ASUS এর হ্যান্ডহেল্ড গেমিং পিসি , ROG Ally নিয়ে বিশ্বব্যাপী চলছে ভালোই মাতামাতি।আমাদের দেশেও এভেইলেবল হয়ে যাবে কিছুদিন এর মধ্যেই। চলুন জেনে নেওয়া যাক Asus ROG Ally সম্পর্কে বিস্তারিত, এর ফিচারস,স্পেসিফিকেশন,পারফর্মেন্স ,দাম কেমন হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের লেখায়।
Asus Rog Ally: এক নজরে
ROG Ally হচ্ছে মুলত Asus এর একটি Windows Based Handheld Console। এটিকে কনসোল না বলে এক অর্থে পিসি ও বলা যেতে পারে কেননা পিসির অপারেটিং সিস্টেম,উইন্ডোজেই এটি রান করবে ।গেমিং সেন্ট্রিক সাবব্রান্ড ROG এর ইকোসিস্টেমে আরো একটি গেমিং ডিভাইস যুক্ত করা ও এর কঞ্জিউমারদের যেকোনো সময়ে, যেকোনো স্থানে পিসি গেমিং করার সুযোগ দিতেই মুলত আসুসের এই প্রয়াস।। অবশ্যই হ্যান্ডহেল্ড কনসোলের ইন্ডাস্ট্রিতে যে সব অন্যান্য ব্রান্ড রয়েছে,তাদের সাথে টক্কর দিয়ে এই মার্কেটে ভাগ বসানোও অন্যতম লক্ষ আসুসের।
Asus Rog Ally: Design and Look
কনসোলগুলো যেমন হয়ে থাকে, মাঝে ডিস্প্লে, ডানে ও বামে বাটনস, উপরের দুই দিকে Bumpers,Triggers , Asus Rog Ally এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ডানডিকে ABXY, Right Axis এর সাথে অতিরিক্ত দুই টা বাটন ,বামে analog stick আর Left axis এর সাথে স্ক্রিন বরাবর আরো দুটি বাটন। সাদা বডির উপর বাটনগুলোর রঙ দেওয়া হয়েছে কালো। ট্রিগার ও বাম্পার ও একই রঙের। তবে menu,options/home বাটনগুলো অবশ্য সাদা।
সামনে দিকে নিচে দুই পাশে দুটি কাট আউট সম্ভবত স্পিকারের।
পেছনেও রয়েছে কুলিং এর জন্য কাটআউট। ডানদিকের Cut out টি ROG এর আইকনের আকৃতিতে করা।। আর রয়েছে স্ট্যান্ড। কোনাকুনি একটি আরজিবি স্ট্রিপ ও দেওয়া হয়েছে। সব মিলিয়ে মিনিমাল কিন্ত সুন্দর একটি ডিজাইন করার চেষ্টা করেছে ROG।
ও হ্যা, দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে Rog Ally এর, দুটির পার্থক্য নিচের স্পেকস এর মধ্যে আমরা আলোচনা করবো।
Specification of ROG Ally:
Rog Ally এর রয়েছে দুইটা ভ্যারিয়েন্ট, একটি RC71L-ALLY.Z1X_512 ও আরেকটি RC71L-R1RADA1W । এই দুটি ভ্যারিয়েন্টে মুল পার্থক্যের জায়গাটি হচ্ছে প্রসেসর। এবার চলুন দুটি ভ্যারিয়েন্টেরই বিভিন্ন সেকশনের স্পেকস নিয়ে আলোচনা করা যাকঃ
RC71L-ALLY.Z1X_512
RC71L-ALLY.Z1X_512 এ প্রসেসর হিসেবে রয়েছে AMD Ryzen™ Z1 Extreme Zen4 Processor । এটি ৪ ন্যানোমিটার নোড এ প্রস্তত একটি প্রসেসর। প্রসেসরটির হাইলাইটস-
- এটি ৮ কোর ১৬ থ্রেডের প্রসেসর।
- মোট ক্যাশ ২৪ মেগাবাইট।
- ৫.১০ গিগাহার্জ বুস্ট ক্লক।
- অত্যন্ত পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। মাত্র ৯-৩০ ওয়াট পাওয়ারেই অপারেট করতে সক্ষম এটি।
- Handheld platform এর জন্য বিশেষ ভাবে ও এক্সক্লুসিভলি তৈরী প্রসেসর হচ্ছে Ryzen Z1 Extreme।
GPU:
Z1 extreme এর Integrated GPU হিসেবে রয়েছে AMD RDNA3 Based GPU যাতে রয়েছে 12 টি Compute Unit, 2.7Ghz boost clock ও 8.6 teraflops পর্যন্ত প্রসেসিং সক্ষমতা।
RC71L-R1RADA1W
RC71L-R1RADA1W এ প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে AMD Ryzen™ Z1। এটির আর্কিটেকচার,প্রসেস সবই Z1 extreme এর মতই। বলতে গেলে Z1 এর cutdown সংস্করণ হচ্ছে এটা।
