কেন UPS ব্যবহার করবেনঃ UPS এর খুঁটিনাটি,গুরুত্ব,প্রকারভেদ

কম্পিউটারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বেশ গুরুত্বপুর্ণ একটি বিষয়। এজন্যই আমাদের দেশে UPS এর চাহিদা ও ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেই জানেন না UPS এর খুটিনাটি, এর উপকারিতা, গুরুত্ব। আজকে আলোচনা হবে UPS এর বিভিন্ন বিষয়,গুরুত্ব, PC এর Shutdown process ইত্যাদি নিয়ে।

UPS: Some facts, importance, features:

Full form: Uninterrupted Power Supply।UPS নাম থেকেই বুঝা যাচ্ছে যে নিরবিচ্ছিন্ন পাওয়ার সরবরাহ করাই এর কাজ। কম্পিউটার এর বেশ কিছু পার্ট রয়েছে যেগুলো খুবই sensitive, এর মধ্যে primary,secondary storage ,মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড থাকে। একটি কম্পিউটার কে turn off করা আর দশটি ইলেক্ট্রনিক ডিভাইসের turn off করার ঘটনার মত সহজ সরল নয়।এখানে shutting down প্রক্রিয়াটি চলে।  প্লাগ টেনে খুলে দেওয়া বা পাওয়ার সুইচ সরাসরি অফ করে দেওয়ার মত সহজ বিষয় নয়। টেম্পোরারি প্রচুর ফাইল মেমোরিতে জমা থাকে, প্রচুর প্রসেস চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, রেজিস্ট্রিতে বিভিন্ন প্রক্রিয়া চলতে থাকে। কম্পিউটার প্রথম দিকে সত্যিই পাওয়ার অন অফ এর মাধ্যমেই চালু বন্ধ হতো, তবে বর্তমানে বেশ কিছু ধাপ এর মাধ্যমে shut down এর বিষয়টি ঘটে থাকেঃ

User check এবং User Log out:

একাধিক ইউজার লগ ইন করে থাকলে সেক্ষেত্রে লগ আউটের সময় একটি confirmation প্রক্রিয়া ঘটে যে do you really want to log out? একাধিক ইউজারের ক্ষেত্রে unsaved programs,documents থাকতে পারে যেহেতু।

প্রোগ্রাম বন্ধঃ

ইউজারের ইন্সটল করা প্রতিটা প্রোগ্রাম (যা চালু আছে) উইন্ডোজ এবার বন্ধ করে, লিস্ট থেকে চেক করে চালু থাকা প্রতিটা প্রোগ্রাম বা প্রোগ্রামের প্রোসেসকে সে shut down signal প্রেরণ করে। unsaved data থাকলে তা সেভ করার prompt আসে এবং cancel অপশন ও থাকে যেটিতে ক্লিক করলে সম্পুর্ণ shut down এর অপারেশনটিই স্থগিত হয়ে যায়।

এভাবে সমগ্র ইউজার কেন্দ্রিক প্রোগ্রাম/প্রসেস ইত্যাদি বন্ধ হওয়ার সাথে সাথে ইউজারকে উইন্ডোজ থেকে বের করে দেওয়া হয় ,session এর সমাপ্তি ঘটে।

Windows turns off itself and its associated programs,processes:

এবার ইউজার যাওয়ার পর উইন্ডোজ তার নিজের প্রোগ্রাম,core process,registry,temporary activities গুলো বন্ধ করতে থাকে, এবং নিশ্চিত করে সবগুলো ঠিকভাবে সেভ হয়েছে, কোনো সমস্যা ছাড়া স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে।

Shutdown Signal প্রেরণঃ

এবার নিজেকে,নিজের associate সব প্রোগ্রাম,প্রসেস সবকিছুকে বন্ধ করার পর উইন্ডোজ এবার তার পাওয়ার ম্যানেজমেন্ট হার্ডওয়্যারকে সিগনাল পাঠায় পাওয়ার বন্ধ করে দিতে। নিভে যায় আস্তে আস্তে সবগুলো বাতি।

