গুগল সম্প্রতি জানিয়েছে যে আগামী বছরের জুন থেকে (২০২১, জুন ১) গুগল ফটো আপনাকে আর High Quality ফ্রি আনলিমিটেড স্টোরেজ ফিচারটি দিবে না। জুন ১, ২০২১ থেকে গুগল তার Google Photos এর পলিসি আপডেট করতে যাচ্ছে।
বর্তমানে একটি ফ্রি গুগল একাউন্টে ১৫ গিগাবাইটের অনলাইন স্টোরেজ দেওয়া থাকে, যেখানে আপনার সকল জিমেইল, ড্রাইভ এবং ফটোসকে ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আপনার জিমেইলের ইনবক্সে যত মেইল এবং মেইলের এটাচমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই ১৫ জিবির মধ্যেই কাউন্ট করা হয়ে থাকে। তবে এই ১ জুন, ২০২১ থেকে এর সাথেও আপনার Docs, Sheets, Slides, Drawings, Forms ইত্যাদি মানে যত কিছু রয়েছে সবকিছুকেই এই ১৫ জিবির মধ্যে আনা হবে।
অন্যদিকে বর্তমানে আপনি হাই কোয়ালিটির ছবি কে গুগল ফটোতে আনলিমিটেড স্টোরেজের হিসেবে ব্যবহার করতে পারছেন (১৬ মেগাপিক্সেলের নিচের) এবং HD ভিডিওকেও আনলিমিটেড স্টোরেজ মজা উপভোগ করতে পারছেন। কিন্তু জুন ১ থেকে আপনি যত ছবি/ ভিডিও আপলোড করুন সেটা সাইজ ছোটবড় হোক না কেন, সবকিছুই আপনার ফ্রি ১৫ জিবির মধ্যে কাউন্ট করা শুরু করবে। তবে এমনিতেও আপনি মডারেট গুগল ফটোর ইউজার হয়ে থাকলে এই ১৫ গিগাবাইট ভরতে তেমন বেশি সময় লাগবে না। তবে গুগলের হিসেব মতে ৮০% ইউজারের এই ১৫ জিবি ফুল হতে ৩ বছরের মতো সময় লাগবে।
তবে মজার বিষয় হলো, জুন ১, ২০২১ এর আগে গুগল ফটোতে আপনি ইচ্ছে মতো হাই কোয়ালিটি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন আনলিমিটেড হিসেবে। আর জুন ১ এর আগে আপলোডকৃত সকল ডাটাকে এই ১৫ জিবির মধ্যে রাখা হবে না। তাই যত ব্যাকআপ রাখার আগামী বছরের জুন মাস আসার আগেই রেখে দিন।
তবে আরো মজার ব্যাপার হলো, আপনি যদি পিক্সেল ডিভাইস ইউজার হয়ে থাকেন তাহলে জুনের পরেও আপনার কাছে আনলিমিটেড স্টোরেজের অপশনটি এভেইলেবল থাকবে।
গুগল ফটোস থেকে Batch ডাউনলোড:
গুগল ফটোস য়ে আপলোড করা বেশ সহজ। অটো আপলোড অপশন সিলেক্ট করা থাকে আপনাকে নিজে থেকেও আপলোড করার কোনো প্রয়োজনই নেই! আপনি ছবি তুলবেন এবং নেট কানেক্টশন থাকলেই সেটা আপনার গুগল একাউন্টে সেভ হয়ে যাবে। তবে সমস্যাটা হয় যখন আপনি গুগল ফটোস থেকে কিছু ডাউনলোড করতে যান। সিঙ্গেল ফটো ডাউনলোডে কোনো সমস্যা হয় না কিন্তু ধরুন আপনি অনেকগুলো ছবি কিংবা আপনার ফটোস এর সকল ছবিকে ডাউনলোড করতে চান ।
কিন্তু এখানে আপনার ছবিগুলোকে Date , Location হিসেবে ক্যাটাগরি হিসেবে সেভ করা হবে। আপনি চাইলেও একসাথে আপনার সকল ফটোকে সিলেক্ট করতে পারবেন না।
সিলেক্ট করার অপশন শুধুমাত্র ডেট হিসেবে রয়েছে, কিন্তু আপনার যদি হাজার খানেক ছবি থাকে বছর জুড়ে। তাহলে সিলেক্ট করতে করতে হাপিয়ে যাবেন এবং এটা অনেক সময়ের ব্যাপার। তাহলে কি করবেন?
তবে ব্যাচ মোডে সকল ফটো ডাউনলোডের আলাদা পদ্ধতি রয়েছে। সেটা হলো Google Takeout । এর মাধ্যমে শুধু গুগল ফটো নয় বরং আপনার সকল গুগল ডাটাকে ডাউনলোড করতে পারবেন।
চলে যান Google Takeout সাইটে। লগ ইন করুন ।
প্রথম প্রথম সাইটে গেলে আপনার সকল ডাটা সিলেকৃত অবস্থায় থাকবে। তাই প্রথমে আপনাকে Deselect All অপশনটিকে ক্লিক করতে হবে ।
এবার স্ক্রল করে নিচের দিকে গিয়ে Google Photos অপশনে টিক দিন। এছাড়াও কোন কোন ডেটের ছবিগুলো ডাউনলোড করতে চান সেটাও সিলেক্ট করে দিতে পারবেন।
এবার স্ক্রল করে একদম নিচে এসে Next Step বাটনে ক্লিক করুন।
এবার এই স্টেপগুলো আপনার প্রয়োজন মোতাবেক Tweaks করে নিন। তারপর Create Export বাটনে ক্লিক করুন।
এবার সাইজের উপর নির্ভর করে ব্যাকআপ জিপ হিসেবে তৈরি হবে এবং ডাউনলোড লিংকটি আপনার ইমেইলে মেইল হিসেবে চলে যাবে। এছাড়াও শেষ পেজে কিছুক্ষণ বসে থাকলেও সেখানে ডাউনলোডের অপশন অটো চলে আসবে: