Free softwares ,যেগুলোর জন্য কোনো লাইসেন্স কি বা সাবস্ক্রিপশন,পেমেন্ট লাগে না , সেগুলোর জন্য বেশ কিছু অসাধারণ Repository রয়েছে অনলাইনে। নতুন পিসি বিল্ড করার পর অনেকেই আমাদের হেল্পলাইনে গ্রুপে সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করবেন তা জানতে চান। আজকে এই ধরনের free software download জন্য সেরা কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হবে।
Microsoft Store:
মাইক্রোসফট Google Play store এর মত মাইক্রোসফট এর Windows Operating System এর নিজস্ব App Store। এখানে App গুলো অবশ্য উইন্ডোজের অন্যান্য সফটওয়্যার সাইট যেরকম Win32 Api based সফটওয়্যার সরবরাহ করে, এখানে App গুলো অন্য API ব্যবহার করে থাকে, ফলে এখানে setup.exe বা এই ধরনের ইন্সটল ফাইল পাওয়া যাবে না। বরং Apk এর মত mxbundle,msixbundle এই ধরনের এক্সটেনশন এর প্যাকেজ ইন্সটল হয় এখান থেকে। এগুলো অবশ্য sideload ও করা যায়।
যাই হোক, এই স্টোরে সাধারণ প্রয়োজনীয় সফটওয়্যার এর ভালো সংগ্রহ রয়েছে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম Facebook,Whatsapp,Telegram, Tiktok, Instagram, Discord এর App গুলো এখান থেকেই ইন্সটল করতে পারবেন।ইন্সটল করার পদ্ধতি ও খুবই সাদামাটা,সার্চ দিয়ে Get-install এ ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে। win32 based .exe বা .msi প্যাকেজগুলো যেমন অনেক ধাপ পাড়ি দিয়ে ইন্সটল করতে হয়, সেরকম ঝামেলা এখানে পোহাতে হবে না।
এর পর বিভিন্ন ধরনের Media players,utility apps,browsers, entertainment apps যেমন VLC Media Player, Zoom,Firefox,Brave, Shareit, Adobe Photoshop express, Adobe Acrobat Reader DC, Netflix, Skype,Opera Browser, Spotify, Picsart, Canva, Snapchat, Twitter, Epic Games Store, OBS Studio, Amazon Prime, Adobe Express Potplayer, Viber, Teamviewer,Net Speed Monitor, Fxsound(DFX),Cinebench, XDM,Opera GX,Reddit, Python,Visual Studio,Linux Subsystem, Ubuntu,Arduino, DevC++ সহ আরো অসংখ্য Apps এর কালেকশন রয়েছে Microsoft Store এ। অর্থাৎ একটা পিসি ইন্সটলের পর সাধারণ মানুষের যে সফটওয়্যার গুলো স্টার্টআপ হিসেবে প্রয়োজন হয়ে থাকে, সেগুলোর বেশিরভাগই মাইক্রোসফট স্টোরেই পাওয়া যাবে।
Winget (Tool)
Winget এর ব্যাপারে সিংহভাগ উইন্ডোজ ইউজারই জানেন না। এটা মাইক্রোসফট এর অফিশিয়াল CMD/Terminal based একটি টুল যাতে কমান্ড দিয়ে সফটওয়্যার সার্চ, ডাউনলোড, আপডেট,লিস্ট, আনইনস্টল সবই করা যায়।। এটা সম্পর্কে বিস্তারিত জানতে ও কিভাবে চালাতে হয় ভালোভাবে বুঝতে আমাদের এই আর্টিকেলটি পড়ে নিন। মাইক্রোসফট তার winget server/storage/collection থেকে এই পদ্ধতিতে সরাসরি সফটওয়্যার ইনস্টল,সার্চ,আপডেট করে থাকে।প্রতিনিয়ত তাদের এই সংগ্রহে নতুন নতুন সফটওয়্যার যুক্ত হচ্ছে।
Filehippo
ফার্স্ট পার্টি সফটওয়্যার সোর্স ও টুল সম্পর্কে তো জানলাম। যদি 3rd party software repository বা free software Download site এর কথা বলি, filehippo এর থেকে সেরা বোধহয় আর কিছুই নেই। পরিচিত কিংবা অপরিচিত, সকল ধরনের সকল ফ্রি সফটওয়্যার ই এখানে পেয়ে যাবেন। ডাউনলোড স্পিড,সিকিউরিটি সব কিছুই এখানে ভালো। সবগুলো সফটওয়্যার এর আপডেটেড ভার্সন ডেভেলপার রিলিজ দেওয়ার সাথে সাথেই এখানে আপডেট করা হয় ।
Softonic