স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে যে আর দশটি ইলেক্ট্রনিক ডিভাইসের মত নয় একটি কম্পিউটার বন্ধ হওয়ার ব্যাপারটি।

কেন হুট করে পাওয়ার চলে যাওয়া ক্ষতিকরঃ

হুট করে পাওয়ার চলে যাওয়ার বেশ কিছু নেতিবাচক দিক আছে যার অনেকগুলোই আপনারা স্বাভাবিকভাবেই এখন অনুধাবন করতে পারছেন, উপরের বিষয়গুলোর সাথেও মিলাতে পারছেনঃ

  • Unsaved data হারানো: সবথেকে কমন ও সহজেই অনুধাবন করা যায় এটা যে কাজ করতে করতে সিস্টেমের পাওয়ার চলে গেলে আপনার করতে থাকা যেকোনো কাজই নষ্ট হবে, কারণ আমরা জানি Ram এ থাকা জিনিস system off এর সাথে সাথেই চলে যায়, সেগুলো volatile, Temporary হিসেবে র‍্যামে থাকে, সংরক্ষণের জন্য তা HDD তে বা স্টোরেজে সেভ করতে হয়। অর্থাৎ বিদ্যুৎ হঠাত চলে গেলে আপনার কাজটি নষ্ট হবে, আবার শুরু থেকে করা লাগতে পারে।
  • ইউজারের ডাটা ছাড়াও,কম্পিউটারের স্বাভাবিক বন্ধ হওয়ার এতগুলো ধাপ এর একটিও যখন হচ্ছে না, instant যখন বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই একটি entropy এর সৃষ্টি হওয়ার কথা সম্পুর্ণ সিস্টেমে। এতগুলো Temporary process,apps,registry সবকিছুর নিরাপদে বন্ধ হওয়ার ব্যাপারটি না ঘটায় পরবর্তীতে যখন কম্পিউটারটি চালু করা হয় তখন সিস্টেমটি অতিরিক্ত কিছু ধাপের মধ্য দিয়ে যায়। বলা যায় struggle/throttle এর মধ্যে দিয়ে যায়। উইন্ডোজের জন্য এটা একটি নেতিবাচক ঘটনা, বিশেষ করে update হওয়ার সময় এভাবে বন্ধ হলে উইন্ডোজ ক্রাশ করতে পারে, চালু নাও হতে পারে, bluescreen সহ ইত্যাদি এরর আসতে পারে। অপারেটিং সিস্টেম একটি জটিল বিষয় এবং নিয়মতান্ত্রিক Shutdown sequence এর মধ্য দিয়ে তাকে অবশ্যই যেতে হয়। এর ব্যত্যয় মোটেও ভালো নয়। হতেও পারে পাওয়ার outage এর সময় সিস্টেম নিজে কোনো গুরুত্বপুর্ণ কাজ করছিল, কোনো কিছু modification/create/remove করছিল বা calculation করছিল , সেটা অনেকক্ষেত্রেই সম্পুর্ণ পিসির জন্যই crucial বা fatal হতে পারে। কারণ boot সংক্রান্ত, সিস্টেমের ফাইল corrupt হয়ে গেলে পিসি অবশ্যই ঠিকভাবে চলবে না।
  • Half finished process,thread এর কারণে ফাইল করাপ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
  • ব্যাপারটি আরো ভালোভাবে বুঝার জন্য বা চাক্ষুষ প্রমাণের জন্য আপনি Event Viewer চালু করুন, শেষ যেদিন বা যখন windows লোডশেডিং বা অন্য কোনো কারণে সরাসরি পাওয়ার কাট হয়েছে, দেখতে পাবেন সেগুলো Critical error/fatal Error আকারে লেখা রয়েছে Log । এবং আরো একটি শব্দ লক্ষ করবেন সেখানে description এ , সেটি হচ্ছে “unfortunately” । অর্থাৎ এইভাবে পাওয়ার অফ হওয়া (সে আপনি নিজে জেনে শুনে প্লাগ খুলুন বা লোডশেডিং/অন্য দুর্ঘটনা হোক) কম্পিউটারটার জন্য অনাকাংখিত, অর্থাৎ এটা কম্পিউটার বন্ধের প্রকৃত পদ্ধতি নয়। এটা হওয়ার কথা ছিল না। আরো একটি বিষয় ও এখান থেকেই বোঝার কথা সেটি হচ্ছে, ‘Error’; এই ঘটনাটি সিস্টেমের জন্য একটি error,critical শব্দ টি প্রমাণ করে একটি ভয়ংকর রকমের নেতিবাচক ঘটনা।

