BDIX VPN (৩য় পর্ব) – পিসি এবং মোবাইল।

শুরুতেই বলে নিচ্ছি এটা একটি শিক্ষণীয় পোষ্ট, পোষ্টে দেখানো নিয়ম শুধুমাত্র শেখার বা জানার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই পোষ্ট ও এর আগের পর্বের পোষ্ট দেখে কেউ যদি নিয়মগুলোর অনৈতিক ব্যবহার করে এবং ISP বা অন্য কোনো ক্ষেত্র থেকে ইউজারের সমস্যা হলে আমি এবং পিসি বিল্ডার বাংলাদেশ কোনো ভাবেই দায়ী থাকবে না।

কেমন আছেন আপনারা? BDIX VPN এর তৃতীয় পর্ব নিয়ে আমি আজ চলে আসলাম। যদিও কোনো ইচ্ছে ছিল না এই BDIX সিরিজটি আর কন্টিনিউ করার। কারণ এই ইস্যুটি নিয়ে দেশে অনেক কিছু হচ্ছে অনেক কিছু দেখছি। কেউ কেউ তো সরাসরি রীতিমত VPN ব্যবসায় বসে পড়েছেন।

তারপর ভাবলাম থাক যেহেতু BDIX VPN এর নতুন কিছু অ্যাপস বেশ অনেকদিন ধরেই ইন্টারনেটে আছে তাহলে শুধু শুধু আপনারা কেন এর থেকে বঞ্চিত হবেন?

BDIX VPN কি ? কেন ব্যবহার করবেন, কারা ব্যবহার করবেন এ বিষয়গুলো আগের পোষ্টসমূহে আমি পরিস্কার ভাবে বলে দিয়েছি। তাই এখানে আর এই বিষয়গুলোকে আমি রিপিট করছি না। আগের দুটি পর্ব থেকে BDIX এবং BDIX VPN সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা নিয়ে আসুন:

পর্ব ১
পর্ব ২

VPN BD

আজকের প্রথম অ্যাপটি হচ্ছে একটি VPN, এটাকে আপনি প্লেস্টোরে পেয়ে যাবেন। প্লেস্টোর লিংক।

ভিপিএনটি আপনার মোবাইলে ইন্সটল করুন। তারপর ওপেন করুন। অটোমেটিক্যালি রানিং সার্ভারগুলোর লিস্ট আপনার সামনে চলে আসবে।

লিস্ট এর সার্ভারগুলোর নামের নিচে দেখবেন প্রতিটি সার্ভারের স্পিড দেখাবে, যেমন আমার এখানে ৩নং সার্ভারের স্পিড দেখাচ্ছে 25.84Mbps । লিস্ট থেকে সর্বোচ্চ স্পিডের সার্ভারের নামের উপর ট্যাপ করুন।

তারপর একটি প্রমোট আসবে, Understood অপশনে ট্যাপ করুন।

এবার নতুন উইন্ডো পাবেন। এখানে ৩/৪ সেকন্ড পর বড় করে সবুর রংয়ের Connect বাটনটি আসবে। আপনি OpenVPN কিংবা SSTP যেকোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন এটা কোনো সমস্যা না। Connect বাটনে ট্যাপ করে VPN টি কানেক্ট করুন।

OpenVPN (Mobile)

এবার আমরা সরাসরি OpenVPN দিয়ে BDIX স্পিড বাইপাস করার চেষ্টা করবো। এখানে আপনাকে মেন্যুয়াল ভাবে প্রতিটি কাজ করতে হবে। উল্লেখ্য যে এই সার্ভারগুলো দেশের বিভিন্ন ISP কোম্পানিগুলো দিনের বিভিন্ন সময় অন করে থাকে। তাই একটি সার্ভার থেকে দিনের সবসময় যে কানেক্টশন পাবেন সেটা নিশ্চিত নয়।

প্রথমে Playstore থেকে ওপেনভিপিএন ক্লায়েন্ট অ্যাপটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

