পিসিতে ওয়ালপেপার নিয়ে চিন্তায় আছেন? ডেইলি রিফ্রেশ ফিচার সহ সমাধান নিয়ে নিন।

পিসি বা ল্যাপটপে আমরা নিজেদের পছন্দমত ওয়ালপেপার ব্যবহার করে থাকি। আর অফিসের পিসিগুলোতে ডিফল্ট উইন্ডোজ ওয়ালপেপারটাই বলা গেলে সারাবছরই লাগানো থাকে। কিন্তু এক সময় এসে নতুন নতুন ওয়ালপেপার খুঁজে পেতে কিছুটা হলেও বেগ পেতে হয়। বিশেষ করে যারা গেমিং কেন্দ্রিক 4K/8K Wallpaper ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য আলাদা ওয়ালপেপার ইঞ্জিন রয়েছে।

আবার অনেকেই আছেন নিত্যনতুন ফ্রেশ ওয়ালপেপার ব্যবহার করতে চান আবার এই দিকে নিজে থেকে ওয়ালপেপার খোঁজার সময় থাকে না, আজকের এই মিনি পোষ্টটি তাদেরই জন্য। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন Bing এ ব্যবহৃত সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো আপনি চাইলে আপনার পিসি এবং একই সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন।

Bing Wallpaper এর মূল সুবিধা হচ্ছে কোয়ালিটিফুল ওয়ালপেপার ফ্রিতে ব্যবহার করা যায়। প্রতিদিন একটি করে নতুন ওয়ালপেপার ব্যবহার করা যায় এবং ওয়ালপেপার পছন্দ না করে বিগত ৫/৬ দিনের ওয়ালপেপারে ফিরে যাওয়া যায়। তো চলুন চমৎকার এই ওয়ালপেপার টুলটি ডাউনলোড করে নেই।

ধাপসমূহ

প্রথমে Bing এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এখানে ক্লিক করে।

এবার Install Now বাটনে ক্লিক করুন। টুলটি ডাউনলোড শুরু হবে। যারা ম্যাক ব্যবহার করেন তারা উপরের macOS অপশন থেকে টুলটির ম্যাক ভার্সন ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড হয়ে গেলে টুলটি ইন্সটল করুন।

ইন্সটল করার সময় Set Microsoft Bing as my homepage আর Set Microsoft Bing as my default search provider এই অপশন দুটি টিক দিয়ে ডিসিলেক্ট করে রাখবেন।

ইন্সটল করা হয়ে গেলেই সাথে সাথে আপনার ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে এবং সিস্টেম ট্রে তে Bing এর আইকন যুক্ত হবে।

টুলটির উপর ক্লিক করে আপনি আগের দিন এবং পরের দিনের ওয়ালপেপারে শিফট হতে পারবেন। ধরুন আজকের ওয়ালপেপার আপনার পছন্দ হলো না, আপনি এভাবে আগের দিনের ওয়ালপেপারে ফিরে যেতে পারবেন।

প্রতিদিন নিজে নিজে ওয়ালপেপার রিফ্রেশ হবে। এই ফিচারটি যদি না চান তাহলে অপশন থেকে ডেইলি রিফ্রেশ বন্ধ করে রাখতে পারবেন।

পরিশিষ্ট

উল্লেখ্য যে এটি একটি অনলাইন টুল। প্রতিদিন ওয়ালপেপার রিফ্রেশের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। আপনি ব্রডব্যান্ড ব্যবহারকারী না হলে এই টুলের পূর্ণাঙ্গ স্বাদ নিতে পারবেন না। আর হ্যাঁ উইন্ডোজ ৭ বা তার আগের উইন্ডোজ ভার্সনগুলো এই টুলটি সার্পোট করে না। Bing Wallpaper এর অ্যান্ড্রয়েড সংস্করণও রয়েছে সেটা ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এই ডেইলি ওয়ালপেপার রিফ্রেশ ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েডের বিষয়টি আমার আগের একটি পোষ্টে শেয়ার করা হয়েছে।

Share This Article

Search