  • সর্বশেষঃ Storage,বিশেষ করে hard disk এর স্বাস্থ্যের সাথে বেশ সম্পর্কিত এই বিষয়টি। Read write স্পিড,ability কমে যাওয়া, ডাটা করাপ্ট হওয়া,lifespan বা আয়ু কমে যাওয়া অর্থাৎ health কমে যাওয়ার মত ঘটনা ঘটে থাকে power outage হলে। হার্ড ড্রাইভের head crash এর কারণ ও এটা। এসএসডি সহ অন্যন্য কম্পোনেন্ট এর ক্ষতির কারণ ও অনাকাঙ্খিত এই power cut।
  • এখানেই শেষ নয়, পাওয়ার যখন ব্যাক আসবে, সেটা হতে পারে পিসির জন্য(কম্পোনেন্টগুলোর জন্য) আরো একটি বড় ধাক্কা। যা উপরের বিষয়গুলোর থেকে আরো বেশি ক্ষতিকর।

Why you should use UPS: Importance of UPS

  • আপনার কম্পোনেন্ট গুলোর সুরক্ষায়, কাজ সেভ করে সুন্দরভাবে পিসি অফ করার জন্য, Windows, সম্পুর্ণ পিসির সুরক্ষা ও stability এর জন্য এবং অবশ্যই উপরের ক্ষতিগুলো থেকে বাচতে আপনার ইউপিএস নেওয়া উচিত।
  • তাছাড়া ইউপিএস এর সাথে surge protector ও থাকে যা আপনাকে দিবে বাড়তি সুরক্ষা । একের ভেতর দুই পেয়ে যাচ্ছেন। আজকালকার ইউপিএসগুলো voltage এর ও ছোটখাট উঠানামা নিজেই সমাধান করার ক্ষমতা রাখে যেটাও একটা সুবিধা।
  • হার্ডড্রাইভ এর ক্রাশ, মাদারবোর্ড এর হেলথ কমে যাওয়া,র‍্যাম ইস্যু,পাওয়ার সাপ্লাই ইস্যু এগুলো দীর্ঘদিন Load Shedding বা irregular power cut,unusual/unexpected power cut এর কারণে ঘটে থাকে। এগুলোর হাত থেকে কম্পোনেন্টগুলোকে বাচাতে আপনার ইউপিএস ব্যবহার করা উচিত।

ইউপিএস এর প্রকারভেদঃ

বাসা বাড়িতে সাধারণ পিসিতে ইউজের জন্য মুলত ইউপিএসগুলো মোটামুটি একই প্রকারের হয়ে থাকে, বিশেষ কোনো criteria,পার্থক্য থাকে না যার মাধ্যমে শ্রেনীবিভাগ করা যায়। আমরা এখানে আলোচনা করবো ক্যাপাসিটির উপর ভিত্তি করে। ইউপিএস এর ক্যাপাসিটি সাধারণত বানিজ্যিকভাবে VA এর মাধ্যমে নির্ধারণ/নির্ণয়/প্রকাশ করা হয় ও আমাদের দেশেও এটিই প্রচলিত। VA বলতে Volt-Ampere বোঝায় যা ইউপিএস এর ক্ষেত্রে এর ব্যাটারি কতটুক পাওয়ার ডেলিভার করতে পারে,কতটুকু বিদ্যুৎ সরবরাহ করতে পারে তার  নির্দেশক হিসেবে কাজ করে VA। ইউপিএস এর এই রেটিং থেকেই আপনি ধারণা পাবেন যে এই ইউপিএসটি কি পরিমাণ লোড নিতে সক্ষম বা কত পাওয়ার এর electronic ডিভাইসকে ব্যাকআপ দিতে সক্ষম,নিরাপদে কানেক্টেড থাকতে সক্ষম। এখানে Watt হচ্ছে Device/Components এর দ্বারা টেনে নেওয়া পাওয়ার বা কম্পোনেন্ট এর প্রয়োজনীয় পাওয়ার;অন্যদিকে VA দ্বারা component এর উপর applied  Voltage এবং Component টির টেনে নেওয়া current এর গুণফল বুঝায় যাকে apparent power ও বলা হয়ে থাকে।