এবার এই ওয়েবসাইটে চলে যান।

আমরা এখন এই ওয়েবসাইট থেকে বর্তমানে রানিং সার্ভারগুলোর কনফিগারেশন ফাইল নামিয়ে নিবো। ওয়েবসাইটে ঢুকার পর নিচের দিকে স্ক্রল করে সার্ভার লিস্টে চলে আসুন।

এখানে পুরো বিশ্বের অনেক সার্ভার পাবেন, সার্চ বক্সে BD লিখে সার্চ দিন। তাহলে ওই সময়ে বাংলাদেশের সার্ভারগুলোর লিস্ট আপনি পাবেন।

আমার এখানে এই Moment এ ২টি সার্ভার দেখাচ্ছে । আপনি যখন সার্চ দিবেন তখন এর থেকে বেশি কিংবা অনেক সময় ০ সার্ভার থাকবে।

এবার আপনার মনমত সার্ভারে Connect বাটনে ট্যাপ করুন। নতুন ট্যাব চালু হবে।

এবার স্ক্রল করে নিচের দিকে আসতে থাকুন। চারটি কনফিগারেশন ফাইল দেখতে পারবেন । UDP কিংবা TCP যেকোনো টাইপের কনফিগারেশন ডাউনলোড করতে পারবেন সমস্যা নাই। কনফিগারেশনের উপরে Click to Download লেখার উপর ট্যাপ করুন। তাহলে আপনার মোবাইলে কনফিগারেশন ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

এবার OpenVPN অ্যাপটি চালু করুন। Import Profile উইন্ডো থেকে Upload File ট্যাবে চলে আসুন ।

 

এবার Browse বাটনে ট্যাপ করুন, একটু আগে যে কনফিগারেশন ফাইলটি মোবাইলে ডাউনলোড করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন।

এবার Save password ঘরে ট্যাপ করুন।

ইউজারনেম আর পাসওর্য়াড দিবেন vpn, তারপর কানেক্ট বাটনে ট্যাপ করুন।

সার্ভারে কানেক্ট হয়ে যাবে। কাজ শেষ!

দিনের বিভিন্ন সময় ওই ওয়েসবাইটে মাঝে মাঝে ঢুকে নতুন নতুন সার্ভারের কনফিগারেশন ফাইল ডাউনলোড করতে পারেন। তাহলে অনেকগুলো সার্ভার কনফিগারেশন ফাইল পেয়ে যাবেন।

OpenVPN (PC)

পিসির ক্ষেত্রেও সব স্টেপ একদম হুবহু একই। প্রথমে পিসিতে OpenVPN ক্লায়েন্ট ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে। ডাউনলোড হয়ে গেলে পিসিতে টুলটি ইন্সটল করুন।

এবার ওই ওয়েবসাইটে চলে যান এখানে ক্লিক করে। নিচের দিকে স্ক্রল করে সার্ভার লিস্টে চলে আসুন।

সার্চ বক্সে লিখুন BD , তাহলে বাংলাদেশের সার্ভারগুলো চলে আসবে।

যে সার্ভারটিতে কানেক্ট করবেন সেটার নামের নিচে CONNECT বাটনে ক্লিক করুন।

নতুন ট্যাব চালু হবে। নিচের দিকে স্ক্রল করে কনফিগারেশন সেকশনে চলে আসনু। চারটি কনফিগারেশন থেকে আপনার চয়েজ মতো যেকোনো একটি ডাউনলোড করে নিন।

এবার যে কনফিগারেশন ফাইলটি ডাউনলোড করেছেন সেটার উপর ডাবল ক্লিক কিংবা Enter চেপে ফাইলটি ওপেন করুন।

তাহলে ওপেনভিপিএন টুলে কনফিগারেশন ফাইলটি Import হয়ে যাবে। OK বাটনে ক্লিক করুন। Save Passord বাটনে ক্লিক করুন। Username আর Password ঘরে vpn দিবেন।

তারপর Connect বাটনে ক্লিক করুন। কাজ শেষ!

সতর্কতা

ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় পিসিতে বা মোবাইলে বিকাশ, রকেট বা যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাপে এবং আপনার ব্যাংকের অ্যাপে কখনোই ঢুকবেন না।

Share This Article

Search