Softonic নিয়ে বেশি কিছু বলার নেই । সবথেকে প্রসিদ্ধ, Rich একটি ওয়েবসাইট। ফ্রি টু ইউজ হোক বা প্রিমিয়াম App এর ট্রায়াল ভার্সন ,সব কিছুই এক ছাদের নিচে পাওয়ার জন্য Softonic এর জুড়ি নেই।সফটওয়্যার এর এমন কোনো শ্রেণীবিভাগ নেই যা Softonic এ পাওয়া যাবে না। আইফোন,ম্যাক বা এন্ড্রয়েড এর Apps ও রয়েছে তাদের কাছে।
Ninite
এখন পর্যন্ত আমরা যত গুলো Free Software Download এর সাইটের ব্যাপারে আলোচনা করেছি ও এর পরে যতগুলো সাইটের সম্পর্কে আলোচনা করা হবে, সে সব গুলোর মধ্যে সবথেকে অনন্য বা Unique হচ্ছে Ninite ,এটা আলাদা একটা আর্টিকেল এর আলোচনার বিষয় হওয়ারই দাবি রাখে। Ninite মুলত একটি all in one Tool যেটায় আপনি একবারে একাধিক Apps সিলেক্ট করতে পারবেন ও সেগুলোর জন্য একটি Single set up ফাইল ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ একটা Setup.exe ফাইলে সকল ফাইলের ইন্সটলেশন অন্তুর্ভুক্ত থাকবে ও একটা Setup.exe ফাইল রান করলে সকল সফটওয়্যার একবারে ইন্সটল হয়ে যাবে। Ninite নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেটা পড়তে পারেন এখান থেকে।
CPU-ID
CPU-ID এর সফটওয়্যার কালেকশন একেবারেই সংক্ষিপ্ত। তবে যেগুলো রয়েছে সেগুলো সবই তাদের ডেভেলপ/পাবলিশ করা। তাদের সাইটে CPU-Z,HWMonitor,Powermax, Perfmonitor পেয়ে যাবেন।
Guru3d
guru3d নিউজ, আর্টিকেল ও রিভিউ এর জন্য প্রসিদ্ধ হলেও তাদের সাইটে গেমিং, বেঞ্চমার্কিং, ড্রাইভার সহ হার্ডওয়্যার এর জন্য গুরুত্বপুর্ণ বিভিন্ন ধরনের টুলস পাওয়া যায়। Intel,AMD,NVIDIA এর প্রতি মাসের ড্রাইভার আপডেট এখানে পেয়ে যাবেন। পুরাতন ড্রাইভার গুলোও এখানে পাওয়া যাবে। 3dmark, pcmark, basemark,unigine সহ জনপ্রিয় সকল গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক টুল এর কালেকশন রয়েছে গুরুথ্রিডি তে। রিয়েলটেক এর অডিও ড্রাইভার, কোডেক প্যাক এর বিভিন্ন পুরাতন ভার্সন এখানে পাবেন। Overclocking,tuning, এর বিভিন্ন সফটওয়্যারের পাশাপাশি বিভিন্ন specs revision, monitoring এর সফটওয়্যার ও Firmware যেমন HWMonitor,CPU-Z,HWinfo,core temp,MSI Afterburner ইত্যাদি এখানে পাবেন। এছাড়াও অন্যান্য সকল বেঞ্চমার্কিং সফটওয়্যার ও এই সাইটে রয়েছে।
TechpowerUp
টেকপাওয়ারআপ ও রিভিউ,স্পেকস এর ডাটাবেজ,নিউজ ইত্যাদির জন্য বহুল প্রসিদ্ধ। তবে তাদের সাইটে তাদের নিজস্ব ডেভেলপ করা কিছু সফটওয়্যারের পাশাপাশি অন্যান্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। বিভিন্ন বায়োস মড,বায়োস ফ্লাশটুল, ফিউচারমার্কের বিভিন্ন বেঞ্চমার্কিং টুল, Intel,AMD, NVIDIA এর গ্রাফিক্স ড্রাইভার ও অন্যান্য ড্রাইভার, dx,visual c++ এর পাশাপাশি অনেক ইউটিলিটি সফটওয়্যার তাদের সংগ্রহে রয়েছে। এছাড়া তাদের নিজেদের ডেভেলপ করা GPU-Z,RealTemp, Memtest ইত্যাদি সফটওয়্যার ও রয়েছে।TechpowerUp এর আরেকটি সুবিধা হচ্ছে তাদের একাধিক রিজিয়ন ভিত্তিক সার্ভার রয়েছে ।
Techspot
Techspot ও রিভিউ,এনালাইসিস নিউজ এর জন্যই বেশি পরিচিত।তবে উপরে আলোচনা করা টেক চ্যানেল গুলোর মধ্যে সবথেকে বেশি সফটওয়্যারের কালেকশন টেকস্পটেরই রয়েছে। বরং টেকস্পটের সফটওয়্যার কালেকশন Filehippo এর মতই। ডেস্কটপ এর পাশাপাশি Mac, Android এর Apps ও রয়েছে তাদের সংগ্রহে। মাদারবোর্ড,গ্রাফিক্স কার্ডের ড্রাইভার, বেঞ্চমার্ক টুল, ফার্মওয়্যারের পাশাপাশি ফ্রি,ওপেন সোর্স যত রকমের সফটওয়্যার রয়েছে, বিশেষ করে Microsoft store এর আলোচনায় যে ধরনের সফটওয়্যারের নাম উল্লেখ করেছি।সবই এখানে পাবেন। প্রচুর সিকিউরিটি Apps, antivirus ও রয়েছে এই তালিকায়।