VA অনেকটা Power Factor এর মত কাজ করে। আমরা জানি এখনো কোনো Device/Motor/Engine আবিষ্কৃত হয়নি যেটি 100% efficient, শুধুমাত্র Hypothetically ই বিজ্ঞানীরা কল্পনাতেই বিভিন্নভাবে দেখিয়েছেন এরকম ডিভাইস। বাস্তবে friction ও অন্যন্য ফ্যাক্টর এর কারণে সবসময়ই কিছু Power অপচয় হয়, ইনপুট এর সমান আউটপুট পাওয়া যায় না, Heat ও অন্যন্য Energy তে নষ্ট হয়ে যায় কিছু Power । একটা নির্দিষ্ট পাওয়ার ইনপুটে কতটুক আউটপুট দিতে পারবে ব্যাটারিটা, কতটুক ক্ষমতা তার আউটপুট দেওয়ার, সেটাই এক প্রকার নির্দেশ করে VA ।

উদাহরণ এর সাহায্যে বোঝানো যেতে পারে ,watt এবং VA কিন্ত অবশ্যই এক নয়। 600VA এর মানে এই না এটিতে আপনি 600W এর কম্পোনেন্ট Load দিতে পারবেন। বরং একে তুলনা করা যেতে পারে একটি পাত্রের সাথে । কোনো একটা পানীয় এর গ্লাস এর সাইজকে বলা যেতে পারে VA, এবং তার মধ্যে উপস্থিত পানীয়র পরিমাণ হলো Watt। VA কে বলা যায় apparent power, যেখানে WATT হলো real power বা সর্বোচ্চ ব্যবহারযোগ্য পাওয়ার।

মোটামুটি ধারণা এরকম প্রচলিত যে কোনো একটি ইউপিএস এর রেট করা VA এর 60-65% এর মত ওয়াট(Power) লোড সে নিতে পারে। যদিও বিভিন্ন ব্রান্ডের ইউপিএস এর সাইট,spec sheet এ তা ভিন্ন ভিন্ন দেখা যায় মিলে না কারণ Battery এর ভোল্ট যদিও বা মিলে, ব্রান্ডগুলোর ব্যবহার করা ব্যাটারির AH(Ampere Hour) আলাদা আলাদা হয়ে যাওয়ায় তাদের Max-Load নেওয়ার ক্ষমতা সার্টিফায়েড থাকে ভিন্ন ভিন্ন। তবে তা ৬০-65% এর মধ্যেই থাকে।

মোট কথা 600VA এর UPS এর Load Rating 330/360/390 এর আশেপাশেই থাকে।

ব্রান্ড ভেদে 800/850VA এর UPS গুলোর Load Rating 450-500 এর মধ্যেই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা 250W লোড এর রেকমেন্ডেশন ও দেখেছি দুই একটি ব্রান্ড এর দুই একটি মডেলে।

অন্যদিকে 1200VA এর ক্ষেত্রে 650-750W এর মধ্যে থাকে বেশিরভাগ সময় Load Recommendation। তবে সবসময়ই চেষ্টা করবেন আপনার পিসিতে ম্যাক্সিমাম লোড কত হতে পারে তার থেকে ২০০/১৫০ ওয়াট বেশি ক্ষমতা সম্পন্ন ইউপিএস নিতে। গ্রাফিক্স কার্ড না থাকলে প্রসেসর হাই এন্ড না হলে বেশিরভাগ ক্ষেত্রেই 600VA এর লিমিটের মধ্যেই থাকে সিস্টেম এর লোড। তবে গ্রাফিক্স কার্ড থাকলে , সাথে আরজিবি থাকলে ফুল লোডের ক্ষেত্রে অধিকাংশ সময়েই 650/600VA এর ইউপিএস এর ক্ষমতার একেবারেই বাইরে চলে যায় লোড। তাই এক্ষেত্রে অন্তত 800VA, নাহলে 1200VA এর ইউপিএস বেস্ট চয়েস।

