চট্টগ্রামে উদ্ভোদন হলো আসুস এক্সপেরিয়েন্স জোন

তাইওয়ানিজ টেকনোলজী ব্র্যান্ড আসুস বাংলাদেশে প্রথম “আসুস এক্সপেরিয়েন্স জোন” উদ্ভোদন করল চট্টগ্রামে।  আসুসের এক্সপেরিয়েন্স জোনটি কম্পিউটার ভিলেজের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় অবস্থিত (ওয়ালি টাওয়ার, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।) আসুস ব্র্যান্ডের সকল মডেলের ল্যাপটপ দেখে ও পরখ  করে নেয়া যাবে এই এক্সপেরিয়েন্স জোন থেকে। আসুস ল্যাপটপের উপর বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত প্রতিনিধি সার্বক্ষনিক উপস্থিত থেকে গ্রাহকদের আসুস সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবেন এখানে। শুভ উদ্ভোধন উপলক্ষে আগামী ১০ই অক্টোবর পর্যন্ত আসুসের যেকোনো ল্যাপটপ কিনলেই পাওয়া যাচ্ছে আড়ং গিফট ভাউচার। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাচ্ছে রাউটার, পেনড্রাইভ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার স্ট্রিপ, আসুস গিফট বক্স এবং টি-শার্ট সহ আকর্ষণীয় সব উপহার সহ ডিসকাউন্ট। যেকোনো আসুস পণ্যতে নিয়মিত দামে ২০টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ইন্টারেষ্ট বিহীন ভাবে ৬ মাসের ইএমআই সুবিধা পাওয়া যাবে।

গত ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান মিস্টার লিয়ন ইউ, আসুস বাংলাদেশের  বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও কান্ট্রি হেড জনাব আল ফুয়াদ, বাংলাদেশে আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আনোয়ার, সম্মানিত পরিচালক জনাব জসিম উদ্দীন খন্দকার, জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস, কম্পিউটার ভিলেজের চেয়ারম্যান জনাব মোঃ জসিম উদ্দিন, পরিচালক জনাব তৌফিক এলাহী, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি জনাব সুফিয়ান আলী, সাধারন সম্পাদক জনাব আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক জনাব দিদারুল আলম জুয়েল সহ সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানসমুহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ল্যাপটপ কেনার আগে দেখে ও পরখ করে নেয়ার জন্য আসুসের এই উদ্যোগ নিঃসন্দেহে ক্রেতাদের পন্য নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন আসুস কর্তৃপক্ষ। 

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot