে। তবে গুগল বন্ধ হয়ে গেলে আমজনতা সর্বপ্রথম মাইক্রোসফটের Bing সার্চ ইঞ্জিনকে ব্যবহার করা শুরু করবে!
৩) সার্চ করার সময় আপনি আর Lucky ফিল করবেন না!
গুগলের Im Feeling lucky বাটনটিও চলে যাবে মানে আপনি আর লাকি ফিল করবেন না!
৪) পাইরেসি কমে যাবে বহুগুণে
বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিণের জন্য গুগল থেকে পাইরেসি লিংকও সবথেকে বেশি ইন্টারনেটে ছড়ায়। KickassTorrents এবং The Pirate Bay এই সার্চ ইঞ্জিণে তাদের সাইটের লিংক সার্চে সবার প্রথমে আসে বিধায়ই কিন্তু জনপ্রিয় হয়েছিলো।
৫) ব্যবসায়ে ধস!
গুগলের সার্ভিসের উপর পুরোপুরি নির্ভরশীল ব্যবসাগুলোতে প্রচুর পরিমাণে ধস নামবে। চিন্তা করে দেখেন একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের অপারেশন চালানোর জন্য গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করে থাকে, মাত্র ১ ঘন্টার জন্য গুগল সার্ভিস বন্ধ থাকলেও সেই ১ ঘন্টার জন্য প্রতিষ্ঠানটির লসের মুখে পড়বে।
৬) বাগ হান্টারদের লস!
গুগলে তাদের সার্ভিসের Error রিপোর্ট সাবমিট করেও অনেকেই Reward কামিয়ে থাকেন। একদিনের জন্য গুগল বন্ধ হলে তাদের ইনকামও বন্ধ হয়ে যাবে। কারণ গুগলই নেই তাহলে Errorও নেই!
৭) গুগলের লস!
অবশ্যই! গুগল তাদের সার্ভিসের বিজ্ঞাপন থেকে প্রতিদিন অনেক অনেক পরিমাণের আয় এবং লাভ করে থাকে। একদিনের জন্য সার্ভিস বন্ধ থাকলে তাদের ব্যাংক ব্যালেন্সে বেশ বিদ্রুপ প্রভাব পড়বে এবং তাদের Stock প্রাইসেও ধস নামবে।
৮) ট্রল!
মাত্র ১ ঘন্টার কম সময়ের জন্য গুগলের সার্ভিস বন্ধ হওয়াতেই যে পরিমাণের ট্রল ইন্টারনেট সোশাল মিডিয়াতে ঘটেছিলো দুদিন আগে তাহলে চিন্তা করে পুরো একদিনের জন্য সার্ভিস বন্ধ থাকলে কি পরিমাণের ট্রল , মিম হবে এই বিষয়ের উপর!
৯) ফেসবুকের সার্চ ইঞ্জিণ!
ফেসবুক তাদের সাইটের জন্য Graph -powerd সার্চ ইঞ্জিণ ব্যবহার করে থাকে। গুগল না থাকলে “হয়তোবা” ফেসবুক তাদের নিজস্ব সার্চ ইঞ্জিণ সবার জন উন্মুক্ত করে দিতে পারে।
১০) লাইভ ট্রাফিক আপডেট পাবেন না!
গুগল ম্যাপে জায়গা খোঁজার থেকেও সবথেকে বেশি যে ফিচারটি ব্যবহার করা হয় সেটা হলো লাইভ ট্রাফিক আপডেট। আমাদের দেশেও গুগল ম্যাপে আমরা যাত্রার সময় লাইভ ট্রাফিক আপডেট দেখে থাকি। কিন্তু গুগল বন্ধ থাকলে গুগল ম্যাপও কাজ করবে না, আর আপনিও লাইভ ট্রাফিক আপডেট থেকে বঞ্চিত হবেন।
১১) বিভ্রান্তিকর অবস্থা!
গুগল বন্ধ হয়ে যাবার পর শুরু ৫/১০ মিনিট লোকজন মনে করবে যে তাদের ইন্টারনেট কানেক্টশনে সমস্যা হয়েছে। কারণ ব্রাউজে অধিকাংশ সময়ই গুগল সার্চ ইঞ্জিণ ডিফল্ট ভাবে সেট করা থাকে। তাই অনেকেই যারা পিসি এক্সপার্ট নন তারা হয়তো ভাববেন তাদের Wifi ডাউন!
১২) স্ক্রিণশট দিবস!
গুগলের সার্ভিস বন্ধ হয়ে গেলে সেটার উপর কভারেজ করতে বিশ্বে স্ক্রিণশট নেওয়া পরিমাণ বহুগুণে বেড়ে যাবে!
১৩) অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোও “থ” বনে যাবে
অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো মূলত ৮০% গুগলের সার্ভিসের উপর নির্ভর করে থাকে। কিন্তু গুগল ১ দিনের জন্য বন্ধ হয়ে গেলে সকল অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো গত বছরের Huawei ডিভাইসগুলো মতো হয়ে যাবে!
১৪) চীনে কিছুই হবে না!
গুগল বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বে হাহাকারা / ট্রল/ ব্যবসায়ে লস হলেও একমাত্র চীনে এর কোনো প্রভাব পড়বে না! হাহাহাহ আপনি এর কারণ জানেনই!