কম্পিউটেক্স ২০২৪ এ অংশ নিয়েছিল জনপ্রিয় কম্পিউটার কম্পোনেন্টস প্রস্ততকারক প্রতিষ্ঠান MAXSUN । তাদের স্টলে তারা পুর্বে লঞ্চ করা প্রোডাক্টের পাশাপাশি দেখিয়েছে বাজারে আসতে যাওয়া নতুন কিছু প্রোডাক্ট ও। এই লেখায় থাকছে এবারের কম্পিউটেক্সে ম্যাক্সসানের প্রদর্শিত পণ্যসমুহ।
মাদারবোর্ডঃ
iCraft B760M CROSS
ম্যাক্সসান লঞ্চ করেছে MAXSUN iCraft B760M CROSS মাদারবোর্ড। অত্যন্ত সুন্দর দেখতে এই মাদারবোর্ডটি এনিমে থিম এ করা। উল্লেখ্য,ম্যাক্সসান এর প্রত্যেকটি লাইনআপের একদম সেরা মানের প্রোডাক্টগুলোর নামকরণ করা হয় iCraft। এই Cross বোর্ডটি ফিচার করছে ১২+১+১ ফেজের 50A DR-MOS SI654 VRM । এই মিনি এটিএক্স বোর্ডটিতে সর্বমোট ৩টি M.2 NVMe স্লট রয়েছে। ফ্রন্টে ৭টি ও রেয়ারে ৯টি সহ মোট ১৬টি ইউএসবি পোর্ট যার মধ্যে ২টি 10gbs/20gbs TYPE-C পোর্টও রয়েছে। ৪টি র্যাম স্লটে মোট ১৯২ গিগাবাইট এর ৭২০০ মেগাহার্জ স্পিডের DDR5 র্যাম লাগানো যাবে। অত্যন্ত চোখধাধানো এই মডেলটি হয়তো বাংলাদেশের বাজারেও দেখা যাবে।
TERMINATOR H770 YTX D5 WIFI
ইন্টেলের H770 চিপসেটে নির্মিত এই বোর্ডটির মুল আকর্ষণের জায়গা হলো এর অনন্য ফর্ম ফ্যাক্টর। অন্য সকল ফর্ম ফ্যাক্টর থেকে আলাদা এই YTX ফর্ম ফ্যাক্টর। এটি ITX থেকে বড়, বেশ চওড়া। ছবিতে ITX ও YTX মাদারবোর্ড একই সাথে দেখা যাচ্ছে । BTF সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে এখানেও ম্যাক্সসান পোর্টগুলোকে বোর্ডের পেছনে স্থাপন করেছে। রয়েছে ২টি DDR5 স্লট ও ৮+১+১ ফেজের পাওয়ার ডিজাইন। সাপোর্ট করবে ইন্টেল ১২,১৩ ও ১৪শ প্রজন্মের প্রসেসরসমুহ।
Challenger B760BKB D5
আপনি যদি SFF বা স্মল ফর্ম ফ্যাক্টর প্রেমী হয়ে থাকেন,তাহলে আপনার নজর কাড়তে বাধ্য Challenger B760BKB D5 বোর্ডটি। এই মিনি আইটিএক্স ফর্ম ফ্যাক্টর এর ছোট্ট মাদারবোর্ডটির মুল আকর্ষণ হচ্ছে এর গ্রাফিক্স কার্ডের স্লটটি দেওয়া হয়েছে বোর্ডের ঠিক পেছন দিকে। অর্থাৎ হালের BTF এর যুগে বেশিরভাগ পোর্টস যখন পেছন দিয়ে চলে যাচ্ছে, তখন জিপিইউ এর স্লট ও পেছন দিকে দিয়ে দেওয়া হয়েছে এই বোর্ডে। এতে করে মিনি আইটিএক্স বিল্ডগুলোতে জিপিইউ রাইজার দিয়ে কেবল রাউটিং করার ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে যাবে।
MS-Terminator Next-Gen for Intel Arrow Lake-S
এছাড়াও ম্যাক্সসান ইন্টেলের upcoming LGA 1851 চিপসেটের Arrow Lake-S প্রসেসর এর জন্য মাদারবোর্ড ও দেখিয়েছে। যদিও এর কোনো স্পেসিফিকেশনস,মডেল কোনো কিছুই এখন পর্যন্ত জানা যায়নি।
গ্রাফিক্স কার্ডঃ
এছাড়াও ম্যাক্সসান এর বুথে ছিল প্রচুর পরিমাণ নতুন পুরাতন মডেলের AMD ও NVIDIA গ্রাফিক্স কার্ড।এর মধ্যে Icraft 4070 Super white, 4060 Ti ,Terminator, Limited Edition white model উল্লেখযোগ্য। তবে স্পেশাল এডিশন বলতে MGG GPU, BTF GPU ও RTX 4060 LF এর কথা বলা যায়।
BTF সিরিজের যেমন অনান্য ম্যানুফ্যাকচারার রা কেবললেস সলুশন বের করার জন্য বা কেবল হাইড করার জন্য যেসব সাধারণ পন্থা অবলম্বন করেছে, তার থেকে কিছুটা আলাদাভাবে এই ব্যাপারটি সম্পাদন করেছে ম্যাক্সসান। তারা ব্যাকপ্লেটের মাঝখানে হিটসিংক এর মাঝখানে কাটআউট দিয়ে সেখানে Power connector সেট করেছে।
এছাড়াও আরেকটি কার্ডের কথা বলতে হয়,Maxsun MGG RTX 4070 Ti Super। যেটায় মোট ফ্যান সংখ্যা ৫টি। ৩টি বড় ফ্যান গতানুগতিক স্থানে থাকলেও আরো দুইটি ছোট ফ্যান রয়েছে হিটসিংকের দুই কোনায়।
সর্বশেষ, ম্যাক্সসান স্মল ফর্ম ফ্যাক্টর লাভার দের জন্য লঞ্চ করেছে অত্যন্ত ছোট্ট একটি RTX 4060 GPU, RTX 4060 LF বা Low Profile।