CNET
CNET ও অত্যন্ত গোছালো, সুন্দর একটি ওয়েবসাইট। ফিল্টার সেকশনে Paid,free to try, paid ক্যাটাগরিতে ফিল্টার করতে পারবেন । টপ বারে জনপ্রিয় App গুলো পেয়ে যাবেন, এর সাথে সাথে Categories ও রয়েছে টপ বারে। যদিও সব সফটওয়্যার এখানে নিয়মিত আপডেট করা হয় না, তবে CNET এর কালেকশন সত্যি বলতে বিশাল। MAC,Android এর সফটওয়্যার ও পাবেন এখানে।
Filehorse
Filehorse এর UI সবথেকে সাদামাটা, এক ছাদের নিচে সুন্দরভাবে বড় বড় ফন্টে আইকন সহ সফটওয়্যার গুলো হাইলাইট করা ও ক্যাটাগরি অনুসারে হোমপেজেই সাজানো। ৩টি ভার্সন রয়েছে সাইটটির, উপরের টপ বারে ডানদিকে বড় করে ৩টি আইকন দেওয়া রয়েছে, Web,Mac,Windows।Web version এ মুলত বিভিন্ন ওয়েবসাইট একত্র করা হয়েছে, ক্লিক করেই প্রবেশ করতে পারবেন সেসব সাইটে। প্রতিটি ক্যাটাগরির শেষে View more এ ক্লিক করলে সেই ক্যাটাগরিতে যত Apps আছে সব দেখতে পারবেন।
Filepuma
ফাইলপুমার ইউআই Filehorse এর মতই। এটাও বেশ সুন্দর একটি সাইট।
Sourceforge
অন্যান্য Free software download সাইট থেকে এটাকে এজন্য আলাদা বলতে হয় যে উপরে আলোচিত সকল সাইট ই অত্যন্ত জনপ্রিয়,বহুল ব্যবহ্বত, বড় বড় ডেভেলপারের Apps,যেগুলোর মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী রয়েছে সেগুলোই ফিচার করে। কিন্ত Sourceforge এ আপনি অপরিচিত কিন্ত কার্যকর, বিভিন্ন ছোট ডেভেলপারের ওপেন সোর্স Apps,তাদের প্রতিভার অসাধারণ বহিপ্রকাশ দেখতে পারবেন। এটাকে GitHub এর এর সাথে তুলনা করা যায় এদিক দিয়ে, তবে Github এর তুলনায় এটার প্রচার প্রচার, জনপ্রিয়তা প্রায় শুন্যের কোটায়।হোমপেজ এর ছবি দিয়ে দিলাম,এখানে ক্যাটাগরি দেখতে পাবেন, এখান থেকেই একটি ধারণা পেয়ে যাওয়ার কথা আপনাদের যে এটা একটি ভিন্ন ধর্মী সাইট। ছোট ছোট প্রচুর প্রোজেক্ট ও প্রোজেক্ট প্লাগিন দিয়ে ভর্তি একটি সাইট এটা।
Majorgeeks
এই সাইটটির কালার, ডিজাইন ও UI বেশ হিজিবিজি ও পুরাতন আমলের মনে হতে পারে। তবে ১৫ হাজার এর ও বেশি সফটওয়্যারের বিশাল কালেকশন রয়েছে এটার। Majorgeeks এর সফটওয়্যার ডাটাবেজ Softonic,Filehippo এর সাথে তুলনীয়। এখানে UI হিজিবিজি মনে হলেও সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে প্রতিদিন যে নতুন নতুন ফাইল আপলোড হয় সেটা ধারাবাহিক ভাবে লিস্ট করা থাকে, অর্থাৎ সাইটে ঢুকে শুরুতেই আপনি যেদিন সাইট ভিজিট করছেন,সেদিনের আপলোড গুলো পাবেন,তারপর নিচের দিকে পুরাতন গুলো।
Download Crew
Download Crew তে Windows এর পাশাপাশি Mac,Linux,Android ও IOS এর সফটওয়্যার পাওয়া যায়। এটা বেশ গোছানো সাইট। এর সফটওয়্যার কালেকশন ও বেশ ভালো।
Snapfiles
Filepuma, Filehorse এর মত সিম্পল ,সাদামাটা UI এর আরো একটি সফটওয়্যার ভান্ডার হলো Snapfiles।
Fosshub
Fosshub ছোটখাট কিন্ত গোছানো একটি সাইট। এদের কালেকশন ও খুব বেশি নয় তবে সাইটটি এক কথায় সুন্দর, অনেক ডেভেলপারই মিরর হিসেবে এই সাইট ব্যবহার করে থাকে। এখানেও প্রয়োজনীয় অনেক সাইট পেয়ে যাবেন।
Uptodown
সফটনিক এর alternative বলা যেতে পারে Uptodown কে, বেশ মিল রয়েছে সাইট দুটির মধ্যে। সফটওয়্যার কালেকশন যথেষ্ট ভালো এই সাইটটির।