কোন পিসির জন্য কত VA এর UPS কিনবেনঃ

মোটামুটি যাদের পিসি একেবারেই সাধারণ, অফিস আদালত বা স্কুল কলেজ বা দোকানের পিসি গুলো যেগুলো সাধারণত i3,Pentium,Dual Core এর প্রসেসর এ চলে ,RGB থাকে না, গ্রাফিক্স কার্ড থাকে না, সেগুলোতে 650/600VA এর UPS ই যথেষ্ট ।

যাদের পিসিতে Ryzen 3 3200G,2200G,বা 3400G কিংবা i3 10100,9100 ইত্যাদি প্রসেসর, দুই একটি RGB ফ্যান রয়েছে, তাদের জন্য 850/800VA এর UPS রেকমেন্ডেড থাকবে। গ্রাফিক্স কার্ড আলাদা রয়েছে যেমন 1050ti,1030,560, ইত্যাদি ক্ষেত্রেও হয়তো 800/850VA এর ইউপিএস দিয়ে কাজ হয়ে যেতে পারে।আর যাদের 650VA সাজেস্ট করেছি তাদের মধ্যে যারা আছেন যে অনেক বেশি গুরুত্বপুর্ণ কাজ করেন এবং ব্যাকআপ বেশি চান তারাও বাজেটটা সামান্য বাড়িয়ে 850/800VA নিয়ে নিতে পারেন। তবে গ্রাফিক্স কার্ড থাকলে সাজেশন থাকবে বাজেট বেশি হলে 1200VA এর দিকে যাওয়া।

আর যাদের Gaming PC, গেম খেলেন ,ভারী কাজ করেন। Ryzen 5 3600,3500x/3300x,3700x,i5 10400f,10600k এর মত প্রসেসর রয়েছে, RX 570, GTX 1660/RTX 2060 এর মত জিপিইউ রয়েছে, RGB ফ্যান/strips রয়েছে, স্টোরেজ রয়েছে অনেকগুলো তারা অবশ্যই 1200VA UPS নিবেন। সম্ভব হলে 1500VA ও নিতে পারেন।

ইউপিএস কিভাবে মেরামত,মেইনটেন করবেনঃhow to repair UPSঃ

ইউপিএস এর সঠিক ব্যবহার,চার্জ দেওয়া,idle ফেলে রাখা,চালু করে রাখা বা অনেকদিন বন্ধ করে রাখা এই বিষয়গুলো এর life এর জন্য গুরুত্বপুর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমাদের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছিল পুর্বেইঃ

UPS এর সঠিক ব্যবহার ও মেরামত

এই ছিল আজকের পর্বে। UPS নিয়ে এটি আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে UPS বায়িং গাইড যেখানে  বিভিন্ন ক্যাপাসিটির সেরা কিছু UPS নাম ,দাম বিস্তারিত আমরা তুলে ধরবো যাতে আপনি বাজারে ভালো UPS টা বেছে নিতে পারেন।

আপনার পিসিতে কি Heating সমস্যা রয়েছে, সেক্ষেত্রে নিচের পোস্টটি থেকে পেতে পারেন বেশ কিছু সমাধানঃ

Heating Issue: কিছু কারণ ও সমাধান

পিসি বিল্ডিং নিয়ে আমাদের অনেকেরই রয়েছে অনেক ভুল ধারণা, সেই সাথে রয়েছে পরিকল্পনার অভাব ও। নিচের আর্টিকেলে আলোচনা করা হয়েছে সেসব নিয়েইঃ

পিসি বিল্ডিংঃ যত ভুল ধারণা ও ভুল পরিকল্পনা

জেমস বন্ড ভালোবাসেন এরকম গেমার রয়েছেন অনেকেই।অনেকদিন পর আসছে আরো একটি জেমস বন্ড গেম। জেনে নিন বিস্তারিতঃ

আসছে নতুন James Bond Game

Share This Article

Search