দুটি ডিভাইসে মুল পার্থক্যের জায়গা মুলত এই Processor দুটি ও তাদের স্পেকস, GPU,CPU দুই ক্ষেত্রেই রয়েছে স্পেকস এর পার্থক্য। যেমন-
- 4.9 Ghz Boost clock
- ৬ কোর ও ১২ থ্রেড।
- এক্সট্রিম ভার্সন এর তুলনায় ২ মেগাবাইট কম ক্যাশ।
GPU:
4 টি CU,2.5 Ghz boost clock, 2.8 Teraflops processing Power।
Storage:
Rog Ally এর দুটি ভ্যারিয়েন্ট এর প্রসেসর,গ্রাফিক্স কার্ড ছাড়া আর যে জায়গায় পার্থক্য রয়েছে সেটা হচ্ছে Storage Options। Z1 Extreme variant এ রয়েছে ৫১২ গিগাবাইট এর PCIe4 NVMe এসএসডি, অপরদিকে Z1 base variant এ রয়েছে ঠিক অর্ধেক, অর্থাৎ ২৫৬ গিগাবাইট এর PCIe4 NVMe Storage।
অন্যান্যঃ
এই ছিল গ্রাফিক্স,প্রসেসর আর স্টোরেজ নিয়ে আলোচনা। এই ৩ ক্ষেত্রেই দুটি ভ্যারিয়েন্ট এর পার্থক্য রয়েছে। এছাড়া ডিসপ্লে, ব্যাটারি,পাওয়ার সাপ্লাই, অডিও,কন্ট্রোল, সবই দুটি ভ্যারিয়েন্টেই একেবারেই একই জিনিস দেওয়া রয়েছে। নিচে এক এক করে সেগুলো একটু দেখে নেওয়া যাক-
Display of Rog Ally
ডিসপ্লে সেকশনে কোনো কস্ট কাটিং করে নি আসুস। স্পেকস অন্তত তাই বলে। ৭ ইঞ্চির ১৬:৯ এস্পেক্ট রেশিওর ফুল এইচডি দেওয়া হয়েছে এতে , যেখানে বাজারে অনেক হ্যান্ডহেল্ড কনসোলেই 720p/800p ডিসপ্লে। এটি একটি আইপিএস প্যানেল যা ১০০% এসআরজিবি ও ৭৫% এডোবি আরজিবি।
গরিলা গ্লাস DXC ও Victus এর প্রোটেকশন রয়েছে দুটি তেই। ডিস্প্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ। তবে রেস্পন্স টাইম এর কথা চিন্তা করলে গেমার রা খানিকটা হতাশই হবেন, 7 MS রেস্পন্স টাইম এই ডিস্প্লের।সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিটস। রয়েছে ফ্রিসিংক এর সাপোর্ট ও ।
মেমোরিঃ
ROG ALLY তে দেওয়া হয়েছে ১৬ গিগাবাইট এর র্যাম। এএমডির Zen4 SOC হওয়ায় অবধারিত ভাবেই এটি DDR5 র্যাম ও এর স্পিড 6400MT/s। ৮ গিগাবাইট এর দুটি স্টিক দেওয়া হয়েছে দুটি ভ্যারিয়েন্টেই।
I/O Ports:
একটি এসডি কার্ড রিডার এর পাশাপাশি একটি করে অডিও জ্যাক+Asus ROG Mobile Interface+USB Type C combo ।
Audio and network
অডিওতে যেসব ফিচার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো AI Noise cancellation, Hi-res certification, Dolby Atmos,Built-in Array microphone । অডিও আউটপুটের জন্য দুটি স্পিকার রয়েছে।
নেটওয়ার্ক ,কমিউনিকেশন এর জন্য triple band Wifi 6 আর Bluetooth 5.2 এর সাপোর্ট রয়েছে এতে।
Other Features
অন্যান্য ফিচার এর মধ্যে হ্যাপটিক ফিডব্যাক, 6 axes IMU Gyro ,Aura Sync,Fingerprint Sensor, Microsoft Pluton Security Processor ইত্যাদি উল্লেখযোগ্য।
কুলিং এর জন্য রয়েছে দুইটি ফ্যান। সাথে আছে ডাস্ট ফিল্টার।
Battery and power supply
ROG Ally কে পাওয়ার দিচ্ছে 4-cell Li-ion 40 Whrs ব্যাটারি । এটাকে চার্জ করার জন্য রয়েছে ৬৫ ওয়াটের চার্জার।
দাম কত? রিলিজ কবে?
ASUS Rog Ally এর বেইজ ভ্যারিয়েন্ট এর দাম ৬০০ ডলার। Z1 extreme বা 512 GB variant এর দাম আসুস নির্ধারণ করেছে ৭০০ ডলার। এটি বাজারে আসবে আগামী মাস,অর্থাৎ জুনের ১৩ তারিখ।