নিত্যদিনের প্রিমিয়াম সফটওয়্যারের Free Alternatives পর্ব-১

আমাদের নিত্যদিনের পিসি ব্যবহারে কিছু কমন এপ্লিকেশন আছে যেগুলো পেইড, অবৈধভাবে ডাউনলোড করে ,পাইরেসি করে চালানোর ঝুকি,বিপদ কম নেই। গত কয়েক বছরে পাইরেসির কারণে র‍্যানসামওয়্যারে আক্রান্ত হওয়ার ঘটনা ও বেড়েছে অনেক।।এই সফটওয়্যারগুলোর প্রয়োজন মেটাতে পারে এমন বেশ কিছু ফ্রি বিকল্প সফটওয়্যার রয়েছে।। আজকের আলোচনা সেগুলো নিয়েই।

Office Alternative:Libreoffice

highlights:

  • অফিসের মোটামুটি গুরুত্বপুর্ণ ফিচার/পার্টগুলো এখানে পেয়ে যাবেন।।
  • ওয়ার্ড প্রসেসর , Presentation সফটওয়্যার ও Spreadsheet রয়েছে।। ম্যাক,লিনাক্সও চলানো যায়।।
  • ১০০+ ল্যাংগুয়েজ সাপোর্ট করে।।
  • এর নিজস্ব ফাইল ফরম্যাট ছাড়াও প্রচুর ফাইল ফরম্যাট  সাপোর্ট করে।।
  • অফিসের মতই ইউজার ইন্টারফেসও এর একটি উল্লেখযোগ্য দিক।
  • এর আরো একটি সুবিধা হচ্ছে যে সাইজ ছোটো।। স্টোরেজ সংকট থাকলে এটি আপনার জন্য পারফেক্ট হতে পারে।।
  • আপনি এর ওয়েবসাইট থেকে এক্সটেনশন ডাউনলোডের মাধ্যমে আরো অতিরিক্ত বিভিন্ন ফিচার এড করে নিতে পারবেন, পারবেন আরো templates,themes এড করে নিতে।
  • আরো একটি বিষয়, এটি ওপেন সোর্স, অর্থাত প্রোগ্রামার হলে আপনি এটি মডিফাই করতে পারবেন, আর এটির পোর্টেবল ভার্সন রয়েছে।

IDM Alternative:XDM(Xtreme Download Manager)

Highlights:

  • ভিডিও ক্যাপচার। এখানে একটি download video এর স্থায়ী পপআপ থাকে । এখানে আপনি যে যে ভিডিওতে ক্লিক করবেন সেই ভিডিও ওই লিস্টে চলে যাবে। উইন্ডোজের যেকোনো জায়গায় সেটি থেকে যায়।  ব্রাউজার অফ করলেও সেই লিস্টে ভিডিওগুলো থেকেই যায়। তবে ইউটিউবে আইডিএম যেমন এভেলেবল সব রেজুলেশন দেখায়, এক্ষেত্রে এক্সডিএম এ আপনি যেই রেজুলেশনে ভিডিওটা চালাবেন, সেটাই লিস্টে এড হবে অন্যগুলো নয়।তবে ইউটিউবে কিন্ত only MKV ই ক্যাপচার করে এটি।
  • HLS,TS এই টাইপ ভিডিও ক্যাপচারেও অনেক পটু এই সফটওয়্যারটি। কাস্টম প্লেয়ার দিয়ে যেসব ভিডিও চলে অনেক ক্ষেত্রেই m3u8 কোডেক ও TS ফাইল আকারে তা থাকে যার জন্য ডাউনলোড করা ডিফিকাল্ট হয় তবে xdm সেগুলো ও ক্যাপচার করে ও ডাউনলোডেও কোন ইস্যু থাকে না ।
  • আমি exe,rar,7z,zip,pdf,docx ইত্যাদি  ধরনের ফাইল ও ডাউনলোড করা যায়।
  • আইডিএম এর মতই সেটিংস থেকে ব্রাউজার ইন্ট্রিগ্রেশন করে নিতে পারবেন।
  • আইডিএম এর মতই সুযোগ থাকছে আলাদা আলাদা ফোল্ডারে বিভিন্ন টাইপের ফাইল ডাউনলোড করার ।
  • ইন্টারফেসে আপনি ক্যাটাগরি অনুসারে ডাউনলোড ফাইল ও দেখতে পারবেন ।
  • এক্সপায়ার্ড লিংক রিফ্রেশ, pause, resume করার ও সুযোগ থাকছে।media converter রয়েছে।
  • ডাউনলোড স্পিড আইডিএম এর মতই।
  • ডিফল্ট লিস্টের পাশাপাশি আপনি ক্যাটাগরিতে ফাইল টাইপ যোগ করতে পারবেন। থাকছে স্পিড লিমিট এর সুবিধা।

Photoshop Alternative:Gimp

ফটোশপের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় এটি।।

Highlights:

  • পেইন্ট ফিচারঃ যেমন paint tools(brush,pencil,airbrush and clone)
  • কাস্টম ব্রাশ এবং patterns
  • rotate,scale,shear and flip এর মত ট্রান্সফর্মেশন অপশন।
  • editable text layers,color corrections.
  • এনিমেশনের জন্য MNG সাপোর্ট।
  •  layers, masks, curves,levels ইত্যাদি এডিটিং টুল।
  • প্রচুর প্লাগইন এর কালেকশন।
  • এডিটিং এর জন্য অনেক এডভান্সড অপশন পাবেন।
  • ব্লেন্ডিং মোড এর সাথে Comprehensive layer support রয়েছে।

Autocad Alternative:Sketchup 

Highlights:

  • সহজে বোঝার মত এবং সহজে ব্যবহার করার মত একটি ইউজার ইন্টারফেস
  • beginner দের জন্য ভালো তেমনি প্রোফেশনালরাও ব্যবহার করতে পারবেন।
  • বিশাল plug in library রয়েছে যেখানে Vray এর মত এপ্লিকেশন ও রয়েছে ।
  • এর নিজস্ব 3D warehouse রয়েছে যেখানে প্রচুর মডেল পাওয়া যাবে।
  • ১০ জিবি ক্লাউড স্টোরেজ ও পাবেন ইউজার।
  • 3d মডেল ক্রিয়েশন বেশ সহজে করা যায়।
  • বিভিন্ন টাইপের ফাইল ইম্পোর্ট করা যায়, ড্রয়িং এর বিশাল লাইব্রেরিতে আপলোড ও ডাউনলোড ও করা যাবে ড্রইং।
  • টিপিকাল কাজগুলোর পাশাপাশি film, and video game design ও করা সম্ভব।
  • Main Features:Textures,Layers,3D models,2D models,Animations, Lighting effects ।

Utorrent Alternative:Qbittorrent

highlights:

  • µTorrent এর মতই ইউজার ইন্টারফেস।। কাস্টম থিম ডাউনলোড করতে পারবেন।
  • সম্পুর্ণ এডমুক্ত এক্সপেরিয়েন্স।
  • এডভান্স সার্চ ইঞ্জিন
  • অনেক Bittorrent extensions সাপোর্ট করবে
  • Sequential downloading এর সুবিধা।
  • Bandwidth scheduler রয়েছে।
  • Torrent বানানোর অপশন ও রয়েছে।
  • ৭০টি ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করা যাবে, উইন্ডোজ,লিন্যাক্স,ম্যাক অপারেটিং সিস্টেমে চালানো যাবে।

Premier Pro Alternative:DaVinci Resolve

highlights:

  • 4k/60fps পর্যন্ত ভিডিও এডিট করতে পারবেন।
  • advance color correction, multi-screen support রয়েছে।
  • advanced trimming,timeline curve editor।
  • Collaboration mode
  • ভিডিওর পাশাপাশি অডিও এডিটের ও বেশ কিছু অপশন পাবেন।
  • প্রিমিয়ার প্রো এর মত এডভান্স সব ফিচার মোটামুটি এখানে উপস্থিত রয়েছে।

উপরের ও নিচের ছবিগুলোতে উল্লেখযোগ্য আরো সব ফিচার দেখতে পাবেন।

 

যাদের বাজেট কম তাদের জন্য সেকেন্ড হ্যান্ড অপশন হিসেবে দুটি ভালো চয়েস হলো RX 570 এবং Ryzen 5 1600, কেমন পারফর্ম করতে পারে ২০২০ সালে এসে এ দুটি প্রোডাক্ট? লং টার্ম রিভিউ দেখে নিনঃ

RX 570 and Ryzen 5 1600:A Real Life Long Term Review

যারা ভালো,শক্তিশালী ,বিশ্বাসযোগ্য ফ্রি এন্টিভাইরাস খুজছেন তাদের জন্যঃ
Best Free Antiviruses

AMD এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে Radeon Software এর বেশ কিছু অপশন ব্যবহার করে আপনি পারফর্মেন্স আরেকটু বাড়িয়ে নিতে পারেনঃ

Radeon Software থেকে বের করে আনুন সর্বোচ্চটা

পাইরেসির মত অপরাধ করতে গিয়ে,ক্রাক সফটওয়্যার নামাতে গিয়ে আমরা অনেক সময়ই অনেক অজানা ফাদে পা দিয়ে ফেলি, চলুন দেখে নি পাইরেসির ঝুঁকি ও ফাঁদ সমুহ

ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে আমাদের অনেক সময় অশ্লীল সব বিজ্ঞাপন,popup, বিভিন্ন বিপদজনক সব পেজ সামনে চলে আসে, এগুলো থেকে মুক্ত হতে কিছু টুলস ইউজ করতে পারেনঃ

ওয়েব সিকিউরিটির জন্য কিছু গুরুত্বপুর্ণ tools and tricks:adblocker

 

Share This Article

Search